পেডিমেন্ট (Pediment) : বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে মরুভূমি অঞ্চলে পর্বতের পাদদেশে নানা রকম ভূমিরূপ গঠিত হয়, পেডিমেন্ট হল এরূপ একটি ভূমিরূপ । পেডিমেন্ট কথার অর্থ পর্বতের পাদদেশীয় ভূভাগ । মরু অঞ্চলে পর্বতের পাদদেশে মরু-সমপ্রায়ভূমির ওপর মূলত ক্ষণস্থায়ী নদী ছড়ানো জল ধারার মতো বা পাতের আকারে প্রবাহিত হয় । ফলে মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কাজের দ্বারা মৃদু ঢালু শিলাগঠিত যে ভূমিভাগের সৃষ্টি হয়, তাকে পেডিমেন্ট বলে । পেডিমেন্ট পর্বতের পাদদেশ থেকে প্লায়া পর্যন্ত বিস্তৃত হয় । আফ্রিকার সাহারা মরুভূমির উত্তর-পশ্চিমে অ্যাটলাস পর্বতের পাদদেশে পেডিমেন্ট দেখা যায় ।
*****