MADHYAMIK EXAMINATION-2008 Life Science(New Syllabus) (Bengali Version)
সময়-তিন ঘন্টা - পূর্ণমান-৯০
ক’ বিভাগ
(1,2,3 এবং 4 নং প্রশ্নের উত্তর করতে হবে)
১। সঠিক উত্তর নিবার্চন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখ (যে কোনো পাঁচটি): 1 x 5 = 5
(i) তিমির শ্বাসঅঙ্গ হল-
(a) ফুলকা, (b) ফুসফুস, (c) ত্বক, (d) ট্রাকিয়া ।
(ii) শক্তি উৎপাদন করে না এমন এইরকম একটি খাদ্য উপাদান হল-
(a) শর্করা, (b) প্রোটিন, (c) ফ্যাট, (d) ভিটামিন ।
(iii) ‘O’ শ্রেণীর রক্তে-
(a) অ্যাগ্লুটিনোজেন থাকে না, (b) অ্যাগ্লুটিনিন থাকে না, (c) অ্যাগ্লুটিনোজেন ‘A’ থাকে, (d) অ্যাগ্লুটিনোজেন ‘AB’ থাকে।
(iv) ইনসুলিন ক্ষরিত হয়-
(a) পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে, (b) থাইরয়েড গ্রন্থি থেকে, (c) বৃক্ক থেকে, (d) অগ্ন্যাশয় থেকে ।
(v) যে ক্রোমোজোমের শেষ প্রান্থে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে---
(a) মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, (b) সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, (c) অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, (d) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম ।
(vi) একটি সংকর দীর্ঘ (Tt) এবং একটি বিশুদ্ধ খরবো (tt) মটরগাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলো হবে -
(a) সকলই দীর্ঘ, (b) সকলই খরবো, (c) 50% দীর্ঘ ,50% খরবো, (d) 75% দীর্ঘ , 25% খরবো।
(vii) “অস্তিস্তের জন্য সংগ্রাম” কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন-
(a) ডারউইন, (b) ল্যামার্ক, (c) মেণ্ডেল, (d) ভাইসম্যান ।
সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে ক্লিক করুন:
Attchments