প্রাচীন ভারতের অর্থনৈতিক জীবন

Submitted by avimanyu pramanik on Wed, 04/18/2012 - 09:09

প্রাচীন ভারতের অর্থনৈতিক জীবন :

অর্থনৈতিক জীবন : কৃষির প্রাধান্য —

(১) বৈদিক যুগ : প্রাচীন ভারতে কৃষিই ভারতের অধিকাংশ মানুষের জীবিকা ছিল । আর্যসভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক এবং আর্য অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি । ঋকবৈদিক যুগে পশুচারণই ছিল আর্যদের প্রধান উপজীবিকা এবং গো-সম্পদ ছিল ধনসম্পত্তির মাপকাঠি । ধনী ব্যাক্তিকে বলা হত গোমৎ। গো-ধন অপহরণ নিয়ে আর্য ও উপজাতিদের মধ্যে বিরোধ এবং বিবাদ লেগেই থাকত । তবে ঋক্‌বৈদিক যুগেই চাষবাস শুরু হয় । আবাদি জমিকে ঋক্‌বেদে বলা হত ‘ক্ষেত্র’ ওউর্বরা’ । লাঙলকে বলা হত ‘সির’ । লাঙলের ফলা লোহা দিয়ে তৈরি হত কিনা, তা নিয়ে বিতর্ক আছে । জলসেচের জল নদী থেকে আসত । কূপের জল ব্যাবহৃত হত । সারের ব্যাবহারও জানা ছিল । পরবর্তী বৈদিক যুগে কৃষির গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছিল । ভৌগলিক অবস্থান ও অনুকূল জলবায়ুর জন্য উৎপাদনও বৃদ্ধি পেয়েছিল । উর্বর জমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কৃষির প্রসারে সহায়ক হয়েছিল; আর একটি কারণ ছিল লোহার ব্যাপক ব্যবহার । লাঙলের ফলা ও অন্যান্য কৃষির যন্ত্রপাতি তৈরি হত লোহা দিয়ে । অথর্ব বেদ ও অন্যান্য সূত্র থেকে জানা যায় যে, কোনো কোনো লাঙল টানতে ২৪টি পর্যন্ত বলদ লাগত । কৃষির উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষিজাত পণ্যে বৈচিত্রও দেখা যায় । ঋক্‌বৈদিক যুগে প্রধান ফসল ছিল যব । ঋক্‌বৈদিক যুগে ধান উৎপন্ন হলেও ধান অর্থে ‘ব্রীহি’ শব্দটি এই প্রথম শুরু হয় । এই সময় আর একটি প্রধান ফসল হলগোধূমবা গম । গম ও যব থেকে তৈরি হয় ‘সক্তব’ বা ছাতু । এই যুগে তিল চাষের শুরু হয় । তা ছাড়া তুলোও  উৎপন্ন হত । বৌদ্ধসাহিত্য থেকে তুলো ও আখ চাষের কথাও জানা যায় । খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অন্যান্য খাদ্য দ্রব্যের মধ্যে বাজরা, ভুট্টা, মুগ, সরষে, পান, বেগুন, মুলো, পেঁয়াজ, রসুন, লবঙ্গ, হলুদ, লঙ্কা, গোলমরিচ প্রভৃতির নাম পাওয়া যায় ।

(২) মৌর্য যুগ :  কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ এবং মেগাস্থিনিসের ‘ইন্ডিকা’ থেকে জানা যায়, মৌর্য যুগে কৃষির বিকাশ ও উৎপাদন বৃদ্ধির উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল । কৌটিল্য এই বিষয়ে সরকারের দায়িত্ব ও উদ্যোগের কথা উল্লেখ করেছেন । কৌটিল্য মৌর্য যুগে অনাবাদি জমিতে কৃষির বিস্তার, কৃষি ঋণ প্রভৃতি বিষয়ে সরকারের প্রত্যক্ষ ভূমিকা ও উদ্যোগের কথা লিখেছেন । এই সময়ে সরকারি উদ্যোগে জলসেচের ব্যবস্থা করা হয় । সরকারি উদ্যোগে জলসেচের সবচেয়ে বড় উদাহরণ হল সুদর্শন হ্রদ (কাথিয়াবাড়) । রাজকীয় জমিতে কৃষির বিস্তার ও উৎপাদন বৃদ্ধির দিকে নজর রাখতেন সীতাধ্যক্ষ নামে এক কর্মচারী । সরকারি নিয়ন্ত্রণ সত্বেও মৌর্য যুগে দুর্ভিক্ষ এড়ানো সম্ভব হয় নি । দুর্ভিক্ষের সময় সরকারি ঋণ ও খয়রাতি সাহায্যের ব্যবস্থা ছিল । মৌর্য সাম্রাজ্যের অবসানের পর কৃষি অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা ক্রমশ কমে এসেছে ।

(৩) গুপ্ত তৎপরবর্তী যুগে কৃষির অবস্থা : গুপ্ত ও তার পরবর্তী যুগেও কৃষির গুরুত্ব অব্যাহত ছিল । সপ্তম শতকে হিউয়েন সাঙ ভারতের কৃষি অর্থনীতির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন । হিউয়েন সাঙের বিবরণ, কালিদাসের নাটক ও বাণভট্টের হর্ষচরিতথেকে কৃষি সংক্রান্ত বহু তথ্য পাওয়া যায় । কালিদাস বাংলার ধানের প্রসিদ্ধির কথা বলেছেন । বাংলার শালি ধান ছিল বিখ্যাত । হিউয়েন সাঙের বিবরণে মগধে এক ধরনের সুপ্রসিদ্ধ ধানের কথা বলা হয়েছে । এই ধান সম্ভ্রান্ত ব্যক্তিরা খুব পছন্দ করতেন । তিনি রাজস্থানে এক ধরনের ধানের কথা বলেছেন, যা ৬০ দিনে পাকত । এই সময় এক-একটি ফসল এক-এক ধরনের জমিতে উৎপন্ন হত । অমরকোষে এই ধরনের ১২টি জমির কথা বলা হয়েছে । এই যুগের একটি অন্যতম বৈশিষ্ঠ হল তাম্র পট্ট দ্বারা অগ্রহার জমিদান । পুরহিত সম্প্রদায়, অর্থাৎ, ব্রাহ্মণ বা ধর্মীয় প্রতিষ্ঠানকে এইভাবে করমুক্ত জমি প্রদান করা হত । দান গ্রহীতারা অবশ্যই নিজেরা এইসব জমি চাষ করতেন না । জমি চাষ করার জন্য তারা কৃষক নিযুক্ত করতেন । এই ব্যবস্থায় দান গ্রহীতারা ভূমধ্যধিকারীতে পরিণত হন । ফলে তাঁদের ক্ষমতা ও প্রভাব যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল । স্মৃতিকারগণ জমির মালিক অর্থে স্বামীকৃষকঅর্থে চাষিকে বুঝিয়েছেন । এই ব্যবস্থায় বহু অনুর্বর ও অনাবাদি জমি চাষবাসের উপযুক্ত হয় । ফলে কৃষিতে উৎপাদনও বেড়েছিল ।

জমির মালিকানা : ড. ভিনসেন্ট স্মিথের মতে, রাজাই ছিলেন সমস্ত জমির মালিক । তাঁর এই ধারণা ভিত্তিহীন বলে প্রমাণ করেছিলেন কাশীপ্রসাদ জয়সোয়াল । তাঁর মতে, জমির মালিকানা ছিল ব্যক্তিগত, রাজার নয় । বৈদিক যুগে চাষের জমি ও বাস্তুজমি ব্যক্তিগত মালিকানাধীন হলেও গো-চারণ জমি ছিল সর্বসাধারণের সম্পত্তি । বৌধায়ন ধর্মসূত্র থেকে জানা যায় জমিতে ব্যক্তিগত মালিকানা স্বীকৃত ছিল । তবে জমি কেনাবেচার প্রচলন খুব একটা ছিল না । রাজতন্ত্র শাসনাধীন মহাজনপদগুলিতে মনে হয় জমিতে ব্যক্তিগত মালিকানা স্বীকৃত ছিল । কিন্তু লিচ্ছবি, বৃজি, মল্ল প্রভৃতি প্রজাতান্ত্রিক গণরাজ্যগুলিতে যৌথ মালিকানা প্রতিষ্ঠিত ছিল । পালি সাহিত্যেও এর সমর্থন মেলে । মেগাস্থিনিস ও ডয়োডোরাস মৌর্যযুগে রাজা সমস্ত জমির মালিক ছিলেন বলে উল্লেখ করেছেন । রাজার নিজস্ব জমি অবশ্যই কিছু ছিল । অর্থশাস্ত্রে ওই জমিকেসীতাবলা হয়েছে । কিন্তু জমিতে যে ব্যাক্তিগত মালিকানা ছিল, কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে তা জানা যায় । তবে রাজা সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন বলে সমস্ত জমির ওপর তাঁর একটা কর্তৃত্ব অবশ্যই ছিল । অধিকাংশ জমির আয়তন হত ছোটো এবং চাষি ও তার পরিবারের লোকজন তা চাষ করত । তাদের জীবনযাত্রা ছিল কঠোর, যদিও পরবর্তীকালে দারিদ্র্য তাদের স্পর্শ করেনি । তারা ঋণভারে জর্জরিত ছিল না । যাই হোক, জমি বড়ো হলে কৃষিশ্রমিক নিয়োগ করা হত বলে জানা যায় । জৈন সূত্রে কৃষি শ্রমিকের কথা জানা যায় । এসব ক্ষেত্রে ভাগচাষির প্রাপ্য ছিল উৎপন্ন শস্যের অর্ধাংশ । মৌর্য যুগ, এমনকি তার আগেও, ভূমিহীন কৃষকের অস্তিত্ব ছিল । শারীরিক অসুস্থতা, দুর্ভিক্ষ বা কর প্রদানে অক্ষম হলে, হয় কৃষক জমি বিক্রি করত, না হয় তাকে জমি থেকে উচ্ছেদ করা হত এবং সে ভাগ চাষিতে পরিণত হত ।

*****

Related Items

ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও তার ফলাফল

ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার নানাবিধ কারণের মধ্যে একটি বড়ো কারণ ছিল পুঁজির জোগান । এই পুঁজির অনেকটাই এসেছিল ঔপনিবেশিক ব্যবসাবাণিজ্য থেকে । ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে দুটি সমস্যা দেখা দেয় ...

ইউরোপীয় ধনতন্ত্র ও ঔপনিবেশিক অর্থনীতি

ভারত ইতিহাসে ইংরেজ শাসনের তাৎপর্য অনুধাবন করতে হলে ধনতন্ত্র ও ঔপনিবেশিক অর্থনীতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার । কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানদণ্ড অচিরেই রাজদণ্ডে পরিণত হয়েছিল । আগে যেসব বহিরাগত জাতি ভারতে এসেছিল, তাদের সঙ্গে ...

দেওয়ানি লাভ ও দেওয়ানি লাভের গুরুত্ব

বক্সারের যুদ্ধে ত্রিশক্তির পরাজয়ের পর প্রায় সমগ্র উত্তর ভারত জুড়ে ইংরেজদের নিরঙ্কুশ প্রাধান্য স্থাপনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে । এই অবস্থায় ১৭৬৫ খ্রীষ্টাব্দের মে মাসে বাংলায় ক্লাইভের পুনরাগমন ঘটে । ১৭৬৫ খ্রিস্টাব্দের এলাহাবাদ চুক্তিতে ৫০ লক্ষ টাকার বিনিময়ে কারা ও এলাহাবাদ ছাড়া ...

বক্সারের যুদ্ধ ও বক্সারের যুদ্ধের গুরুত্ব

কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, সুটি, মুঙ্গের ও উদয়নালায় পরপর ছয়টি যুদ্ধে মিরকাশিম পরাজিত হন । এই অবস্থায় ১৭৬৩ খ্রিষ্টাব্দে মিরকাশিমকে সিংহাসনচ্যুত করে ইংরেজরা মিরজাফরকে আবার বাংলার মসনদে বসান । কিন্তু মিরকাশিম হাল না ছেড়ে মুঘল সম্রাট শাহ আলম ...

মির কাশিম (Mir Kasim)

কোম্পানির প্রাপ্য অর্থ পরিশোধ এবং বর্ধমান, মেদিনীপুর, চট্টোগ্রামের জমিদারি প্রদানের প্রতিশ্রুতির বিনিময়ে মিরকাশিম বাংলার মসনদ লাভ করেন । ইংরেজদের সাহায্যে বাংলার মসনদ দখল করলেও তিনি ব্যক্তিত্বহীন পুরুষ ছিলেন না, বরং বাস্তববাদী ছিলেন । অহেতুক ইংরেজ বিরোধিতা তাঁর ...