WBCS(Main)-2005 Bengali Paper-I Question Paper

Submitted by Anonymous (not verified) on Tue, 12/21/2010 - 06:51

                                       W.B Civil Service Examination (Main), 2005

                                                            (Optional Papers)

                                                           BENGALI  Paper-I

 

Time Allowed-3 Hours                                                                                       Full Marks-100

 

                        (প্রতিটি বিভাগ থেকে নির্দেশ অনুযায়ী প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে )

                         [ উত্তর সাধু অথবা চলিত যে কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ]

 

                                                                ‘ক’ বিভাগ

                       (৪ নং প্রশ্নটি আবশ্যিক ও বাকি তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখুন ।)

 

১।  সংস্কৃত থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে-এই প্রচলিত ধারনাটি ভাষাতত্ত্বের বিচারে কতটা গ্রহণযোগ্য আলোচনা করো ।

 

২।  বাংলা শব্দ প্রধানতঃ দুই জাতের-মৌলিক ও আগন্তুক-এই উভয় জাতীয় শব্দসমুহের বিভিন্ন শ্রেণীর পূর্ণাঙ্গ পরিচয় দিন ।

 

৩। শব্দের অর্থ কেন এবং কিভাবে পরিবর্তিত হয়, বাংলা ভাষা থেকে দৃষ্টান্ত সহযোগে বিশ্লেষণ করুন ।

 

৪।  দৃষ্টান্ত সহ যে-কোন দুটি ব্যখ্যা করুন :

     নাসিক্যীভবন;   অপশ্রুতি;   বিপ্রকর্ষ;    স্বরসঙ্গতি ।

 

                                                               ‘খ’ বিভাগ

                                                  (যে কোন দুটি প্রশ্নের উত্তর দিন)

 

৫।  প্রাক আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসিকে সম্ভাব্য কটি যুগে ভাগ করা যায় ? এই যুগ বিভাগের প্রয়োজনীয়তা ও তাৎপর্য বিশ্লেষণ করুন ।

 

৬।  বাংলা সাহিত্যের ইতিহাসে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ আবিষ্কারের গুরুত্ব নির্ণয় করুন ।

 

৭।  মধ্যযুগের অনুবাদ সাহিত্যের বৈশিষ্ট্য নির্দেশ করে , কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করুন ।

 

৮। মধ্যযুগের মঙ্গলকাব্যধারায় ধর্মমঙ্গল কাব্যের বিশেষ স্থান নির্দেশ করে , ঐ কাব্যের সঙ্গে রাঢ়ের জনজীবনের ঘনিষ্ট সম্পর্ক বিষয়ে আলোচনা করুন । 

 

                                                                  গ- বিভাগ

                                                   (যে কোন একটি প্রশ্নের উত্তর লিখুন )

 

৯।  শাক্ত পদাবলী সাহিত্যের উদ্ভব এবং বিকাশের পরিচয় দিন । এর সঙ্গে মঙ্গলকাব্যের কি সম্পর্ক তা নির্ণয় করুন ।

 

১০।  অষ্টাদশ শতককে বাংলা সাহিত্যের ইতিহাসে অবক্ষয়ের যুগ বলার কারণ কী ?  সমকালীন সাহিত্য অবলম্বনে ব্যাখ্যা করুন ।

 

১১।  ঈশ্বরচন্দ্র গুপ্তকে আধুনিক বাংলা কাব্যের প্রবর্তকরূপে নির্দেশ করা কতদূর সমীচীন হয়, তা বিচার করুন । তিনি কোন কোন বিষয়ে আধুনিক ছিলেন তাও নির্দেশ করুন ।

***

 

Comments

Related Items

WBCS Exam Main Compulsory Question Paper - 2008 [The Constitution of India and The Five-Year Plans]

1. Discuss the constitutional powers of the Indian President. Is she/ he always bound by the advice of the council of Ministers ? 16 2. Analyze the right to liberty as embodied in Article 19 of the Constitution of India. 16

WBCS Main Examination Paper - i (Bengali) - 2008

                                                       WEST BENGAL CIVIL SERVICE

                                                                EXAMINATION-2008

COMPULSORY PAPER BENGALI ESSAY, PRECIS WRITING, COMPOSITION AND TRANSLATION