WBJEE Chemistry Question Paper 2014 (Beng)

Submitted by administrator on Sun, 06/15/2014 - 18:06

1.  হাইড্রোজেনের যে বিকিরণ বর্ণালী সর্বপ্রথম আবিষ্কৃত হয় এবং সেটি তড়িৎ চুম্বকীয় বর্ণালীর যে অংশে পাওয়া যায়, সে দুটি যথাক্রমে হল

(A) লিম্যান, অতিবেগুনী      (B) লিম্যান, দৃশ্যমান      (C) বামার, অতিবেগুনী      (D) বামার, দৃশ্যমান

 

2.  তামার (Cu) ইলেকট্রনিক বিন্যাস হল

(A) Ne3s23p63d94s2       (B) Ne3s23p63d104s1 

(C) Ne3s23p63d34s24p6      (D) Ne3s23p63d54s24p4

 

3.  ডি ব্রগলীর সুত্র অনুযায়ী 100 gm ভর ও 100 cm s-1 যুক্ত একটি অতিকায় কণার তরঙ্গ দৈর্ঘ্য হল

(A) 6.6×1029 cm      (B) 6.6×1030 cm       (C) 6.6×1031 cm       (D) 6.6×1032 cm

 

4.  এক মোল কোন আদর্শ গ্যাসের 2 atm চাপে V vs. T লেখচিত্রের প্রবণতার মান X lit mol-1K-1 হলে আদর্শ সার্বিক গ্যাস ধ্রুবক 'R' এর মান হল

(A) X lit atm mol-1K-1      (B) X/2 lit atm mol-1K-1       (C) 2X lit atm mol-1K-1      (D) 2X atm lit-1 mol-1K-1

 

5.  একটি নির্দিষ্ট তাপমাত্রায় 200 ml. H2 গ্যাস সম্পূর্ণ ব্যাপিত হতে 30 মিনিট সময় লাগে । ঐ একই তাপমাত্রায় 50 ml. O2 গ্যাস সম্পূর্ণ ব্যাপিত হতে সময় লাগবে

(A) 60 মিনিট        (B) 30 মিনিট        (C) 45 মিনিট        (D) 15 মিনিট

 

6.  নীচের অণুটির IUPAC নাম হল

(A) 5, 6-ডাইমিথাইল হেপ্ট-2-ইন       (B) 2, 3-ডাইমিথাইল হেপ্ট-5-ইন

(C) 5, 6-ডাইমিথাইল হেপ্ট-3-ইন       (D) 5-আইসোপ্রপাইল হেক্স-2-ইন

 

7.  নীচের পরিবর্তনটি ঘটানোর জন্য বিকারক গুলি হল

(A) HgSO4/dil H2SO4       (B) BH3; H2O2/NaOH        (C) OsO4; HIO4        (D) NaNH2/CH3I; HgSO4/dil H2SO4

 

8.  নীচের অণুগুলিতে H-C-H কোণের সঠিক অধঃক্রম হল

(A) I > II > III        (B) II > I > III        (C) III > II > I       (D) I > III > II

 

9.  কোন পরমাণুর কেন্দ্র থেকে একটি পজিট্রন নির্গত হবার ফলে সৃষ্ট অপত্য পরমাণুটির ভর সংখ্যা একই থাকে কিন্তু তার পারমাণবিক ক্রমাঙ্ক

(A) এক একক হ্রাস পায়       (B) দুই একক হ্রাস পায়        (C) এক একক বৃদ্ধি পায়        (D) অপরিবর্তিত থাকে

 

10.  β নিঃসারণের সঙ্গে সর্বদা যা যুক্ত থাকে তা হল

(A) অ্যান্টিনিউট্রিনো ও আলফা কণা       (B) আলফা কণা ও γ -রশ্মি       (C) অ্যান্টিনিউট্রিনো ও γ -রশ্মি      (D) অ্যান্টিনিউট্রিনো ও পজিট্রন

 

11.   P, Q, R এবং S এই চারটি গ্যাসের 'b' এর মান প্রায় সমান কিন্তু 'a' এর মানের ক্রম হল Q < R < S < P (a, b হল ভ্যান-ডার ওয়ালস ধ্রুবক ) । সমান তাপমাত্রায় এই চারটি গ্যাসের মধ্যে সবথেকে সহজে তরলীকৃত হবে

(A) P      (B) Q     (C) R       (D) S

 

12.  নীচের গঠনগুলির মধ্যে যেটি অপরগুলির সংস্পন্দনশীল গঠন (resonating structure) নয় সেটি হল

(A) I       (B) II       (C) III        (D) IV

 

13.  নীচের যৌগগুলির মধ্যে যেটির স্থায়ী দ্বিমেরু ভ্রামক আছে সেটি হল

(A) I        (B) II        (C) III       (D) IV

 

14.  নীচের গঠনগুলিতে তীর দ্বারা চিহ্নিত বন্ধনীগুলির দৈর্ঘ্যের সঠিক অধঃক্রম হল

(A) I > II > III        (B) II > I > III        (C) III > II > I        (D) I > III > II

 

15.  একটি কম n/p অনুপাত সম্পন্ন পারমাণবিক কেন্দ্র যেভাবে স্থায়িত্ত্ব লাভ করে তা হল

(A) α কণা নিঃসারণ করে         (B) পজিট্রন নিঃসারণের মাধ্যেমে

(C) K-ইলেকট্রন ধারণের (capture) মাধ্যমে        (D) β কণা নিঃসারণ করে

 

16.  (32Ge76,34Se76) এবং (14Si30,16S32) যাদের উদাহরণ তা হল

(A) আইসোটোপ ও আইসোবার      (B) আইসোবার ও আইসোটোন     (C) আইসোটোন ও আইসোটোপ     (D) আইসোবার ও আইসোটোপ

 

17.  একটি অজানা তেজষ্ক্রিয় মৌলকে 6C12 দ্বারা আঘাত করা হলে 98Cf246 ও একটি নিউট্রন উত্পন্ন হয় । অজানা মৌলটি হল

(A) 91Pa234        (B) 90Th234       (C) 92U235       (D) 92U238

 

18.  কোনো একটি বিক্রিয়ার হার = k [H+]n । pH -এর মান 3 থেকে 1 -এ পরিবর্তিত হলে বিক্রিয়ার হার 100 গুণ বৃদ্ধি পায় । বিক্রিয়াটির ক্রমের মান

(A) 2        (B) 0        (C) 1        (D) 1.5

 

19.  একটি নির্দিষ্ট বিক্রিয়ার ΔH এবং ΔS এর মান যথাক্রমে - 400 kj mol-1 এবং - 20 kj mol-1K-1 । যে তাপমাত্রার নীচে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে তা হল

(A) 100°K        (B) 20°C        (C) 20°K        (D) 120°C

 

20.  নীচের যৌগগুলির সম্পর্কে সঠিক বিবৃতিটি হল

(A) তিনটি যৌগই হস্তধর্মী (chiral)        (B) শুধু I এবং II হস্তধর্মী (chiral)

(C) I এবং III অবিম্ব ত্রিমাত্রিক সমাবয়ব (diastereomers)       (D) শুধু I এবং III হস্তধর্মী (chiral)

 

21.  নীচের শক্তি রেখাচিত্রগুলির (energy diagrams) সম্পর্কে সঠিক বিবৃতিটি হল

(A) M বিক্রিয়াটি N বিক্রিয়ার তুলনায় দ্রুততর এবং কম তাপমোচী

(B) M বিক্রিয়াটি N বিক্রিয়ার তুলনায় ধীরতর এবং কম তাপমোচী

(C) M বিক্রিয়াটি N বিক্রিয়ার তুলনায় দ্রুততর এবং অধিক তাপমোচী

(D) M বিক্রিয়াটি N বিক্রিয়ার তুলনায় ধীরতর এবং অধিক তাপমোচী

 

22.  নীচের বিক্রিয়াটিতে বিক্রিয়াজাত E হল

Ans: (C)

 

23.  উতপ্ত জলীয় NaOH দ্রবণের মধ্যে Cl2 চালনা করা হলে যে যৌগগুলি উত্পন্ন হয় তার মধ্যে Cl এর জারণ সংখ্যা হল

(A) -1 ও +1       (B) -1 ও +5       (C) +1 ও +5        (D) -1 ও +3

 

24.  বাণিজ্যিক H2O2 -এর নমুনায় লেখা আছে 10 V । সেটির শতকরা মাত্রা হল

(A) 3       (B) 6       (C) 9       (D) 12

 

25.  কোনো একটি তরলের স্ফুটনাঙ্ক 35°C -এ বাষ্পীভবনের এনথ্যালপির মান 24.64 kj mol-1 । এই প্রক্রিয়ায় এন্ট্রপীর পরিবর্তনের মান

(A) 704 J K-1 mol-1        (B) 80 J K-1 mol-1       (C) 24.64 J K-1 mol-1       (C) 7.04 J K-1 mol-1

 

26.  নীচের বিক্রিয়াদুটি দেখা

C + O2 → CO2 ;     ΔH° = - x kj

2CO + O2 → 2CO2 ;   ΔH° = - y kj

প্রদত্ত তথ্যগুলি থেকে কার্বন মনোঅক্সাইড তৈরীর সংগঠন তাপের পরিমাণ হল

(A) y2x2      (B) y + 2x      (C) 2x - y       (D) 2xy2

 

27.  নীচের ভিটিগ (Wittig) বিক্রিয়াটিতে অন্তর্বর্তী যৌগ J হল

Ans:-(A)

 

28.  নীচের যৌগগুলির মধ্যে যেটি/যেগুলি NaHCO3 এর জলীয় দ্রবণের সঙ্গে বুদ বুদ উত্পন্ন করে সেটি/সেগুলি হল

(I) (CH3CO)2O        (II) CH3COOH         (III) PhOH         (IV) CH3COCHO

 

(A) I এবং II       (B) I এবং III        (C) only II       (D) I এবং IV

 

29.  ইথেনের উচ্চতর চতুর্থ সমগম (4th higher homologue ) হল

(A) বিউটেন        (B) পেন্টেন         (C) হেক্সেন       (D) হেপ্টেন

 

30.  একটি অসম দ্বিপারমাণবিক যুগে (AB) A -র অপরাধর্মিতা B -এর তুলনায় বেশী । এ রকম যৌগে বন্ধন আণবিক অরবাইটালটি B -এর তুলনায় A -র ধর্ম বেশী গ্রহণ করে । বিবৃতিটি

(A) মিথ্যা      (B) সত্য     (C) মূল্যায়ন - অযোগ্য কারণ তথ্য পর্যাপ্ত নয়      (D) সত্য কেবলমাত্র কিছু কিছু ক্ষেত্রে

 

31.  15-17 শ্রেণীগুলির প্রথম মৌলগুলির হাইড্রাইড গুলি যথাক্রমে NH3, H2O ও HF । এদের স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক অস্বাভাবিক রকম বেশী । এর কারণ হল

(A) N, O ও F এর ছোট আকার

(B) যৌগগুলির আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন

(C) যৌগগুলির অন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন

(D) কার্যকরী ভ্যান ডার ওয়ালস আন্তঃক্রিয়া

 

32.  1 M ZnSO4, AlCl3 এবং AgNO3 দ্রবণকে সম্পূর্ণরূপে তড়িৎবিশ্লেষিত করতে প্রয়োজনীয় তড়িতের অনুপাত

(A) 2 : 3 : 1       (B) 2 : 1 : 1       (C) 2 : 1 : 3       (D) 2 : 2 : 1     

 

33.  নির্দিষ্ট পরিমাণ AgI কলয়ড (ঋণাত্মক) দ্রবণের তঞ্চনের জন্য প্রয়োজনীয় তড়িৎবিশ্লেষ্য পদার্থগুলির পরিমাণের ক্রম হবে

(A) NaNO3>Al2(NO3)3>Ba(NO3)2

(B) Al2(NO3)3>Ba(NO3)2>NaNO3

(C) Al2(NO3)3>NaNO3>Ba(NO3)2

(D) NaNO3>Ba(NO3)2>Al2(NO3)3

 

34.  নির্দিষ্ট চাপে 2 mole একটি একপরমাণুক আদর্শ গ্যাসকে 225°C থেকে 125°C -এ ঠাণ্ডা করা হল । এই প্রক্রিয়ার ΔH এর মান হবে [দেওয়া আছে CP=52R]

(A) 250 R      (B) -500 R       (C) 500 R       (D) -250 R

 

35.  বেঞ্জিন সালফোনিল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়ায় একটি অ্যামিন, C3H9N জলীয় NaOH -এ অদ্রবণীয় সাদা অধঃক্ষেপ তৈরী করে । সেই অ্যামিনটি হল

Ans : (B)

 

36.  একটি রৈখিক টেট্রাপেপটাইড (ভিন্ন ভিন্ন অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত) -এ অ্যামিনো অ্যাসিড সংখ্যা এবং পেপটাইড বন্ধনীর সংখ্যা হল, যথক্রমে

(A) 4 এবং 4      (B) 5 এবং 5      (C) 5 এবং 4      (D) 4 এবং 3

 

37.  নিম্নলিখিতগুলির মধ্যে যেটি 'গ্রিনহাউস গ্যাস' নয় সেটি হল

(A) N2O       (B) CO2       (C) CH4        (D) O2

 

38.  10-4 M KOH দ্রবণের pH হল

(A) 4       (B) 11       (C) 10.5       (D) 10

 

39.  নীচের গ্যাসগুলির মধ্যে সর্বাধিক পরমাণুর সংখ্যা আছে

(A) 4.25 g NH3 -তে        (B) 8 g O2 -তে       (C) 2 g H2 -তে       (D) 4 g He -তে

 

40.  নিম্নলিখিত যে পর্যবেক্ষণের সাহায্যে SO23SO24 এর পার্থক্য নির্ণয় করা হয় তা হল

(A) দুটিই BaCl2 -এর সাথে অধঃক্ষেপ তৈরী করে, SO23 HCL -এ দ্রবীভূত হয় কিছু SO24 হয় না

(B) SO23 BaCl2 -এর সাথে অধঃক্ষেপ তৈরী করে,SO24 করে না

(C) SO24 BaCl2 -এর সাথে অধঃক্ষেপ তৈরী করে, SO23 করে না

(D) SO23SO24 উভয়েই BaCl2 -এর সাথে অধঃক্ষেপ তৈরী করে, SO24 HCL -এ দ্রবীভূত হয় কিন্তু SO23 হয় না

 

41.  মিনামাটা রোগটির জন্য যে ধাতব আয়নটি দায়ী সেটি হল

(A) Co2+      (B) Hg2+     (C) Cu2+     (D) Zn2+

 

42.  নীচের বিক্রিয়াটি যে বিকারক দ্বারা সবচেয়ে ভালোভাবে সম্পন্ন হয় সেটি হল

(A) H3PO2         (B) H3PO3         (C) H3PO4         (D) NaHSO3

 

43.  ডি.এন.এ. (DNA) -তে ক্রমাগত (consecutive) ডিঅক্সি নিউক্লিওটাইডগুলি যে বন্ধনীর মাধ্যমে যুক্ত সেটি হল

(A) ফসফো ডাইএস্টার বন্ধন      (B) ফসফো মোনোএস্টার বন্ধন

(C) ফসফো ট্রাইএস্টার বন্ধন        (D) অ্যামাইড বন্ধন

 

44.  ক্ষারীয় মাধ্যমে অ্যানিলিন ক্লোরোফর্মের সঙ্গে বিক্রিয়ায় উত্পন্ন করে

(A) ফিনাইল সায়ানাইড       (B) ফিনাইল আইসোনাইট্রাইল       (C) ফিনাইল সায়ানেট       (D) ফিনাইল আইসোসায়ানেট

 

45. একটি তড়িৎরাসায়নিক কোষের দুটি অর্ধ-কোষ বিক্রিয়া হল

Ag++eAg ; E0Ag+/Ag=0.3995V

Fe++Fe++++e ; E0Fe+++/Fe++=0.7120V

কোষটির তড়িৎবিভবের মান হবে

(A) -0.3125 V       (B) 0.3125 V       (C) 1.114 V      (D) -1.114 V

 

46.  এক মোল ভ্যান-ডার ওয়ালস গ্যাসের (যার ভ্যান-ডার ওয়ালস ধ্রুবক 'a' এর মান অতি নগণ্য) সংনম্যতা ধ্রুবকের (Z) মান

(A) 1      (B) bpRT       (C) 1+bpRT       (D) 1bpRT

 

47.  ফেনলকে D2SO4/D2O -এর সাথে বিক্রিয়া ঘটালে, কিছু হাইড্রোজেনের বিনিময় হয় । এই বিনিময় বিক্রিয়ার অন্তিম বিক্রিয়াজাতটি হল

Ans: (A)

 

48.  নীচের অণুটিতে সর্বাপেক্ষা সম্ভাব্য প্রোটন সংযুক্তির স্থান হল

(A) C-1       (B) C-2       (C) C-3       (D) C-6

 

49.  নীচের অণুটিতে হাইড্রোজেন পরমাণুর বিমূর্তনের (abstraction) সহজসাধ্যতার অধঃক্রম হল

(A) Ha>Hb>Hc       (B) Ha>Hc>Hb       (C) Hb>Ha>Hc       (D) Hc>Hb>Ha

 

50.  25°C তাপমাত্রায় 0.007 M হাইড্রোফ্লুরিক অ্যাসিডের মোলার পরিবাহিতা 150 mho cm2 mol-1 এবং Λ0m=500 mho cm2 mol-1 । 25°C তাপমাত্রায় ঐ গাঢ়ত্বে অ্যাসিডটির বিয়োজন ধ্রুবকের মান

(A) 7 x 10-4 M       (B) 7 x 10-5 M       (C) 9 x 10-3 M       (D) 9 x 10-4 M

 

51.  কোন একটি দ্রবণের স্ফুটনাঙ্কের 0.05°C বৃদ্ধি ঘটাতে 100 g জলে (kb = 0.5) যে পরিমাণ দ্রাব (আণবিক গুরুত্ব = 100) দ্রবীভূত করতে হবে তা হল

(A) 2 g         (B) 0.5 g          (C) 1 g           (D) 0.75 g

 

52. 100 cc 0.5 M ইথাইল অ্যালকোহলের জলীয় দ্রবণ তৈরী করতে যে আয়তনের ইথাইল অ্যালকোহল (ঘনত্ব 1.15 g/cc) যোগ করতে হবে তা হল

(A) 1.15 cc        (B) 2 cc       (C) 2.15 cc       (D) 2.30 cc

 

53.  NF3 ও NH3 -র বন্ধন কোণগুলি যথাক্রমে হল 102.3° ও 107.2° । এই পার্থক্যের কারণ হল

(A) F -এর আকার H -এর তুলনায় বেশী

(B) N -এর আকার F -এর তুলনায় বেশী

(C) দুটি অণুতে N -এর মেরুতাভিন্ন

(D) H -এর আকার N -এর তুলনায় কম

 

54. প্রত্নতাত্ত্বিক একটি কাঠের টুকরোর নমুনায় প্রতি গ্রাম C-14 এর count সংখ্যা হল প্রতি মিনিটে 5.0 । যদি প্রতি গ্রাম একটি সজীব কাঠের count প্রতি মিনিটে 15.0 হয় এবং C-14 এর অর্ধায়ু 5770 বছর হয়, তা হলে প্রত্নতাত্ত্বিক কাঠের নমুনাটির বয়স হল

(A) 8,500 বছর       (B) 9,200 বছর        (C) 10,000 বছর        (D) 11,000 বছর

 

55.  XeF6 এর পরীক্ষালব্ধ গঠন হল বিকৃত অষ্টতলক । যৌগটির V S E P R তত্ত্ব থেকে পাওয়া গঠন হল

(A) অষ্টতলক       (B) ত্রিকৌণিক দ্বিপিরামিড       (C) পঞ্চকৌণিক দ্বিপিরামিড      (D) চতুষ্কোণীয় দ্বিপিরামিড

 

56.  দুটি গ্যাস X (আণবিক গুরুত্ব Mx) এবং Y (আণবিক গুরুত্ব MY; MY > Mx) একটি নির্দিষ্ট তাপমাত্রা T তে দুটি পৃথক পাত্রে রক্ষিত আছে । তাদের গড় বর্গ বেগের বর্গমূল যথাক্রমে Cx এবং CY । যদি তাদের প্রতি অণুর গড় গতিশক্তি যথাক্রমে Ex এবং EY হয়, তবে নীচের সম্পর্ক গুলির কোনটি/কোনগুলি সঠিক ?

(A) Ex > EY        (B) Cx > CY      (C) EX=EY=32RT        (D) EX=EY=32kBT

 

57.  একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য সঠিক তথ্য (গুলি) হল

(A) (ΔGsystem)T,P > 0        (B) (ΔSsystem) + (ΔSsurroundings) > 0        (C) (ΔGsystem)T,P < 0        (D) (ΔUsystem)T,V > 0

 

58.  সালফিউরিক অ্যাসিড ও ফসফরিক অ্যাসিড -এর মিশ্র দ্রবণে Fe3+/Fe2+ -এর প্রকৃত বিভব (E0 = +0.61 V) তার প্রমাণ বিভব (E0 = +0.77 V) -এর তুলনায় অনেকটাই কম । এর কারণ হল

(A) [FeHPO4]+ তৈরী হওয়া         (B) জটিল যৌগ গঠনের জন্য বিভব হ্রাস

(C) [FeSO4]+ তৈরী হওয়া        (D) দ্রবণটির তীব্র অম্লতা

 

59.  কঠিন অবস্থায় কিউপ্রিক যৌগগুলি কিউপ্রাস যৌগের তুলনায় অনেক বেশী সুস্থিত । এর কারণ হল

(A) Cu -এর দ্বিতীয় আনয়ন বিভব -এর তাপগ্রাহী স্বরূপ খুব বেশী নয়

(B) Cu2+ এর আকার Cu+ -এর তুলনায় ছোট

(C) Cu2+ এর ইলেকট্রনীয় বিন্যাস Cu+ -এর থেকে সুস্থিত 

(D) কিউপ্রিক যৌগগুলির দ্বারা নির্গত কেলাস শক্তি (lattice energy) কিউপ্রাস যৌগগুলির তুলনায় অনেক বেশী

 

60.  X এবং Y অণুদুটি সম্পর্কে নীচের বিবৃতিগুলির মধ্যে যেটি/যেগুলি সঠিক সেটি/সেগুলি হল

(A) X এবং Y অবিম্ব ত্রিমাত্রিক সমাবয়ব (diastereomers)

(B) X এবং Y প্রতিবিম্ব সমাবয়ব (enantiomers)

(C) X এবং Y দুটিই অ্যালডোহেকসোজ

(D) X একটি D-শর্করা এবং Y একটি L-শর্করা

***

 

Comments

Related Items

WBJEE Mathematics Question Paper 2014 (Beng)

1.  x+1x1=4x1 সমীকরণটির সমাধানের সংখ্যা হল

(A) 2       (B) 0       (C) 3       (D) 1

 

2.  |z|² + |z - 3|² + |z - i|² লঘিষ্ঠ হবে যখন z এর মান

WBJEE Biology Question Paper 2014 (Beng)

1.  এক অণু স্নেহদ্রব্য (triglyceride) গঠন করতে প্রয়োজন হয়

(A) একটি ফ্যাটি অ্যাসিড এবং একটি গ্লিসারল

(B) একটি ফ্যাটি অ্যাসিড এবং তিনটি গ্লিসারল

(C) তিনটি ফ্যাটি অ্যাসিড এবং তিনটি গ্লিসারল

(D) তিনটি ফ্যাটি অ্যাসিড এবং একটি গ্লিসারল

 

WBJEE Chemistry Question Paper 2014 (Eng)

1.  The emission spectrum of hydrogen discovered first and the region of the electromagnetic spectrum in which it belongs, respectively are

(A) Layman, ultraviolet        (B) Layman, visible        (C)  Balmer, ultraviolet        (D) Balmer, visible

 

WBJEE Physics Question Paper 2014 (Eng)

1.  Consider three vectors A=ˆi+ˆj2ˆkB=ˆiˆj+ˆk and C=2ˆi3ˆj+4ˆk.