বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সিন্ধুতীরে

Submitted by avimanyu pramanik on Mon, 06/29/2020 - 10:23

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. 'সিন্ধুতীরে' কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?       [মাধ্যমিক-২০১৭]

     (ক) লোরচন্দ্রানী       (খ) পদ্মাবতী       (গ) সতীময়না        (ঘ) তোহফা ।

২. 'সমুদ্রনৃপতি সুতা' — কে ?        [মাধ্যমিক - ২০১৮]

    (ক) লক্ষ্মী       (খ) পদ্মা       (গ) উমা        (ঘ) বারুণী ।

*****************************************************

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১. 'সিন্ধুতীরে' কবিতার কবি হলেন —

    (ক) সৈয়দ আলাওল         (খ) দৌলত কাজি        (গ) বিদ্যাপতি       (ঘ) চন্ডীদাস ।

২. সৈয়দ আলাওল কোন সময়ের কবি ?

    (ক) সপ্তদশ শতক       (খ) অষ্টাদশ শতক       (গ) ষোড়শ শতক        (ঘ) ত্রয়োদশ শতক ।

৩. 'আলাওল কোন রাজসভার কবি ?

    (ক) কৃষ্ণনগরের        (খ) গৌড়ের        (গ) আরাকানের      (ঘ) বর্ধমানের ।

৪. 'পঞ্চকন্যা পাইলা চেতন ।'— কখন পেয়েছে ?

    (ক) চারদণ্ড পরে       (খ) চার মিনিট পরে       (গ) চার সেকেণ্ড       (ঘ) চার ঘন্টা পরে ।

৫. 'বেথানিত হৈছে কেশ বেশ ।'— 'বেথানিত' কথাটির অর্থ কী ?

    (ক) দৃষ্টিগোচর       (খ) বেদনাযুক্ত       (গ) ব্যথায়নত       (ঘ) অসংবৃত

৬. 'সিন্ধুতীরে রহিছে মাঞ্জস ।।' — 'মাঞ্জজ' শব্দের অর্থ কী ?

     (ক) ভেলা       (খ) জাহাজ        (গ) বজরা       (ঘ) লহর ।

৭. 'রূপে অতি রম্ভা জিনি'— রম্ভা কে ?

    (ক) দেবতা        (খ) স্বর্গের অপ্সরা       (গ) পদ্মার সখী        (ঘ) স্বর্গের দেবী ।
৮. 'তথা কন্যা থাকে সর্বক্ষণ ।।'— কন্যা সর্বক্ষণ কোথায় থাকেন ?

     (ক) মনোহর উদ্যানে        (খ) রাজপ্রাসাদে       (গ) বিলাসবহুল তরীতে       (ঘ) অন্তঃপুরে ।

৯. 'তুরিত গমনে আসি / দেখে চারি সখী চারভিত ।'— তুরিত গমনে কে এসেছে ?

    (ক) রত্নসেন       (খ) পদ্মাবতী       (গ) পদ্মা       (ঘ) হীরামন ।

১০. 'সিন্ধুতীরে' কবিতায় কন্যার শ্বাস পড়ছিল —

      (ক) অতি দ্রুত       (খ) অতি কষ্টে       (গ) ধীর লয়ে       (ঘ) কোনোটিই নয় ।

১১. 'দেখি দিব্যস্থান' — 'দিব্যস্থান' কোথায় দেখতে পেয়েছিলেন ?

      (ক) সমুদ্র মাঝারে        (খ) পর্বতের ভিতরে        (গ) জলের মাঝারে       (ঘ) সিন্ধুতীরে ।

১২. 'কন্যারে ফেলিল যথা / জলের মাঝারে তথা / দিব্য পুরী সমুদ্র মাঝার ।' — কন্যার নাম কী ?

      (ক) পদ্মাবতী       (খ) ময়না       (গ) চন্দ্রাবতী       (ঘ) চন্দ্রানী ।

১৩. 'বাহুরক কন্যার জীবন ।'— এখানে 'কন্যা' কে ?

       (ক) বিদ্যাধরী       (ক) পদ্মা       (গ) পদ্মাবতী        (ঘ) অপ্সরা ।

১৪. 'অচেতন পঞ্চকন্যাকে কী দিয়ে সারিয়ে তোলা হলো ?

      (ক) ভেষজ-ঔষধ       (খ) ফল-মূল      (গ) কন্দ-শিকড়       (ঘ) তন্ত্র-মন্ত্র মহৌষধি

১৫. চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কীসের উদয় হয়েছিল ?

      (ক) দ্বেষ        (খ) মমতা        (গ) স্নেহ        (ঘ) করুণা ।

১৬. 'সখী সবে আজ্ঞা দিল' — সখীদের কে আজ্ঞা দিয়েছিল ?

       (ক) পদ্মা       (খ) পদ্মাবতী       (গ) বিধুন্নলা        (ঘ) রোহিণী ।

১৭. 'মধ্যেতে যে কন্যাখানি' — কন্যাটি কে ?

      (ক) উর্বশী        (খ) রম্ভা        (গ) পদ্মাবতী       (ঘ) পদ্মা ।

১৮. 'চিকিৎসিমু প্রাণপণ / কৃপা কর ...।' — পদ্মা যাঁর কৃপা চাইছেন, তিনি কে ?

       (ক) ইন্দ্র        (খ) সমুদ্রনৃপতি       (ক) মগন গুণী       (ঘ) নিরঞ্জন

১৯. 'অতি মনোহর দেশ / নাহি তথা দুঃখ ক্লেশ /সত্য ধর্ম সদা সদাচার ।' — কোন দেশের কথা বলা হয়েছে ?

      (ক) কলিঙ্গ দেশ       (খ) চিতোর        (গ) সিংহল       (ঘ) সমুদ্র কন্যা পদ্মার অধিষ্ঠানভূমি ।
***

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2022 Bengali (First Language)

২০২২

বাংলা - প্রথম ভাষা

সময় — ৩ ঘন্টা 15 মিনিট

বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর ।

প্রশ্ন : বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর

 উত্তর:- 

নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর ।

নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর 

উত্তর:-

বঙ্গানুবাদ (Translate into Bengali)

ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষাতে অনুবাদ করাকে বঙ্গানুবাদ বলে । মাধ্যমিক পরীক্ষায় আগত বিভিন্ন বঙ্গানুবাদ নিচে তুলে ধরা হলো --

"পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ?

প্রশ্ন:- "পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ?