ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি (Physical Quantity)
যার পরিমাপ সম্ভব তাকে রাশি বলে । একটি মোবাইল ফোনের যে ওজন আছে তা ওজন করার যন্ত্রের মাধ্যমে মাপা যায় । আমরা যখন এক জায়গায় থেকে অন্য জায়গায় যাই তখন সেই জায়গায় যেতে আমাদের কিছু সময় লাগে কিন্তু সেই জায়গায় যেতে কত সময় লাগে সেটা আমরা ঘড়ি দেখে বুঝতে পারি । মেজারিং টেপ দিয়ে কোন একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা মাপতে পারি । দেহের উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয় । সুতরাং ওজন, সময়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, উষ্ণতা ইত্যাদি কে কোন কিছুর সাহায্যে মাপা যায় । তাই এগুলিকে একেকটি রাশি বলা হয় ।
পরিমাপ যোগ্য যেকোনো প্রাকৃতিক বিষয় কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি (Physical Quantity) বলে । যেমন সময়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ত্বরণ, ভর, আয়তন, উষ্ণতার, ঘনত্ব ইত্যাদি পরিমাপ করা যায় তাই এগুলির প্রত্যেকেই এক একটি ভৌত রাশি । মোটর বাইকে কত পেট্রল লাগবে তার আয়তন বা ওজন নির্ণয় করা যায় তাই আয়তন বা ওজন ভৌত রাশি কিন্তু পেট্রল নিজে ভৌত রাশি নয় ।
1.1 পরিমাপ ও একক
1.2 বিভিন্ন মাপের একক
1.3 এককের বিভিন্ন পদ্ধতি (Different systems of Units)
1.4 মাত্রা
1.5 পরিমাপ
1.6 ভৌতরাশির দৈর্ঘ্য পরিমাপে সাধারণ রৈখিক স্কেলের ব্যবহার
1.7 গ্রাফ পেপারের সাহায্যে অসম আকৃতির পাত বা ফলকের ক্ষেত্রফল নির্ণয়
1.8 আয়তন মাপক চোঙ (Measuring cylinder)
1.9 সাধারণ তুলা যন্ত্র (Common Balance)
1.10 ঘড়ির সাহায্যে সময় এবং সময়ের ব্যবধান পরিমাপ
*****