মানবদেহের জ্ঞানেন্দ্রিয় (Sense Organs of Man)
সংজ্ঞা:- প্রাণীদের যে সব গ্রাহকঅঙ্গ পরিবেশ থেকে বিশেষ ধরনের উদ্দীপনা সংগ্রহ করে নির্দিষ্ট স্নায়ুর মাধ্যমে স্নায়বিক কেন্দ্রে প্রেরণ করে, তাদের জ্ঞানেন্দ্রিয় বা সেন্স অর্গ্যান বলে ।
মানুষের জ্ঞানেন্দ্রিয়গুলি হল -
(1) চক্ষু বা চোখ (Eye),
(2) কর্ণ বা কান (Ear)
(3) নাসিকা বা নাক (Nose),
(4) জিহ্বা বা জিভ (Tongue)
(5) ত্বক বা চর্ম (Skin)
এদের এক কথায় পঞ্চ-ইন্দ্রিয় বলে ।
*****
- 8681 views