মন্থকূপ (pot Hole) : উচ্চগতি বা পার্বত্যপ্রবাহে বন্ধুর গতিপথের কারণে নদীর প্রবল স্রোতের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড, নুড়ি প্রভৃতি পাক খেয়ে ঘুরতে ঘুরতে নীচের দিকে অগ্রসর হয় । এর ফলে পরিবাহিত নুড়ি ও প্রস্তরখণ্ডের দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশে ছোটো ছোটো গোলাকার গর্তের সৃষ্টি হয় । নদীবক্ষে এরূপ গোলাকার গর্তগুলিকে মন্থকূপ বলে । তিস্তা নদীর পার্বত্য প্রবাহে অনেক মন্থকূপ দেখা যায় ।
*****