Madhyamik -2012 Physical Science (Ben ver)

Submitted by administrator on Fri, 09/07/2012 - 19:09

                                                                 2012

                                                   PHYSICAL SCIENCE

                                                     (Bifurcated Syllabus)

                                    (For Regular and External Candidates)

Time : 3 Hours 15 Minutes                                              Full Marks : 90 (for Regular Candidates)

(First fifteen minutes for                                                                    : 100 (for External Candidates) 

  reading the question paper)

                        Special credit will be given for answers which are brief and to the point.

                    Marks will be deducted for spelling mistakes , untidiness and bad handwriting. 

 

                                                        ( দ্বিভাজিত পাঠ্যসূচী )

 'ক' বিভাগের উত্তর দেওয়া আবশ্যিক । 'খ' বিভাগ থেকে অন্তত দুটি এবং 'গ' ও 'ঘ'  বিভাগের প্রত্যেকটি থেকে অন্তত তিনটি করে প্রশ্ন নিয়ে এই তিনটি বিভাগ থেকে মোট দশটি প্রশ্নের উত্তর দাও ।

 

                  এছাড়া কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের 'ঙ' বিভাগের প্রশ্নটির উত্তর দিতে হবে ।

                                   প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে ।

 

                                                              'ক' বিভাগ

 

1.  যে কোনো দশটি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।                                          1 x 10

1.1   কোনো মৌলের পরমাণুর  K- কক্ষে  2টি,   L- কক্ষে  8টি  ও   M- কক্ষে  7টি ইলেকট্রন আছে । মৌলটির পারমাণবিক

       সংখ্যা কত ?

 

1.2   কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত ?

 

1.3   1.8 g  জলে অণুর সংখ্যা কত ?  (H=1, O=16)

 

1.4    তাপের SI একক কী  ?

 

1.5    সাদা আলোর বর্ণালিতে কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম হয়  ?

 

1.6    f  ফোকাস দৈর্ঘ্যবিশিষ্ট কোনো উত্তল লেন্স  থেকে  2f দুরত্বে কোনো বস্তুকে রাখা হলে বস্তু ও প্রতিবিম্বের আকারের সম্পর্কটি

        লেখো ।

 

1.7    কিলোওয়াট-ঘন্টা দিয়ে কোন ভৌতরাশির পরিমাপ করা হয়  ?

 

1.8    একটি থ্রি-পিন প্লাগটপের ওপরের মোটা পিনটির নাম লেখো ।

 

1.9    দীর্ঘ পর্যায় সারণির প্রথম পর্যায়ে অবস্থিত নিস্ক্রিয় গ্যাসটির নাম লেখো ।

 

1.10    একটি জীবজ অণুর উদাহরণ দাও ।

 

1.11    ধুমায়মান নাইট্রিক অ্যাসিড কী ?  

 

1.12     লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে AgNO3 দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে সেটি কোন দ্রাবকে দ্রবীভূত হয় ?

 

1.13     ভিনিগারের একটি ব্যবহার লেখো ।

 

                                                       'খ' বিভাগ

 

2.1    সৌরজগৎ ও পরমাণুর গঠনের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য  লেখো । sp;    2

 

2.2     ভর সংখ্যা কাকে বলে ?  একই মৌলের বিভিন্ন  ভরসংখ্যা যুক্ত পরমাণু থাকতে পারে কী ?

          উদাহরণসহ ব্যাখ্যা করো । এদের রাসায়নিক ধর্ম এক না ভিন্ন যুক্তিসহ উত্তর দাও ।    1+2+1

 

2.3    বেলুন ফোলালে চাপ বৃদ্ধির সাথে সাথে আয়তন বৃদ্ধি পায় । এটি কী বয়েলের সূত্রের বিরোধী  ব্যাখ্যা করো ।  2

 

3.1    [tex]{{_{19}^{40}K}}[/tex]-তে ইলেকট্রনের সংখ্যা লেখো । এই ইলেকট্রন সংখ্যা যুক্ত  পরমাণুটির ইলেকট্রন বিন্যাস

        লেখো ।                                                            2

 

3.2    বয়েলের সূত্রটি গাণিতিক আকারে প্রকাশ করো । ব্যবহৃত চিহ্নগুলি কী নির্দেশ করে উল্লেখ করো  2+1

 

3.3   760  mmHg  চাপে  0°C তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 cm3 । একই চাপে  546°C  তাপমাত্রায়

        ঐ গ্যাসের আয়তন কত হবে ?                                                            3

 

4.1    গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্র বিবৃত করো ।  এ থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা কর ।  2+2

 

4.2    আয়ন কী ?  কোনো মৌলের পরমাণু ও আয়নের মধ্যে উপস্থিত কোন কণার সংখ্যা পৃথক হয় ?      2

 

4.3    40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে সম্পূর্নরূপে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন  ?

         ( S=32,  Na=23,  O=16,  H=l )                                                                                  2

 

5.1    অ্যাভোগ্যাড্রোর সূত্রটি বিবৃত করো । STP তে V লিটার নাইট্রোজেন গ্যাসে অণুসংখ্যা  6.022 x 1023

হলে STP -তে

         2V লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসে অণুসংখ্যা কত  ?                              2+2

 

5.2    C-12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা দাও ।                                                2

 

5.3    STP-তে 22 g  CO2  11.2 লিটার আয়তন অধিকার করলে CO2 এর আণবিক ভর নির্ণয় করো ।   2

 

                                                           'গ' বিভাগ

 

6.1.1   শর্তসহ ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো ।  

 

6.1.2    আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও ।                                                                                   2+2

 

6.2    তাপমাত্রা মাপার সাধারণ স্কেল দুটি কী কী ?                                                                         2

 

6.3    0°C ও  0°F এর মধ্যে কোনটি উচ্চতর তাপমাত্রা নির্দেশ করে ? যুক্তিসহ উত্তর দাও ।              2

 

7.1   তাপমাত্রার ও জলসমের SI একক লেখো ।                                                                         2

 

7.2   একটি থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে ?                                                                  2

 

7.3.1  সদ্ ও অসদ্  বিম্বের মধ্যে দুটি পার্থক্যের উল্লেখ করো ।   

 

7.3.2   প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে ?                                                                        2+2

 

8.1   উত্তল লেন্স ও অবতল লেন্স কাকে বলে ? লেন্সের আলোক কেন্দ্র কী ?                                  2+2

 

8.2   উত্তল লেন্সের ফোকাসের সংজ্ঞা লেখো ।                                                                  2

 

8.3   বিশুদ্ধ বর্ণালি ও অবিশুদ্ধ বর্ণালি কাকে বলে ?                                                        2

 

9.1.1   কোনো পরিবাহীতে তড়িৎপ্রবাহ ও পরিবাহীর দুই প্রান্তের কিভব প্রভেদ কখন পরস্পর সমানুপাতিক হয়  ?  

 

9.1.2   কোষের  তড়িত্চালক বল কী  ?                                                                          2+2

 

9.2   200V-40W বালবের রোধ কত ?                                                                  2

 

9.3   তাড়িত্চুম্বকের শক্তি কী কী উপায়ে বৃদ্ধি করা যায়   ?                                        2

 

10.1  ভোল্টমিটার ও অ্যামিটার যন্ত্র দুটি কীভাবে বর্তনীতে যুক্ত করা হয় ? ভোল্টমিটার কী পরিমাপ করে ?  2+1

 

10.2   বৈদুতিক ফিউজ তার কী ? এর একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো ।                2+1

 

10.3   সমান্তরাল সমবায়ে যুক্ত  4 ওহম ও 12 ওহম রোধদুটির তুল্যাঙ্ক রোধ নির্ণয় করো ।                   2

 

11.1   তাপীয় আয়ন নিঃসরণ কাকে বলে ? এই নীতির উপর ভিত্তি করে তৈরি একটি যন্ত্রের নাম লেখো ।  2+1

 

11.2    X-রশ্মির দুটি ধর্মের উল্লেখ করো ।                                                                             2

 

11.3.1   α, ß, [tex]\gamma [/tex] -রশ্মির মধ্যে কার ভেদনক্ষমতা সবচেয়ে বেশি ?

 

11.3.2    নিউক্লিয় বিভাজন কাকে বলে ?                                                                       1+2

 

                                                                 'ঘ' বিভাগ

12.1    ক্লোরিন কী কী ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে পৃথকভাবে সোডিয়াম ও হাইড্রোজনের সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে সোডিয়াম ক্লোরাইড ও হাইড্রোজন ক্লোরাইড  গঠন করে ? উভয় ক্ষেত্রে  ইলেকট্রন-ডট গঠন এঁকে দেখাও ।                                                                    1+1+1+1

 

12.2    নিচের উদাহরণটির সাহায্যে জারণ-বিজারণ ক্রিয়া যে একই সঙ্গে ঘটে ইলেকট্রনীয় তত্বের সাহায্যে তার ব্যাখ্যা দাও

:                    Cu2+ + Zn = Zn2+ + Cu                                                                                   2

 

12.3    মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধিত রূপটি লেখ ।                                                          2

 

13.1    একটি অবিশুদ্ধ কপার দন্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎবিশ্লেষ্য রূপে কী কী ব্যবহৃত হয়                                                          3

 

13.2     নিচের মৌলগুলিকে ক্রমহ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও : 

                        O, C, F, Li                                                                             2

 

13.3     পারদ ও অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য ? কেন  ?                                       3

 

14.1    পরীক্ষাগারে  হাইড্রোজেন ক্লোরাইড প্রস্তুতির জন্য নিম্নলিখিতগুলির মধ্য থেকে প্রয়োজনীয় বিকারগুলি বেছে নাও :  

            (i)   গাঢ়  HNO3

            (ii)  গাঢ় H2SO4

            (iii)   AgCl

            (iv)  AlCl3

            (v)  NaCl

            বিক্রিয়াটির সমিত সমীকরণ দাও । গ্যাসটি  কীভাবে সংগ্রহ করবে ?  হাইড্রোজেন ক্লোরাইড থেকে

কীভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা যায় ? (পরীক্ষা পদ্ধতি বর্ণনার প্রয়োজন নাই )        4

 

14.2    বায়ুতে SO2  -এর উপস্থিতির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো । স্বর্ণকারের কারখানা থেকে নির্গত একটি বায়ুদূষক গ্যাসের নাম লেখ ।                                                                     2

 

14.3    বায়ুতে  SO2 -এর দুটি উত্স উল্লেখ করো ।                                                                   2

 

15.1      নিচের তালিকাটি উত্তরপত্রে লিখে নাও এবং তালিকাটি সম্পূর্ণ করো ।

পদার্থের নাম জলে দ্রাব্যতা জৈব বা অজৈব একটি ব্যবহার 
কলিচুন      
অ্যামোনিয়াম সালফেট দ্রাব্য    
ন্যাপথালিন        

                                                                                                                                   ½ x 8 = 4

 

15.2     জৈব ও অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো  ।                                                                  2

 

15.3     মিথেনকে বায়ুতে পোড়ালে কী রাসায়নিক বিক্রিয়া ঘটে ? এই বিক্রিয়ার গুরুত্ব কী  ?          1+1

 

16.1      অ্যালকাইনের সাধারণ সংকেত লেখো ।  অ্যালডিহাইডে কী কার্যকরী গ্রুপ উপস্থিত আছে ?  1+1

 

16.2      পলিইথিলিনের মনোমার কী  ?  পলিইথিলিন দ্রব্য ব্যবহারের দুটি বিপদ লেখো ।                 1+2

 

16.3      তিনটি পৃথক বোতলে তিনটি অ্যাসিড  ( HCl,  H2SO4,  HNO3 ) আছে । কপার কুচির 

              সাহায্যে  কোনটি নাইট্রিক অ্যাসিড তা কীভাবে সনাক্ত করবে ? সমিত সমীকরণ দাও :          3

 

17.1.1   জিঙ্ক ও অ্যালুমিনিয়ামের একটি করে আকরিকের নাম লেখো  ।   

 

17.1.2    কলঙ্কহীন ইস্পাতের উপাদান কী কী ? এর একটি ব্যবহার উল্লেখ করো ।                     2+2

 

17.2     চিলি সল্টপিটার থেকে নাইট্রিক অ্যাসিড কীভাবে তৈরি করবে ?  

            বিক্রিয়াটির সমিত সমীকরণ দাও ।                                                                              2

 

17.3    কীভাবে পরিবর্তিত করবে ?  

            HC = CH → CH3CH3                                                                                          2

 

                                                       [ শুধুমাত্র বহিরাগতদের জন্য ]                                                                  'ঙ' বিভাগ

 

18.   যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।                                                                        2 x 5

 

18.1   গ্যাসের তাপমাত্রা গ্যাস অণুর গতির উপর কীভাবে নির্ভর করে ?    

 

18.2    একটি লোহার চামচে তামার প্রলেপ অ্যানোড ও ক্যাথোড হিসাবে কী কী ব্যবহার করবে ?  

 

18.3    একক সহ রোধাঙ্কের সংজ্ঞা লেখো ।    

 

18.4    ß and [tex]\gamma [/tex]-রশ্মির গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো ।

 

18.5    20.2 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে ?

            (ধরে নাও বিক্রিয়াটি সম্পূর্ণ ঘটে । ) 

             [K=39,  N=14,  O=16]

 

18.6     H2SO4 ও  HNO3 এর প্রত্যেকটির একটি করে ব্যবহার উল্লেখ করো ।  

 

18.7     জলাভূমিতে উত্পন্ন 'আলেয়া' -র ব্যাখ্যা দাও ।  

***  

 

Comments

Related Items

Madhyamik - 2012 Life Science (Eng Ver)

                                                     (Bifurcated Syllabus)

                                                        [English Version]

                                                             Directions

Madhyamik - 2012 History [Ben Ver]

                                                                  2012

                                                             HISTORY

                                        Time - Three Hours Fifteen Minutes

Madhyamik - 2012 Geography [Ben Ver]

                                                                      2012

                                                            GEOGRAPHY

                                          Time—Three Hours Fifteen Minutes

Madhyamik - 2012 Geography [Eng Ver]

[ ENGLISH VERSION ] (Bifurcated Syllabus)

Madhyamik - 2012 History [Eng Ver]

[English Version] (Bifurcated Syllabus)