প্রশ্ন:- জলদ্বারা কীভাবে আবহবিকার সংঘটিত হয় ?
(১) বৃষ্টিবহুল অঞ্চলে জল বছরের পর বছর ধরে আঘাত করে করে শিলাখন্ডগুলিকে দুর্বল করে ফেলে এবং এতে শিলাখন্ডগুলি ক্রমশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়;
(২) বৃষ্টির জল নরম পাললিক শিলা এবং শিলাস্তরকে আর্দ্র করে তোলে । পরে সূর্যের উত্তাপে এই জল বাষ্পে পরিণত হয় এবং শিলাগুলি আবার শুষ্ক হয়ে যায় । শিলাস্তরের অভ্যন্তর ভাগে এইভাবে ক্রমাগত এবং বারংবার আর্দ্র ও শুষ্ক হওয়ার ফলে ছোটো ছোটো শিলাখন্ডের (Flake) সৃষ্টি হয়, যা শিলাস্তরের বিচূর্ণীভবনে সাহায্য করে;
(৩) শিলাস্তরে বৃষ্টির জল ঢুকে শিলাস্তরকে আর্দ্র করে তুললে এবং আর্দ্রতা বৃদ্ধির জন্য শিলার মধ্যে অবস্থিত খনিজ পদার্থগুলির আয়তন বৃদ্ধি পায় । এই আয়তন বৃদ্ধির ফলে কোনোরকম রাসায়নিক পরিবর্তন ছাড়াই শিলাস্তরে ফাটল ধরে এবং কালক্রমে শিলাস্তরটি খন্ড বিখন্ড হয়ে যায়;
(৪) নদীর জল যখন দ্রুতগতিতে শিলাস্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন নদীর জলপ্রবাহের মধ্যবর্তী বায়ুর চাপের ফলে নদীপ্রবাহের নিম্নবর্তী শিলাস্তর ভেঙে চুর্ণবিচুর্ণ হয়ে যায় ।
*****