2020 সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার যৌথভাবে তিন জন বিজ্ঞানীকে দেওয়া হয়েছে - হার্ভে জে অলটার (Harvey J. Alter), মাইকেল হিউটন (Michael Houghton), চার্লস এম রাইস (Charles M. Rice )।
2020 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার তিন জন বিজ্ঞানীকে দেওয়া হয়েছে - রজার পেনরোজ (Roger Penrose), রেইনহার্ড গেঞ্জেল (Reinhard Genzel), আন্দ্রে গেজ (Andrea Ghez)।
কথায় বলে— কালি কলম মন, লেখে তিন জন । কিন্তু কলম কোথায় ? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস । সবাই এখানে লেখক । কিন্তু আমি ছাড়া আর কারও হাতে কলম নেই । সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা । আর তার নীচে টাইপরাইটারদের মতো একটা কি-বোর্ড ।