প্রশ্ন : দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?
উত্তর : সকালে এবং বিকালে কোনো স্থান থেকে সূর্য অনেক দূরে থাকে বলে সূর্যরশ্মি
(১) পৃথিবীপৃষ্ঠের সেই স্থানে তুলনামূলক ভাবে বেশি তির্যকভাবে পড়ে,
(২) বেশি পরিমাণ বায়ুস্তর ভেদ করে আসে এবং
(৩) বেশি স্থান জুড়ে ছড়িয়ে পড়ে । এজন্য সকাল এবং বিকালে সূর্য থেকে কম তাপ পাওয়া যায় ।
আবার দুপুরে সূর্যরশ্মি
(১) পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানে লম্বভাবে পড়ে,
(২) অল্প বায়ুস্তর ভেদ করে আসে এবং
(৩) অল্প স্থান জুড়ে ছড়িয়ে পড়ে বলে তুলনা মূলক ভাবে বেশি উত্তাপ পাওয়া যায় ।
দুপুরে তুলনা মূলক ভাবে বেশি তাপ পাওয়ার আরও একটি প্রধান কারণ হল যে, বেলা ২ টো পর্যন্ত ভূপৃষ্ঠের তাপ ক্রমশ বাড়তে থাকে, কিন্তু এই সময়ের পর থেকে ভূপৃষ্ঠ যে পরিমাণ তাপ গ্রহণ করে সেই পরিমাণ তাপ বিকিরণ করে বলে সঞ্চিত তাপ তখন বাড়ে না । এজন্য কোনো স্থানে বেলা ২ টোয় দিনের মধ্যে সর্বাধিক তাপ অনুভূত হয় ।
****