তাপের ঘটনাসমূহ

Submitted by arpita pramanik on Sat, 05/29/2021 - 23:00

তাপের ঘটনাসমূহ

 

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন :

প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে যেটি সঠিক সেটি লেখ

 

1. পদার্থ কে উত্তপ্ত করলে তার ---

A. সংকোচন হয়    B. প্রসারণ হয়  C. ঘনত্ব অপরিবর্তিত থাকে   D. আকার অপরিবর্তিত থাকে

2. রৈখিক প্রসারণ গুনাঙ্কের একক হল ---

A. °C-1     B. m    C. m-1     D. °C

3. পিতল তামা লোহা এবং ইস্পাতের মধ্যে তাপীয় সম্প্রসারণ সবচেয়ে বেশি হয় --

A. ইস্পাতের   B. লোহার    C. তামার    D. পিতলের

4. γr, γa  এবং γg  এর মধ্যে সম্পর্ক টি হল ---

A. γa = γr + γg         B. γr = γa + γ         C. γg = γa + γr          D. γr = γa - γg

5. কোনটির তাপ পরিবাহিতা ( cal cm-1 s-1 K-1 এককে ) সর্বোচ্চ ?

A. তামা     B.  সোনা     C. লোহা      D.  হিরে

6. গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান ---

A. 1/273 °C-1     B. 273 °C-1   C. 273 K   D. 1

7. পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় ---

A. কঠিন পদার্থে    B. তরল পদার্থে   C. গ্যাসীয় পদার্থে    D. শূন্যে

8. রূপা তামা লোহা এবং কাঁচের মধ্যে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি ---

A. তামার     B. লোহার     C. রুপোর     D.    কাচের

9. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য বৃদ্ধি পেলে ---

A. বৃদ্ধি পায়     B. হ্রাস পায়    C. অপরিবর্তিত থাকে    D. বৃদ্ধি বা হ্রাস পায়

10. তাপ পরিবাহিতার একক  ----

A. cal-1 s-1 cm-1 °C-1   B. cal s cm °C    C. cal-1 s cm °C-1      D. cal s-1 cm °C-1

11. ক্ষেত্র প্রসারণ গুনাঙ্কের একক হল ---

A. K       B. K-1         C. m2       D. m-2

12. তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ এর ---

A. সমান হয়      B. বেশি হয়       C. কম হয়     D.  বেশি অথবা কম হতে পারে

13. আয়তন প্রসারণ গুনাঙ্কের একক হল  --

A. m-3    B. m3    C. °F      D. °F-1

14. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিন টির দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ---

A. বৃদ্ধি পায়   B. হ্রাস পায়       C. অপরিবর্তিত থাকে      D. বৃদ্ধি বা হ্রাস পায়

15. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে ---

A. হ্রাস পায়     B. বৃদ্ধি পায়    C.অপরিবর্তিত থাকে    D. বৃদ্ধি বা হ্রাস পায়

16. নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে ?

A. উষ্ণতা     B. দৈর্ঘ্য     C. উপাদানের প্রকৃতি      D. প্রস্থচ্ছেদ

 

 

 

Comments

Related Items

গ্যাসের অণুর গতি

গ্যাসের অণুগুলির মোট আয়তন গ্যাসের আয়তনের তুলনায় নগন্য । আণবিক গতির পক্ষে প্রমাণ, গ্যাসের চাপের ওপর গ্যাস-অণুর গতির প্রভাব, গ্যাসের উষ্ণতার ওপর গ্যাস-অণুর গতির প্রভাব, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস ...

বয়েল ও চার্লসের সূত্রদ্বয়ের সমন্বয়

বয়েল ও চার্লসের সমন্বয়সূত্র PV = KT সমীকরণের ধ্রুবক K -এর মান গ্যাসের ভরের ওপর নির্ভর করে । এক গ্রাম-অণু অর্থাৎ, এক মৌল পরিমাণ যে-কোনো গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক K -এর মান একই হয় । এই ধ্রুবককে R অক্ষর দিয়ে প্রকাশ করা হয় । ধ্রুবক R -কে সার্বজনীন গ্যাস ধ্রুবক ...

চার্লসের সূত্রের বিকল্প রূপ

স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক —এটাই পরম স্কেল অনুযায়ী চার্লসের সুত্র । 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ এবং 0oC বা 273K উষ্ণতাকে একসঙ্গে প্রমাণ চাপ ও উষ্ণতা (STP) বলে । ...

উষ্ণতার পরম স্কেল ও পরম শূন্য

চার্লসের সূত্রানুযায়ী যে উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাস কোনো আয়তন অধিকার করে না; অর্থাৎ আয়তন শুন্য হয় —তাকে পরম শুন্য উষ্ণতা বলা হয় । উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল এবং পরম স্কেলের মধ্যে সম্পর্ক ...

গ্যাসের সূত্রাবলি (Gas laws)

চাপ ও উষ্ণতার পরিবর্তনের সঙ্গে গ্যাসের আয়তনের পরিবর্তনের সূত্রগুলিকে গ্যাসের সুত্র বলে । বয়েলের সূত্র :- উষ্ণতা স্থির থাকলে, নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যাস্তানুপাতে পরিবর্তিত হয় ।