বর্জ্যের ধারণা (Concept of Waste) : 'বর্জ্য' কথাটির অর্থ হল 'যা বর্জনযোগ্য' । যে-কোনো কঠিন, তরল অথবা গ্যাসীয় সম্পদকে প্রাথমিকভাবে ব্যবহারের পরে যে মূল্যহীন, নষ্ট বা খারাপ হয়ে যাওয়া অব্যবহার্য বস্তু পড়ে থাকে, যা সরাসরি মানুষের কাজে না লেগে পরিবেশ দূষণ ঘটায়, সেই বস্তুগুলি বর্জ্য নামে পরিচিত । পরিবেশে কঠিন, তরল, গ্যাসীয় ইত্যাদি নানা ধরনের বর্জ্য দেখা যায় ।
*****