প্রশ্ন : একই অক্ষাংশে অবস্থিত হলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে বরফ জমে না, অথচ ল্যাব্রাডর উপকূলে বরফ জমে — এর কারণ কী ?
উত্তর : ব্রিটিশ দ্বীপপূঞ্জ ও ল্যাব্রাডর উপকূল একই অক্ষাংশে অবস্থিত হলেও ব্রিটিশ দ্বীপপূঞ্জের পাশ দিয়ে উষ্ণ উপসাগরীয় স্রোত প্রবাহিত হয়, তাই ব্রিটিশ দ্বীপপূঞ্জের বায়ুমণ্ডল উষ্ণ হওয়ায় নিকটস্থ সমুদ্রে বরফ জমে না । কিন্তু ল্যাব্রাডর উপকূলের পাশ দিয়ে হিমমণ্ডল থেকে আসা অতি শীতল ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হয় বলে ল্যাব্রাডর উপকূলের বায়ুমন্ডলে তাপমাত্রা কম থাকায় ওই উপকূলে বরফ জমে ।
*****