কালীপ্রসন্ন সিংহ
Kaliprasanna Singha
23 ফেব্রুয়ারী 1840 - 24শে জুলাই 1870
কালীপ্রসন্ন সিংহ ঊনবিংশ শতকের একজন সাহিত্যকার , সাহিত্যের পৃষ্ঠপোষক এবং সমাজসেবক ছিলেন। বাংলা সাহিত্যে তার দুই অমর অবদানসমূহের জন্য চিরস্মরনীয় হয়ে আছেন। সেগুলি হল বৃহত্তম মহাকাব্য মহাভারতের বাংলায় অনুবাদ, এবং তার বই হুতোম প্যাঁচার নক্শা। তিনি একজন লোকহিতৈষী ব্যক্তি হিসাবেও স্মরনীয় ব্যক্তিত্য যিনি চরম দুর্দশাগ্রস্ত বহু মানুষের এবং বাংলা-সাহিত্য আন্দোলনের প্রভূত সাহায্য করেছিলেন।