প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন ?
চাঁদ তার কক্ষপথে ২৭ ½ দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে । তাই পৃথিবীর একবার আবর্তনের সময়ে চাঁদ তার কক্ষপথে প্রায় ১৩° (৩৬০°÷২৭) পথ এগিয়ে যায় । এই পথ অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে (১৩°× ৪) ৫২ মিনিট । তাই পৃথিবীর কোনো স্থানে একবার মুখ্য জোয়ার ও তার পরবর্তী মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান হয় ২৪ ঘন্টা ৫২ মিনিট । এই কারণে পৃথিবীর কোনো স্থানে প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না ।
*****