বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা (Role of Students in Waste Management)

Submitted by avimanyu pramanik on Sat, 11/06/2021 - 08:13

বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা (Role of students in waste management) : সুন্দর ও স্বচ্ছ মন এবং সুস্থশিক্ষা পারিপার্শ্বিক পরিবেশের ওপর নির্ভরশীল । পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর না থাকলে, সুন্দর স্বচ্ছ মন ও সুস্থশিক্ষা সম্ভব নয় । তাই বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন—

(১) স্কুলের পরিবেশ ও বাড়ির পরিবেশকে সুন্দর রাখতে বর্জ্যকে যেমন নির্দিষ্ট স্থানে ফেলতে হবে তেমনি অন্যান্য সকলকে নিষ্কাশনের সঠিক উপায় সম্বন্ধে অবহিত করতে হবে ।

(২) জমে থাকা বর্জ্যের যথাযত অপসারণ এবং পুনর্ব্যবহারের জন্য শিক্ষার্থীরা নিজেকে এবং অন্যকে উদ্বুদ্ধ করবে ।

(৩) বাড়িতে সেরামিক প্লেট, বাজারের ব্যাগ, পুরনো প্লাস্টিক বাক্স প্রভৃতি পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ব্যবহার বাড়াতে হবে ।

(৪) প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিক ব্যাগ ইত্যাদির ব্যবহার যথাসম্বভ কমাতে হবে এবং প্লাস্টিকের সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে ।

(৫) পৌর বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হলে পৌর প্রতিনিধিকে তা লিখিতভাবে জানানো দরকার । 

(৬) নিজের অঞ্চলে জঞ্জাল সাফাই অভিযানে শিক্ষার্থীদের অংশগ্রহণ হল অবশ্যিক কর্তব্য ।

(৭) বর্জ্যজনিত দূষণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা ও বর্জ্য ব্যবস্থাপনার সঠিক পদ্ধতিগুলিকে অবহিত করার জন্য সচেতনতা শিবির বা ক্যাম্পের আয়োজন করতে হবে । সর্বোপরি শিক্ষার্থীদের বর্জ্যের সমস্যাকে বুঝে পরিবেশকে সুস্থ করে তোলার দায়িত্বে এগিয়ে আসতে হবে ।

*****

Comments

Related Items

কাবেরী নদী (The Kaveri)

কাবেরী নদী (The Kaveri) : কর্ণাটক রাজ্যের তালাকাভেরি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে কাবেরী নদী কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । কাবেরী নদীর দৈর্ঘ্য ৭৬৫ কিমি.

কৃষ্ণা নদী (The Krishna)

কৃষ্ণা নদী (The Krishna) : পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের শৃঙ্গের কিছুটা উত্তরে প্রায় ১৪০০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হওয়ার পর কৃষ্ণা নদী দক্ষিণ-পূর্বে তেলেঙ্গানা ও অন্ধপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বিশাল বদ্বীপ সৃষ্টি করে

গোদাবরী নদী (The Godavari)

গোদাবরী নদী (The Godavari) : গোদাবরী নদী 'দক্ষিণ ভারতের গঙ্গা' নামে পরিচিত । মহারাষ্ট্রের ব্রম্ভগিরি পাহাড়ের ত্র্যম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে এবং পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোদাবরী নদী মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ

মহানদী (The Mahanadi)

মহানদী (The Mahanadi) : ছত্তিসগড় রাজ্যের রায়পুর জেলার দক্ষিণাংশের সিয়াওয়া মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্বদিকে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশ ও ওড়িশা রাজ্য অতিক্রম করার পর বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । মহানদী

তাপী নদী (The Tapti)

তাপী বা তাপ্তি নদী (The Tapti) : মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমির প্রায় ৭৭০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়ে তাপী নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের ওপর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত