বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা (Role of Students in Waste Management)

Submitted by avimanyu pramanik on Sat, 11/06/2021 - 08:13

বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা (Role of students in waste management) : সুন্দর ও স্বচ্ছ মন এবং সুস্থশিক্ষা পারিপার্শ্বিক পরিবেশের ওপর নির্ভরশীল । পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর না থাকলে, সুন্দর স্বচ্ছ মন ও সুস্থশিক্ষা সম্ভব নয় । তাই বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন—

(১) স্কুলের পরিবেশ ও বাড়ির পরিবেশকে সুন্দর রাখতে বর্জ্যকে যেমন নির্দিষ্ট স্থানে ফেলতে হবে তেমনি অন্যান্য সকলকে নিষ্কাশনের সঠিক উপায় সম্বন্ধে অবহিত করতে হবে ।

(২) জমে থাকা বর্জ্যের যথাযত অপসারণ এবং পুনর্ব্যবহারের জন্য শিক্ষার্থীরা নিজেকে এবং অন্যকে উদ্বুদ্ধ করবে ।

(৩) বাড়িতে সেরামিক প্লেট, বাজারের ব্যাগ, পুরনো প্লাস্টিক বাক্স প্রভৃতি পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ব্যবহার বাড়াতে হবে ।

(৪) প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিক ব্যাগ ইত্যাদির ব্যবহার যথাসম্বভ কমাতে হবে এবং প্লাস্টিকের সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে ।

(৫) পৌর বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হলে পৌর প্রতিনিধিকে তা লিখিতভাবে জানানো দরকার । 

(৬) নিজের অঞ্চলে জঞ্জাল সাফাই অভিযানে শিক্ষার্থীদের অংশগ্রহণ হল অবশ্যিক কর্তব্য ।

(৭) বর্জ্যজনিত দূষণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা ও বর্জ্য ব্যবস্থাপনার সঠিক পদ্ধতিগুলিকে অবহিত করার জন্য সচেতনতা শিবির বা ক্যাম্পের আয়োজন করতে হবে । সর্বোপরি শিক্ষার্থীদের বর্জ্যের সমস্যাকে বুঝে পরিবেশকে সুস্থ করে তোলার দায়িত্বে এগিয়ে আসতে হবে ।

*****

Comments

Related Items

নর্মদা নদী (The Narmada)

নর্মদা নদী (The Narmada) : মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকন্টক থেকে উৎপন্ন হয়ে নর্মদা নদী উত্তর-পশ্চিমে বেঁকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র হয়ে গুজরাটের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বিন্ধ্য ও সাতপুরার সংকীর্ণ গিরিখাত অতিক্রম করে

ব্রহ্মপুত্র নদ (The Brahmaputra)

ব্রহ্মপুত্র নদ : তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুং-দুং হিমবাহ থেকে সাংপো নামে উৎপন্ন হয়ে নামচাবারওয়া শৃঙ্গের কাছে চুলের কাটার মত বেঁকে অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ডিহং নামে ভারতে প্রবেশ করেছে । এর মোট দৈর্ঘ্য ২,৯০০ কিমি, এর মধ্

সিন্ধু নদ (The Indus)

সিন্ধু নদ : সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের উত্তরে অবস্থিত সিন-কা-বাব জলধারা থেকে উৎপন্ন হয়ে উত্তর-পশ্চিমে প্রথমে তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে লাদাখ অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করেছে । সিন্ধু নদের মোট দৈর্ঘ্য ৩,১৮০ কিমি এবং এর মধ

গঙ্গা নদী (The Ganges)

গঙ্গা নদী : গঙ্গা ভারতের শ্রেষ্ঠ নদী এবং ভারতের দীর্ঘতম নদী । গঙ্গানদীর মোট দৈর্ঘ্য ২৫১০ কিমি এবং এর মধ্যে ২০১৭ কিমি ভারতে প্রবাহিত । কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়ে সংকীর্ণ গিরিখাতের

ভারতের নদনদী (Rivers of India)

ভারতের নদনদী : ভারতে অসংখ্য নদনদী বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে । উৎস, প্রবাহের অঞ্চল, এবং মোহানা অনুসারে ভারতের নদনদীকে প্রধানত দুটি শ্রেণিতে ভাগ করা যায় । যেমন— (১) উত্তর ভারতের নদী এবং (২) দক্ষিণ ভারতের নদী ।