Public Service Commission West Bengal Miscellaneous (Preli) Exam - 2011
1. 'দেসদিমোনা' এই নাটকের একটি চরিত্র
(A) দ্য টেমপেস্ট (B) রোমিও অ্যান্ড জুলিয়েট (C) কিং লীয়র (D) ওথেলো, দ্য মুর অফ ভেনিস
2. 10 জন লোক এবং 8 জন বালক যে পরিমাণ কাজ করতে পারে 4 জন লোক এবং 20 জন বালকও সেই পরিমাণ কাজ করতে পারে । তাহলে কত জন লোক 16 জন বালকের সমান কাজ করতে পারে ?
(A) 8 জন (B) 10 জন (C) 6 জন (D) 12 জন
3. গত জুন 30, 2010 তারিখে কেরালা সরকার কোন বাণিজ্যিক সংস্থার কার্যকলাপে ক্ষতিগ্রস্থ প্লাচিমাডা গ্রামের অধিবাসীদের ক্ষতিপূরণের পরিমাণ নির্ণয় করার জন্য ট্রাইবুনাল গঠন করেন ?
(A) পেপসি (B) কোকাকোলা (C) হিন্দুস্থান এরনটিক্স লিমিটেড (D) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
4. টেস্ট ক্রিকেটে 'গ্রীণ পার্ক' কোথায় অবস্থিত ?
(A) চেন্নাই (B) আমেদাবাদ (C) কানপুর (D) জোহানেসবার্গ
5. 3969 -কে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ ঘনরাশি হয় তা হল
(A) 21 (B) 7 (C) 63 (D) 9
6. লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় তার নাম
(A) নিকটিন্যাস্টি (B) ফেটোন্যাস্টি (C) জিওন্যাস্টি (D) সিসমোন্যাস্টি
7. সংযুক্তা পাণিগ্রাহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন
(A) মণিপুরী (B) ওড়িশী (C) ভারতনাট্যম (D) কত্থক
8. 2011 সালের 25শে ফেব্রুয়ারী কোন দেশ প্রয়াত ভারতীয় চিত্রকর এম.এফ. হুসেনকে নাগরিকত্ব প্রদান করেছিল ?
(A) সংযুক্ত আরব আমিরশাহী (B) ইরান (C) কাতার (D) সৌদি আরব
9. কোনও বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায়
(A) বস্তুটির গতিশক্তি (B) বস্তুর অণুগুলির গতিশক্তি (C) বস্তুটির গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টি (D) বস্তুর অণুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টি
10. 'অধীনতামূলক মিত্রতা নীতি' কে প্রবর্তন করেছিলেন ?
(A) ডালহৌসি (B) ওয়েলেসলী (C) রিপন (D) মিন্টো
11. ভারতের প্রধান বিচারপতি
(A) হেপতুল্লা (B) কৃষ্ণান (C) বালকৃষ্ণান (D) উপরের কোনোটিই নয়
12. কোন পরিবারে চাল, মাছ ও তেলের খরচের অনুপাত 12 : 17 : 3, যদি জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, 30% এবং 50% করে বৃদ্ধি পায়, তবে পরিবারটির মোট খরচ বৃদ্ধি পাবে
(A) [tex]14{1 \over 8}[/tex]% (B) [tex]7{1 \over 8}[/tex]% (C) [tex]28{1 \over 8}[/tex]% (D) [tex]56{1 \over 8}[/tex]%
13. কে হাল্লাবোল নাটকটি রচনা করেন ?
(A) বাদল সরকার (B) সফদর হাসমি (C) উত্পল দত্ত (D) মনোজ মিত্র
14. A ও B -এর অনুপাত 2 : 3 এবং B ও C -এর অনুপাত 4 : 3 হলে A : B : C কত ?
(A) 8 : 12 : 15 (B) 6 : 9 : 8 (C) 8 : 12 : 9 (D) 8 : 16 : 9
15. তিনটি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 1.2 মিনিট, 1.6 মিনিট এবং 2.7 মিনিট অন্তর বাজতে থাকল । ঘন্টা তিনটি পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা মোট কতবার বাজবে ?
(A) 36 (B) 16 (C) 18 (D) 32
16. একটি ধাতুর চারটি বিভিন্ন মাত্রার তারকে একই ভার দ্বারা টান দেওয়া হলো । এদের মাত্রাগুলি নিম্নরূপ হলে কোনটি বেশি প্রসারিত হবে ?
(A) 100 সেমি দৈর্ঘ্য, 1 মিমি ব্যাস (B) 200 সেমি দৈর্ঘ্য, 2 মিমি ব্যাস (C) 300 সেমি দৈর্ঘ্য, 3 মিমি ব্যাস (D) 400 সেমি দৈর্ঘ্য, 0.5 মিমি ব্যাস
17. থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে হয়
(A) মিক্সিডিমা (B) গ্রেভস বর্ণিত রোগ (C) এক্স অপথ্যালমিক গলগন্ড (D) গলগন্ড
18. মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল ?
(A) 1939 (B) 1940 (C) 1941 (D) 1942
19. 'জগন্নাথ' -এর ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল ?
(A) মনোজ মিত্র (B) কৌশিক সেন (C) অরুণ মুখোপাধ্যায় (D) শম্ভু মিত্র
20. করোটি স্নায়ুর সংখ্যা (মানব দেহ)
(A) 12 টি স্নায়ু (B) 12 জোড়া স্নায়ু (C) 31 টি স্নায়ু (D) 31 জোড়া স্নায়ু
21. "সাচ এ লং জার্নি" এই বইটির লেখক কে ?
(A) খুশবন্ত সিং (B) সলমন রুশদি (C) অমিতাভ ঘোষ (D) রোহিন্টন মিস্ত্রী
22. A, B থেকে যাত্রা শুরু করল Q -এর উদ্দেশ্যে, একই সময়ে B, Q থেকে P -এর উদ্দেশ্যে রওনা হল । তাদের উভয়ের মিলিত হবার স্থান থেকে যথাক্রমে 4 ঘন্টা এবং 9 ঘন্টা লাগল গন্তব্যে পৌঁছাতে । A এবং B -এর গতিবেগের অনুপাত হল
(A) 4 : 9 (B) 9 : 4 (C) 2 : 3 (D) 3 : 2
23. [tex]5.\mathop 3\limits^. + 3.\mathop 2\limits^. \mathop 5\limits^. + 12.\mathop 1\limits^. [/tex] -এর মান কোনটি ?
(A) 20.069 (B) 20.65 (C) 20.69 (D) 20.169
24. A ও B নল দুটির সাহায্যে একটি জলাধারকে যথাক্রমে 16 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায় । নল দুটিকে একসাথে খোলার কিছুক্ষণ পর A -কে বন্ধ করা হল এবং দেখা গেল জলাধারটি মোট 12 মিনিটে ভর্তি হল । খোলার কতক্ষণ পর A নলটিকে বন্ধ করা হয়েছিল ?
(A) 4 মিনিট (B) 5 মিনিট (C) 6 মিনিট (D) 8 মিনিট
25. কোন রাজ্যে ভারত সরকার জয়িতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্রকল্প স্থাপন করার সিদ্ধান্ত করেছে ?
(A) মহারাষ্ট্র (B) ছত্তিশগড় (C) মধ্যপ্রদেশ (D) ঝাড়খন্ড
26. বিখ্যাত ফুটবলার ক্রীস্টিয়ানো রোনাল্ডো কোন ক্লাবের সঙ্গে যুক্ত ?
(A) ব্রাজিল এফ.সি. (B) কসমস (C) রিয়েল মাদ্রিস (D) আর্জেন্টিনা XI
27. 'বার্গস্রুন্ড' কথটি জড়িত
(A) নদীর কার্যাবলীর সঙ্গে (B) বায়ুর কার্যাবলীর সঙ্গে (C) হিমবাহের কার্যাবলীর সঙ্গে (D) সমুদ্র তরঙ্গের কার্যাবলীর সঙ্গে
28. বীজহীন ফল উত্পন্ন করতে ব্যবহৃত হরমোনটি হল
(A) জিব্বেরেলিন (B) অক্সিন (C) ইথিলিন (D) সাইটোকাইনিন
29. একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 18 সেকেন্ডে এবং 120 মিটার দীর্ঘ আর একটি স্টেশন অতিক্রম করে 15 সেকেন্ডে, ট্রেনটির গতিবেগ হল
(A) 45 কিমি/ঘন্টা (B) 54 কিমি/ঘন্টা (C) 30 কিমি/ঘন্টা (D) 60 কিমি/ঘন্টা
30. বালমুরলীকৃষ্ণ যে ধরনের গানে বিশিষ্ট
(A) লোকগীতি (B) খেয়াল (C) টপ্পা (D) কর্ণাটকী সংগীত
31. 'ডেঞ্জার' -এটি কার অ্যালবাম ?
(A) জন লেনন (B) পল রবসন (C) এম জ্যাকসন (D) হ্যালি বেলাফেল্ট
32. বার্নার্ড শ হলেন এই নাটকটির লেখক
(A) আর্মস অ্যান্ড দ্য ম্যান (B) ডেথ অফ দ্য সেলসম্যান (C) মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল (D) টুয়েলফথ নাইট
33. তুঙ্গভদ্রা যার উপনদী তা হল
(A) কৃষ্ণানদী (B) কাবেরী নদী (C) গোদাবরী নদী (D) মহানদী
34. লালারসে উপস্থিত উৎসেচকটির নাম
(A) ইরেপসিন (B) কাইমোট্রিপসিন (C) টায়ালিন (D) ট্রিপসিন
35. এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয়মূল্যের উপর 50% বাড়িয়ে লিখিত মূল্য ধার্য করে । বিক্রির সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ বা লোকসান হবে না ?
(A) 50% (B) 40% (C) [tex]38{1 \over 2}[/tex]% (D) [tex]33{1 \over 3}[/tex]%
36. একটি সংখ্যা যার বর্গ 53.04 এবং 48.96 এর বর্গের অন্তর ফলের সমান । সংখ্যাটি হল
(A) 20.4 (B) 24.00 (C) 24 (D) 15.36
37. আজ বরুণের জন্ম দিন । আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে । বরুণের বর্তমান বয়স কত ?
(A) 20 বছর (B) 22 বছর (C) 25 বছর (D) 27 বছর
38. একটি বস্তু মোট 500 Km দূরত্বের প্রথম 300 Km যায় 6 ঘন্টায় এবং পরের 200 Km যায় 10 ঘন্টায় । তাহলে বস্তুটির গড় দ্রুতি
(A) 25.5 Kmpm (B) 31.25 Kmpm (C) 35 Kmpm (D) 37.75 Kmpm
39. নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি কর্ণাটক রাজ্যের লোকায়ুক্ত ?
(A) জনার্দন রেড্ডি (B) রামকৃষ্ণ হেগড়ে (C) সঞ্জীব রেড্ডি (D) উপরের কোনটিই নয়
40. সূর্যের নিকটতম গ্রহটি হল
(A) মঙ্গল (B) শুক্র (C) বুধ (D) শনি
41. পারদকে থার্মোমিটার তৈরির কাজে কেন ব্যবহার হয় তার কারণ হিসাবে নিচে চারটি উক্তি দেওয়া আছে । নিচের উক্তিগুলির কোনটি ভুল ?
(A) পারদ তাপের সুপরিবাহী (B) পারদ কাঁচের গায়ে লেগে থাকে না (C) পারদের আপেক্ষিক তাপ খুব বেশি (D) তাপমাত্রা সমান ভাবে বাড়লে, পারদের আয়তনও সমান ভাবে বাড়তে থাকে
42. পর পর 7 টি যুগ্ম সংখ্যার গড় 36, তাহলে ঐ সংখ্যাগুলির দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল কত ?
(A) 74 (B) 72 (C) 76 (D) 78
43. উইকিলিকসের প্রতিষ্ঠাতা কে ?
(A) বারাক ওবামা (B) ডেভিড ক্যামেরন (C) জেনারেল পারভেজ মুশারফ (D) জুলিয়ান আসাঞ্জে
44. A ও B এক ব্যবসা শুরু করল । তাদের মূলধনের অনুপাত [tex]{1 \over 3}:{1 \over 4}[/tex] । ব্যবসা দেখাশোনার জন্য লভ্যাংশের 30% B কে দিয়ে বাকিটা মূলধনের অনুপাতে দু'জনে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হল । এক বছরে মোট লাভ 20,000 টাকা হলে, A কত লভ্যাংশ পাবে ?
(A) 7500 টাকা (B) 7200 টাকা (C) 8500 টাকা (D) 8000 টাকা
45. একজন অসাধু ব্যবসায়ী তাঁর বিক্রয়যোগ্য দ্রব্যের উপর ক্রয়মূল্যের 5% অতিরিক্ত হিসাবে দাম ফেললেন । কিন্তু তিনি যে তুলাদন্ড ব্যবহার করেন তা সঠিক নয় । তুলাদন্ডটির বীম আনুভূমিক তলে থাকে যখন এক দিকের ওজন অন্যদিকের ওজনের [tex]{1 \over {15}}[/tex] অংশ বেশি হয় । তার শতকরা লাভ হবে ?
(A) 10% (B) 15% (C) 12% (D) 11%
46. কোন যৌগটি তড়িৎ ও সমযোজী বন্ধন ধারণ করে ?
(A) CH4 (B) H2 (C) KCN (D) NaCl
47. সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণিতে (range) অবস্থিত ?
(A) হিমালয়ান রেঞ্জ (B) পামীর রেঞ্জ (C) কারাকোরাম রেঞ্জ (D) পীর পাঞ্জাল রেঞ্জ
48. শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত ?
(A) সন্তুর বাদন (B) সেতার বাদন (C) সরোদ বাদন (D) বাঁশী বাদন
49. 2011 সালের উইম্বলডন টেনিস টুর্নামেন্টের পুরুষদের ফাইনালে কে জয়ী হয়েছেন ?
(A) রজার ফেডেরার (B) নভাক জকোভিচ (C) রাফারেল নাদাল (D) উপরের কোনটিই নয়
50. ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক
(A) ল্যামার্ক (B) জি. জে. মেন্ডেল (C) ডি. ভ্রিস (D) রোনাল্ড রস
51. 'নাথবতী অনাথবৎ' নাটকটির পরিচালনা করেছেন
(A) শম্ভু মিত্র (B) শাঁওলি মিত্র (C) তৃপ্তি মিত্র (D) কুমার রায়
52. বিখ্যাত উপন্যাস 'প্রাইড অ্যান্ড প্রিজুডিস' কার ছদ্ম নাম
(A) জর্জ এলিয়ট (B) লিও টলস্টয় (C) চার্লস ডিকেন্স (D) জেন অস্ট্রিন
53. 2010 -এর কমনওয়েলথ গেমস -এ ভারতের প্রাপ্ত পদক সংখ্যা
(A) 98 (B) 101 (C) 107 (D) 115
54. 'অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান' বইটির লেখক
(A) আর. কে. নারায়নণ (B) নীরদ চন্দ্র চৌধুরী (C) আর. কে. লক্ষ্মণ (D) রাজমোহন গান্ধি
55. যদি 10 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোকের একটি কাজ সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে তবে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোকের সেই কাজটি শেষ করতে সময় লাগবে
(A) 9 দিন (B) 12 দিন (C) 8 দিন (D) 15 দিন
56. এলবুর্জ ও জাগ্রোসের মধ্যে অবস্থিত
(A) আরবের মালভূমি (B)তিব্বতের মালভূমি (C) আনাটোলিয়া মালভূমি (D) ইরাণের মালভূমি
57. আংশিক মূল পরজীবী হল
(A) বাঁশ গাছ (B) চন্দন গাছ (C) ছত্রাক (D) সাইকাস
58. রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে বলে
(A) বাগার (B) খাদার (C) মরুস্থালী (D) রোহিলখন্ড
59. পটাশিয়াম ফেরোসায়ানাইড -এর সাথে বিক্রিয়ায় কোন ধাতব আয়নটি চকোলেট রং -এর অধঃক্ষেপ দেবে ?
(A) Fe3 (B) Zn2+ (C) Cu2+ (D) Al3+
60. গ্লিসারিন তরলের (প্রতিসরাঙ্ক H1) মধ্যে একটি কাঁচের দন্ড (প্রতিসরাঙ্ক H2) ডুবিয়ে দিলে সেটিকে আর দেখতে পাওয়া যায় না । তাহলে আমরা বলতে পারি
(A) H1 < H2 (B) H1 > H2 (C) H1 = H2 (D) এটি প্রতিসরাঙ্কের মানের উপর নির্ভরশীল নয়
61. কোন আসল 8 বছরে তিনগুণ হয় । কত বছরে তা 5 গুণ হবে ?
(A) 22 বছর (B) 16 বছর (C) 20 বছর (D) 24 বছর
62. 273 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ও অনুত্তীর্ণ -এর অনুপাত 11 : 2 । যদি আরও 3 জন ছাত্র উত্তীর্ণ হত, সেক্ষেত্রে উত্তীর্ণ ও অনুত্তীর্ণ পরীক্ষার্থীর নতুন অনুপাত কত হবে ?
(A) 6 : 1 (B) 13 : 2 (C) 17 : 3 (D) 9 : 2
63. 'আবোল তাবোল' কার রচনা ?
(A) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী (B) সুকুমার রায় (C) সত্যজিৎ রায় (D) সন্দীপ রায়
64. 'ইন্ডিকা' কে রচনা করেন ?
(A) ফা-হিয়েন (B) হিউয়েন সাঙ (C) ই-সিং (D) মেগাস্থিনিস
65. নাইট্রোজেন যে বিভিন্ন অক্সাইড গঠন করে তার সংখ্যা
(A) চার (B) পাঁচ (C) দুই (D) তিন
66. সরল সুদে একটি মূলধন 3 বছরে সুদে আসলে 6900 টাকা এবং 6 বছরে 7800 টাকা হয় । সুদের শতকরা পরিমাণ—
(A) 7% (B) 6% (C) 8% (D) 5%
67. জেনসেম কী ?
(A) অসমবাসীদের বেশ
(B) মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় পরিধান
(C) মিজো রমণীদের উপজাতীয় বেশ
(D) মণিপুরী স্ত্রীলোকদের উপজাতীয় বেশ
68. বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ গত বছর (2010) কার বিরুদ্ধে খেতাব অক্ষুন্ন রেখেছিলেন ?
(A) বরিস গেলফ্যান্ড (B) ভেসেলিন টোপলভ (C) ভ্রাডিমির ক্র্যামনিক (D) গ্যারি কাসপারভ
69. নিম্নলিখিত কোন ব্যক্তি 'দীন-হি-ইলাহী' গ্রহণ করেছিলেন ?
(A) মান সিং (B) টোডরমল (C) তানসেন (D) বীরবল
70. সংবিধানের 25 ধারায় দেওয়া আছে
(A) সময়ের অধিকার (B) স্বাধীনতার অধিকার (C) ধর্মীয় অধিকার (D) শোষণের বিরুদ্ধে অধিকার
71. একটি সংখ্যা ও তার বর্গের গড় যদি সংখ্যাটির 5 গুণের সমান হয়, তবে সংখ্যাটি হল
(A) 5 (B) 9 (C) 8 (D) 7
72. কোন মৌলটি উভধর্মী অক্সাইড গঠন করে ?
(A) বিসমাথ (B) অ্যান্টিমনি (C) ফসফোরাস (D) সোডিয়াম
73. 'ব্যোমকেশ বক্সী' চরিত্রের স্রষ্টা হলেন
(A) মানিক বন্দ্যোপাধ্যায় (B) সতীনাথ ভাদুড়ী (C) বনফুল (D) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
74. একটি এক্সপ্রেস বাসের থেকে একটি ট্রেনের গতিবেগ 30% বেশী । যে রাস্তা যেতে এক্সপ্রেস বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট, সেই রাস্তা যেতে ট্রেনটির কত সময় লাগবে ?
(A) 3 ঘন্টা 20 মিনিট (B) 3 ঘন্টা 10 মিনিট (C) 3 ঘন্টা (D) 3 ঘন্টা 30 মিনিট
75. A, B, C সংখ্যা তিনটি এমন যে A -এর [tex]{2 \over 3}[/tex] অংশ = B -এর 75% = C -এর 1.5 তাহলে A : B : C কত ?
(A) 9 : 8 : 5 (B) 18 : 16 : 11 (C) 9 : 8 : 4 (D) 18 : 16 : 15
76. 2010 - 2011 সালের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেট সিরিজের ফলাফল কী হয়েছিল ?
(A) দক্ষিণ আফ্রিকা জয়ী 2-0 (B) ভারত জয়ী 1-0 (C) দক্ষিণ আফ্রিকা জয়ী 1-0 (D) সিরিজ অমিমাংসিত 1-1
77. 300 এবং 400 -এর মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যাকে 6, 9 বা 15 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 3 ভাগশেষ থাকে ।
(A) 360 (B) 357 (C) 363 (D) 343
78. গাঢ় অবস্থায় একটি অ্যাসিড কপার -এর সহযোগে বাদামী বাষ্প উত্পন্ন করে না এবং লঘু অবস্থায় সিলভার নাইট্রেট -এর দ্রবণের সহযোগে দইয়ের মতো সাদা অধঃক্ষেপ উত্পন্ন করে এবং এই অধঃক্ষেপ অ্যামোনিয়া দ্রবণে দ্রাব্য কিন্তু নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় । অ্যাসিডটি হল
(A) নাইট্রিক অ্যাসিড (B) হাইড্রোক্লোরিক অ্যাসিড (C) সালফিউরিক অ্যাসিড (D) ফসফোরিক অ্যাসিড
79. সংবিধানের কোন সংশোধনে নবম তপশীল সন্নিবেশিত হয় ?
(A) প্রথম সংশোধন (B) তৃতীয় সংশোধন (C) দশম সংশোধন (D) চতুর্দশ সংশোধন
80. বুদ্ধ কবে জন্ম গ্রহণ করেছিলেন ?
(A) খ্রী: পূ: 523 অব্দে (B) খ্রী: পূ: 563 অব্দে (C) খ্রী: পূ: 623 অব্দে (D) খ্রী: পূ: 602 অব্দে
81. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পূর্বে নেফা (NEFA) নামে পরিচিত ছিল ?
(A) নাগাল্যান্ড (B) মণিপুর (C) মিজোরাম (D) অরুণাচল প্রদেশ
82. শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ?
(A) অশোক (B) বৃহদ্রথ (C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (D) পুষ্যমিত্র শুঙ্গ
83. সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে ?
(A) 355 ধারা (B) 356 ধারা (C) 359 ধারা (D) 360 ধারা
84. ভারতের সবুজ বিপ্লবের প্রভাব নিম্নলিখিত কোন ফসলের উপর সবচেয়ে প্রভাবশীল ?
(A) ধান (B) গম (C) তৈলবীজ (D) পাট
85. 'অরণ্যের অধিকার' -এর রচয়িতা কে ?
(A) মহাশ্বেতা দেবী (B) আশাপূর্ণা দেবী (C) সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় (D) মন্দাক্রান্তা সেন
86. পৃথিবীর অপসূর অবস্থান ঘটে থাকে
(A) 4 জুলাই (B) 3 জানুয়ারী (C) 21 মার্চ (D) 23 সেপ্টেম্বর
87. সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিমকোর্টের দারস্থ হতে পারে ?
(A) 5 নং ধারা (B) 226 নং ধারা (C) 32 নং ধারা (D) 356 নং ধারা
88. দুটি 220V, 60W বাতি রোজ 5 ঘন্টা করে 10 দিন জ্বালানো হল । প্রতি ইউনিটের (1 Kilowatt hour) জন্য Rs. 3.50 দিতে হলে, মোট কত টাকা খরচ হবে ?
(A) Rs. 10.50 (B) Rs. 21.00 (C) Rs. 38.50 (D) Rs. 77.00
89. কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন ?
(A) ইলতুৎমিস (B) বলবন (C) ফিরোজ তুঘলক (D) আলাউদ্দিন খলজী
90. নিম্নোক্ত বস্তুগুলির কোনটিতে অক্সিজেন নেই ?
(A) বক্সাইট (B) ক্রায়োলাইট (C) ডলোমাইট (D) এপসাম লবণ
91. কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে দেওয়া আছে ?
(A) পাঁচটি (B) সাতটি (C) দশটি (D) এগারোটি
92. শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়িকা হিসাবে 56 -তম ন্যাশনাল অ্যাওয়ার্ড কে জয় করেছেন ?
(A) লতা মঙ্গেশকর (B) সুনিধি চৌহান (C) শ্রেয়া ঘোষাল (D) অলকা যাজ্ঞিক
93. নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি ?
(A) আয়তন (B) ত্বরণ (C) গতিশক্তি (D) প্রতিসরাঙ্ক
94. রেকটিফায়েড স্পিরিট নিম্নলিখিত কাদের মিশ্রণ ?
(A) 95% ইথানল + 5% মিথানল (B) 95% ইথানল + 5% জল (C) 95% ইথানল + 5% পিরিডিন (D) 100% ইথানল
95. ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া হয়েছে ?
(A) ছয়টি (B) চারটি (C) সাতটি (D) নয়টি
96. একটি দ্রব্য [tex]12{1 \over 2}[/tex]% লোকসানে বিক্রি হল, বিক্রয়মূল্য : ক্রয়মূল্য কত ?
(A) 5 : 7 (B) 7 : 8 (C) 6 : 7 (D) 8 : 7
97. 'মোশন পিকচার সং' বিভাগে বাহান্নতম গ্র্যামি অ্যাওয়ার্ড কে জয় করেছেন ?
(A) এ. আর. রহমান (B) নোরা জোনস (C) লেডি লাগা (D) জন লেনন
98. ওয়াগা সীমান্ত চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত ?
(A) ইন্দো-পার্ক বর্ডার (B) ইন্দো-নেপাল বর্ডার (C) ইন্দো-বাংলাদেশ বর্ডার (D) ইন্দো-শ্রীলঙ্কা সামুদ্রিক বর্ডার
99. একক যে অ্যাসিড সোনা (গোল্ড) -কে দ্রবীভূত করতে পারে তা হল
(A) নাইট্রিক অ্যাসিড (B) হাইড্রোক্লোরিক অ্যাসিড (C) সেলেনিক অ্যাসিড (D) অম্লরাজ (অ্যাকোয়া রিজিয়া)
100. একটি ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত হল
(A) 1 : 60 (B) 1 : 720 (C) 1 : 120 (D) উপরের কোনটিই নয়
***
Q3. Answer (B)