আবহাওয়া ও জলবায়ুর উপাদান হিসেবে বায়ুপ্রবাহ, আদ্রতা ও বৃষ্টিপাত :-
প্রশ্ন:- ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপ কত ?
উত্তর:- ভূ-পৃষ্ঠে (সমুদ্রপৃষ্ঠে) বায়ুর চাপ, প্রতি বর্গ সেন্টিমিটারে ১.০৩ বা ১ কিলোগ্রাম ওজনের সমান । অর্থাৎ ভূ-পৃষ্ঠে বায়ুর চাপ ৭৬০ মিলিমিটার বা ১,০১৩.২ মিলিবার ।
প্রশ্ন:- একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ দাও ।
উত্তর:- স্থলবায়ু অথবা সমুদ্রবায়ু অথবা মৌসুমি বায়ু হল সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ ।
প্রশ্ন:- কোন পদ্ধতিতে সৌরতাপ ভূপৃষ্ঠে পৌছায় ?
উত্তর:- বিকিরণ পদ্ধতিতে সৌরতাপ ভূ-পৃষ্ঠে পৌঁছায় ।
প্রশ্ন:- কোন যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উত্তাপ পরিমাপ করা হয় ?
উত্তর:- গরিষ্ঠ ও লঘিষ্ঠ তাপমান যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উত্তাপ পরিমাপ করা হয় ।
প্রশ্ন:- বায়ুমণ্ডলের তাপ পরিমাপের একক কী কী ?
উত্তর:- সেন্টিগ্রেড ও ফারেনহাইট হল বায়ুমণ্ডলের তাপ পরিমাপের একক ।
প্রশ্ন:- ৩২০ ফারেনহাইট উষ্ণতার সঙ্গে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সমান হয় ?
উত্তর:- ৩২০ ফারেনহাইট উষ্ণতার সমান হয় ০০ সেন্টিগ্রেড ।
প্রশ্ন:- কোন গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা বেশি ?
উত্তর:- উত্তর গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা বেশি ।
প্রশ্ন:- কোন গোলার্ধে সমোষ্ণ রেখাগুলির বক্রতা কম ?
উত্তর:- দক্ষিণ গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা কম ।
প্রশ্ন:- সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারের বায়ুচাপ কত ?
উত্তর:- সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারের বায়ুচাপ হল ৭৬০ মিলিমিটার বা ১০১৩.২ মিলিবার ।
প্রশ্ন:- সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কত হ্রাস পায় ?
উত্তর:- সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ ১ সেমি. হ্রাস পায় ।
প্রশ্ন:- অ্যানিমোমিটার কী ?
উত্তর:- বায়ুপ্রবাহের বেগ নির্ণয়ের যন্ত্রকে অ্যানিমোমিটার বলা হয় ।
প্রশ্ন:- কোন অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলে ?
উত্তর:- ৪০০- ৫০০ দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলা হয় ।
প্রশ্ন:- সমুদ্র বায়ু কোন সময়ে প্রবাহিত হয় ?
উত্তর:- সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয় ।
প্রশ্ন:- স্থলবায়ু কোন সময়ে প্রবাহিত হয় ?
উত্তর:- স্থলবায়ু রাত্রে প্রবাহিত হয় ।
প্রশ্ন:- কোন মৌসুমি বায়ু দ্বারা বৃষ্টি হয় না ?
উত্তর:- শীতকালীন মৌসুমি বাতাসের দ্বারা বৃষ্টি হয় না ।
প্রশ্ন:- কোন বায়ু সমুদ্র বায়ু ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ ?
উত্তর:- মৌসুমিবায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ ।
প্রশ্ন:- চিন, জাপান প্রভৃতি দেশে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় ?
উত্তর:- চিন, জাপান প্রভৃতি দেশে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয় ।
প্রশ্ন:- টাইফুন কি ?
উত্তর:- চিন সাগরের ঘূর্ণবাত টাইফুন নামে পরিচিত ।
প্রশ্ন:- হ্যারিকেন কি ?
উত্তর:- পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণবাত হ্যারিকেন নামে পরিচিত ।
প্রশ্ন:- বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঘূর্ণবাত কী কী নামে পরিচিত ?
উত্তর:- বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঘূর্ণবাত কালবৈশাখী ও আশ্বিনের ঝড় নামে পরিচিত ।
প্রশ্ন:- সিরক্কো কি ?
উত্তরঃ সিসিলিতে প্রবাহিত এক প্রকার স্থানীয় বায়ুপ্রবাহের নাম হল সিরক্কো ।
প্রশ্ন:- লু বাতাস কোন সময়ে প্রবাহিত হয় ।
উত্তর:- লু বাতাস গ্রীষ্মকালে প্রবাহিত হয় ।
প্রশ্ন:- বায়ুর আদ্রতা কোন যন্ত্রের সাহায্যে নিরূপণ করা হয় ?
উত্তর:- বায়ুর আদ্রতা শুষ্ক ও আদ্র কুণ্ডযুক্ত হাইগ্রোমিটারের সাহায্যে নিরূপণ করা হয় ।
প্রশ্ন:- নিয়ত বায়ু কাকে বলে ?
উত্তর:- ভূ-পৃষ্ঠে সারাবছর ধরে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট দিক থেকে আর একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু প্রবাহ বলে ।
প্রশ্ন:- ফন কি ?
উত্তর:- রাইন নদীর উপত্যকার উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুপ্রবাহকে ফন বলে ।
প্রশ্ন:- খামসিন কি ?
উত্তর:- মিশরের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুপ্রবাহকে খামসিন বলে ।
প্রশ্ন :- বায়ুচাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ?
উত্তর :- ব্যারোমিটার নামক যন্ত্রের সাহায্যে বায়ুচাপ মাপা হয় ।
প্রশ্ন :- বায়ুচাপ পরিমাপের একক কী ?
উত্তর :- বায়ুচাপ পরিমাপের একক মিলিবার ।
*****
- 6861 views