মদনমোহন তর্কালঙ্কার

Submitted by tushar pramanick on Thu, 12/11/2014 - 20:31

মদনমোহন তর্কালঙ্কার

জন্ম: ১৮১৭ – মৃত্যু: ৯ই মার্চ, ১৮৫৮

মদনমোহন তর্কালঙ্কার ভারতীয় উপমহাদেশের ঊনবিংশ শতাব্দীয় অন্যতম পণ্ডিত ব্যক্তিত্ব যিনি লেখ্য বাংলা ভাষার বিকাশে বিশেষ অবদান রেখে গেছেন। তিনি বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত হিসিবেও পরিগণিত। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক ছিলেন এবং বাল্যশিক্ষার জন্য একাধিক পাঠ্যপুস্তক রচনা করেন।

 

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে:

    রসতরঙ্গিণী (১৮৩৪)
    বাসবদত্তা (১৮৩৬)
    শিশু শিক্ষা - তিন খণ্ড (১৮৪৯ ও ১৮৫৩)

Comments

Related Items

সুধীন্দ্রনাথ দত্ত

সুধীন্দ্রনাথ দত্ত বাংলা ভাষার একজন প্রধান আধুনিক কবি। সর্বব্যাপী নাস্তিকতা, দার্শনিক চিন্তা, সামাজিক হতাশা এবং তীক্ষ্ণ বুদ্ধিবাদ তাঁর কবিতার ভিত্তিভূমি।

কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম

২৪ মে১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬

অক্ষয়কুমার বড়াল

অক্ষয়কুমার বড়াল

১৮৬০ - ১৯ জুন ১৯১৯

 

অক্ষয়কুমার বড়াল  হলেন উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি। বাংলা গীতিকবিতার ইতিহাসে তিনি বড়াল কবি নামে পরিচিত। তার কাব্য রচনার মূল বিষয় ছিল নিসর্গ, সৌন্দর্যবাদ, কল্পনামূলক প্রেম, শোক এবং মানববন্দনা।

কালীপ্রসন্ন সিংহ

কালীপ্রসন্ন সিংহ ঊনবিংশ শতকের একজন সাহিত্যকার , সাহিত্যের পৃষ্ঠপোষক এবং সমাজসেবক ছিলেন। বাংলা সাহিত্যে তার দুই অমর অবদানসমূহের জন্য চিরস্মরনীয় হয়ে আছেন।

প্যারীচাঁদ মিত্র

প্যারীচাঁদ মিত্র

২২শে জুলাই, ১৮১৪- ২৩শে নভেম্বর, ১৮৮৩