ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারে জলস্ফীতি অপেক্ষাকৃত কম হয় ।
(১) অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভরা জোয়ারের সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় এই দুই তিথিতে সূর্য ও চন্দ্রের মিলিত বলের টানে জোয়ারের স্থানে খুব বেশি মাত্রায় জলস্ফীতি হয় । অন্যদিকে,
(২) কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মরা জোয়ারের সময় সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে পরস্পর লম্বভাবে অবস্থান করায় পৃথিবীর যে স্থানটি চন্দ্রের সবচেয়ে কাছে থাকে, সেই স্থানকে চন্দ্র যখন আকর্ষণ করে, ভূপৃষ্ঠের যে স্থানটি সূর্যের সবচেয়ে কাছে থাকে, সূর্যও সেই স্থানটিকে আকর্ষণ করে । কাজেই ওই অবস্থায় চন্দ্রের প্রভাবে যেখানে জোয়ার হ্য়, তার প্রায় সমকোণী স্থানে সূর্যের প্রভাবেও জোয়ার হয় । এর ফলে চন্দ্রের আকর্ষণে যে দুই স্থানে জল ফুলে উঠতে চেষ্টা করে, সূর্যের আকর্ষণ সেই দুই স্থানের উচ্চতা কমাতে চেষ্টা করে যার ফলে মরা জোয়ারের সময় জলস্ফীতি কমে যায় । এই কারণে ভরা জোয়ায়্রের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি অপেক্ষাকৃত কম হয় ।
*****