প্রশ্ন:- জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক কী এবং আবহবিকারের ফলাফল কী কী ?
উত্তর:- আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি কম বেশি প্রায় সর্বত্র কাজ করলেও কোনো বিশেষ ধরনের আবহবিকার বিশেষ কোনো জলবায়ু অঞ্চলেই বেশি কাজ করে, যেমন—
(১) উষ্ণ মরুভূমি অঞ্চল, শীত প্রধান শুষ্ক অঞ্চল এবং শুষ্ক নাতিশীতোষ্ণ অঞ্চলে যান্ত্রিক আবহবিকার পরিলক্ষিত হয় ।
(২) উষ্ণ ও আর্দ্র অঞ্চলে রাসায়নিক আবহবিকার -এর সংঘটন বেশি দেখা যায় ।
(৩) আর্দ্র-নাতিশীতোষ্ণ অঞ্চলে যান্ত্রিক ও রাসায়নিক —এই দুই ধরনের আবহবিকারই দেখা যায় ।
আবহবিকারের ফলাফল :
(১) আবহবিকারের ফলে ভুত্বকের শিলাস্তর চূর্ণবিচূর্ণ হয় বলে নতুন ভূমিরূপ সৃষ্টির ক্ষেত্রে আবহবিকারের যথেষ্ট প্রভাব আছে ।
(২) রাসায়নিক আবহবিকারের ফলে শিলার মধ্যে থাকা কয়েকটি খনিজ পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বিয়োজিত হওয়ায় বৃষ্টি বহুল ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইট, বক্সাইট, ইলমেনাইট প্রভৃতি খনিজ পদার্থ বেশি পাওয়া যায় ।
(৩) আবহবিকারের ফলে ভূত্বকের ওপর চূর্ণবিচূর্ণ শিলায় গঠিত ভূ-আস্তরণ বা রেগোলিথ সৃষ্টি হয় । প্রকৃত পক্ষে রেগোলিথ হল মৃত্তিকাময় শিথিল শিলাচূর্ণ ।
(৪) আবহবিকারের ফলে শিলাচূর্ণ থেকে প্রচুর পরিমাণে বালির সৃষ্টি হয় ।
(৫) রাসায়নিক আবহবিকাররে ফলে শিলাস্তরের কয়েক রকম খনিজ গলে যায় এবং এর ফলে মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্য ও সার পাওয়া যায় ।
(৬) আবহবিকার মৃত্তিকা গঠনে পরোক্ষভাবে সাহায্য করে ।
******