আর.এন.এ. বা রাইবোনিউক্লিক অ্যাসিড (RNA or Ribonucleic Acid)
বেশিরভাগ প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশে DNA ছাড়াও আর এক রকমের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, যা RNA বা রাইবোনিউক্লিক অ্যাসিড [Ribonucleic Acid] নামে পরিচিত । RNA কোশের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় এবং রাইবোজোমের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে । তবে ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাষ্টিড প্রভৃতিতেও সামান্য পরিমাণে RNA থাকে । কোনও কোনও ভাইরাসের ক্ষেত্রে RNA বংশগতির উপাদান হিসেবে কাজ করে ।
RNA -এর সংজ্ঞা [Defination]:- কোশের একতন্ত্রী কুণ্ডলীবিশিষ্ট প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী নিউক্লিক অ্যাসিডকে RNA [Ribonucleic Acid] বলে ।
RNA -এর গঠন :- RNA অণু প্রধানত একতন্ত্রী হলেও কখনও কখনও এটি দ্বিতন্ত্রীও হতে পারে, যেমন : ইনফ্লুয়েঞ্জা ভাইরাস । RNA একরকমের রাসায়নিক যৌগ । RNA অণুতে রাইবোজ শর্করা, ফসফোরিক অ্যাসিড ও দুই রকমের নাইট্রোজেন বেস থাকে, যথা: পিউরিন ও পিরিমিডিন । পিউরিন বেস দু'রকম, যথা : অ্যাডেনিন ও গুয়ানিন এবং পিরিমিডিন বেসও দু'রকম যথা: সাইটোসিন ও ইউরাসিল ।
RNA -এর প্রকারভেদ [Types of RNA]:- RNA -কে প্রধানত দু'ভাগে ভাগ করা হয়, যথা: জেনেটিক RNA এবং নন-জেনেটিক RNA ।
[ক] জেনেটিক RNA [Genetic RNA]:- বেশিরভাগ উদ্ভিদ ভাইরাস এবং কয়েক রকমের প্রাণী-ভাইরাসে (যেমন : ইনফ্লুয়েঞ্জা-ভাইরাস) শুধুমাত্র RNA থাকে, যা বংশগত-বৈশিষ্ট্য বহন করে । এই রকম যে সব RNA বংশগত-বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে, তাদের জেনেটিক RNA বলে । এই রকম RNA নিজের প্রতিলিপি গঠন, সহায়ক উৎসেচক সংশ্লেষ এবং প্রোটিন আবরণ গঠন করে ।
[খ] নন-জেনেটিক RNA [Non-genetic RNA]:- যে সব ক্ষেত্রে DNA জেনেটিক পদার্থ হিসেবে কাজ করে সেখানে RNA -কে নন-জেনেটিক RNA বলে । এইসব RNA কোশের DNA থেকে উত্পন্ন হয় এবং প্রোটিন সংশ্লেষে অংশগ্রহন করে ।
DNA এবং RNA -এর সাদৃশ্য (Similarity of DNA and RNA)
[i] DNA এবং RNA উভয়েই নিউক্লিক অ্যাসিড ।
[ii] DNA এবং RNA উভয়েই নিউক্লিওটাইড দিয়ে গঠিত ।
[iii] DNA এবং RNA উভয়ের অণুতেই অ্যাডেনিন এবং গুয়ানিন নামে দুইরকম পিউরিন জাতীয় বেস থাকে ।
[iv] DNA থেকে RNA অণু উত্পন্ন হয় ।
DNA এবং RNA -এর মধ্যে পার্থক্য (Difference between DNA and RNA)
DNA | RNA |
1. কোশের নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোমের মধ্যে DNA, RNA -এর তুলনায় বেশি পরিমাণে থাকে । | 1. RNA কোশের সাইটোপ্লাজমেই বেশি পরিমাণে থাকে । |
2. DNA অণু প্রধানত দ্বিতন্ত্রী । | 2. RNA অণু প্রধানত একতন্ত্রী (Reovirus -এ RNA দ্বিতন্ত্রী) । |
3. DNA -এর পেন্টোজ শর্করা ডি-অক্সিরাইবোজ জাতীয় । | 3. RNA -এর পেন্টোজ শর্করা রাইবোজ জাতীয় । |
4. DNA অণুর নাইট্রোজেন বেস চারটি, যথা : অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন । | 4. RNA অণুর নাইট্রোজেন বেস চারটি, যথা : অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল । |
5. DNA বংশগতির বৈশিষ্ট্য বহন করে । তাই DNA -কেই জিন বল চলে । | 5. বেশিরভাগ ক্ষেত্রে RNA বংশগতির বৈশিষ্ট্য বহন করে না (ব্যতিক্রম কয়েক প্রজাতির উদ্ভিদ ভাইরাস এবং কয়েক রকমের প্রাণী ভাইরাসের RNA বংশগতির বৈশিষ্ট্য বহন করে । |
6. DNA কোশের প্রতিটি কাজের নির্দেশ বহন করে । |
6. RNA অণু DNA থেকে রাসায়নিক সংকেত গ্রহণ করে রাইবোজোমের সহায়তায় প্রোটিন সংশ্লেষ করে । |
*****
- 10753 views