WEST BENGAL PUBLIC SERVICE COMMISSION
CLERKSHIP EXAMINATION,2007 (2nd HALF) Time: 1 hour 30 mins Marks: 100
[ Held on 15/06/2008 ]
১। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন ?
(A) অ্যানি বেসান্ত (B) সরোজিনী নাইডু (C) নেলি সেনগুপ্ত (D) অরুণা আসফ আলি
২। 2007-08-এর ইকনমিক সার্ভে অনুসারে ভারতের বিদেশ বাণিজ্যের সবচেয়ে বড়ো অংশীদার হলঃ
(A) মার্কিন যুক্তরাষ্ট্র (B) রাশিয়া (C) চীন (D) ব্রিটেন
৩। যে মৌলের পরমানু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হলঃ
(A) নাইট্রোজেন (B) হাইড্রোজেন (C) হিলিয়াম (D) নিয়ন
৪। নীল দর্পণ নাটকের রচিয়তা ছিলেনঃ
(A) মাইকেল মধুসূদন দত্ত (B) দীনবন্ধু মিত্র (C) দ্বিজেন্দ্রলাল রায় (D) গিরিশচন্দ্র ঘোষ
৫। 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থবিশিষ্ট কোন আয়তাকার খেলার মাঠের ভিতরের চার দিকে 2 মিটার চওড়া একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল কত ?
(A) 348 বর্গ.মি (B) 384 বর্গ.মি (C) 380 বর্গ.মি (D) 388 বর্গ.মি
৬। নিন্মলিখিতগুলির মধ্যে কোনটি ভারত-মার্কিন কৌশলগত অংশীদারির পরবর্তী পদক্ষেপের মধ্যে পড়ে না? (A) উচ্চ প্রযুক্তি বাণিজ্য (B) ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা (C) মহাকাশ বিষয়ক সহযোগিতা (D) এইডস নিবারক
৭। 8 মিটার এবং 15 মিটার বাহু-বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত?
(A) 17 মি (B) 34 মি (C) 68 মি (D) 289 মি
৮। একটি বস্তুর বেগ দ্বিগুন হলে বস্তুটির গতিশক্তিঃ
(A) দ্বিগুন হয় (B) চার গুন হয় (C) অর্ধেক হয় (D) এক-চতুর্থাংশ হয়
৯। ভারতীয় বিপ্লবীদের জননীরুপে খ্যাত ছিলেনঃ
(A) ভগিনী নিবেদিতা (B) মাদাম কামা (C) অ্যানি বেসান্ত (D) মাতাঙ্গিনী হাজরা
১০। প্রথম ভারতীয় উইকেট-কিপার যিনি টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছেনঃ
(A) সৈয়দ কিরমানি (B) ফারুক ইঞ্জিনিয়ার (C) কিরণ মোরে (D) মহেন্দ্র সিং ধোনি
১১। আলোক-রশ্মি সঙ্কট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয়ঃ
(A) 00 (B) 900 (C) 300 (D) 450
১২।কত টাকা বার্ষিক 12% হারে 2— বছরে সুদে-আসলে 1300 টাকা হবে?
(A) 900 টাকা (B) 1000 টাকা (C) 1100 টাকা (D) 1200 টাকা