HIGHER SECONDARY EXAM, 2008 Geography(New Syllabus) (Bengali Version)
১. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ১x১০=১০
নীচে দেওয়া বিবৃতিগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাওঃ
ক) বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের প্রধান উৎস প্রস্বেদন/ভৌম জল/সামুদ্রিক জল । অথবা, ওজোন গ্যাসের আবরণ গামা রশ্মি/অতিবেগুনি রশ্মি/এক্স-রশ্মি থেকে জীবকুলকে রক্ষা করে ।
খ) নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে প্রচলিত কৃষি পদ্ধতির নাম প্রগাঢ় কৃষি/ব্যাপক কৃষি/বাগিচা কৃষি ।
গ) পরিবহন ব্যবস্থা একটি প্রথম স্তর (প্রাইমারি)/দ্বিতীয় স্তর (সেকেণ্ডারি)/তৃতীয় স্তরভুক্ত (টার্সিয়ারি) অর্থনৈতিক ক্রিয়াকলাপ । সঠিক শব্দের দ্বারা শূন্যস্থান পূরণ করোঃ
ঘ) বাস্তূতন্ত্রে শক্তির প্রধান উৎস............।
ঙ) পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল দেশ............। ‘হ্যাঁ’ অথবা ‘না’ লেখোঃ
(চ) CFC একটি গ্রিনহাউস গ্যাস ।
(ছ) সরষে একটি রবি ফসল অথবা, প্রগাঢ় কৃষিতে মাথা পিছু উৎপাদন বেশি ।
জ) সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে জীবনযাত্রার মান উন্নততর হয় । অথবা, দারিদ্র্য এবং অশিক্ষা জনসংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে । এক কথায় উত্তর দাওঃ
ঝ) রাস্তা বরাবর কী ধরনের জনবসতি গড়ে ওঠে ।
ঞ) জনসংখ্যার ভিত্তিতে ভারতের বৃহত্তম শহরটির নাম লেখো । অথবা, ভারতীয় আদমসুমারির ভিত্তিতে ১ লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে কোন শ্রেণির শহর বলে ?
সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে Attachment ক্লিক করুন:
***