Sample Question Paper for WBCS Main Exam [ Practice Set - III based on Indian History with special emphasis on National Movement]
1. হান্টার কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয় ?
(A) 1911 সালে (B) 1919 সালে (C)1920 সালে (D) 1917 সালে
2. গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় ?
(A) 1913 সালে (B) 1915 সালে (C) 1916 সালে (D) 1917 সালে
3. সর্বভারতীয় মুসলিম লিগের লন্ডন শাখার প্রথম সভপতি কে হয়েছিলেন ?
(A) আগা খান (B) আমির আলি (C) এম এ জিন্নাহ (D) লিয়াকত আলি খান
4. কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাক টিকিট চালু করেন ?
(A) লর্ড ডালহৌসি (B) লর্ড ওয়েলেসলি (C) লর্ড হেস্টিংস (D) লর্ড কার্জন
5. ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
(A) লর্ড ওয়াভেল (B) লর্ড হার্ডিঞ্জ (C) লর্ড লিনলিথগো (D) লর্ড কার্জন
6. 1922 এর সারাবন্দি অভিযানের নেতৃত্বে কে ছিলেন ?
(A) ভগৎ সিং (B) চিত্তরঞ্জন দাশ (C) রাজগুরু (D) সর্দার প্যাটেল
7. ‘মীরাট ষড়যন্ত্র’ মামল কত সালে হয়েছিল ?
(A) 1922 সালে (B) 1925 সালে (C) 1927 সালে (D) 1929 সালে
8. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল ?
(A) 1754 সালে (B) 1757 সালে (C) 1764 সালে (D) 1774 সালে
9. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
(A) লর্ড ক্যানিং (B) ওয়ারেন হেস্টিংস (C) লর্ড ক্লাইভ (D) লর্ড বেন্টিঙ্ক
10. ‘The songs of India’ গ্রন্থটি কার লেখা ?
(A) সুভাষচন্দ্র বসু (B) অ্যানি বেসান্ত (C) অরবিন্দ ঘোষ (D) সরোজিনী নাইডু
11. অ্যানি বেসান্ত হোমরুল আন্দোলন কোথায় সংগঠিত করেছিলেন ?
(A) দিল্লী (B) কলকাতা (C) মাদ্রাজ (D) মুম্বাই
12. আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন ?
(A) আব্দুল কালাম আজাদ (B) মহম্মদ আলি জিন্নাহ (C) দাদাভাই নৌরজি (D) সৈয়দ আহমেদ খান
13. ‘Political freedom is the life breath of a nation’ —কে বলেছিলেন ?
(A) বাল গঙ্গাধর তিলক (B) লালা লাজপত রায় (C) অরবিন্দ ঘোষ (D) অ্যানি বেসান্ত
14. কলকাতায় হলওয়েল সত্যাগ্রহের নেতৃত্বে কে ছিলেন ?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর (B) মুজাফফর আহমেদ (C) সুভাষচন্দ্র বসু (D) মহাত্মা গান্ধি
15. তেভাগা আন্দোলন কত সালে হয়েছিল ?
(A) 1921 সালে (B) 1946 সালে (C) 1945 সালে (D) 1943 সাল
16. কোন ভাইসরয় আন্দামানে আততায়ীর হাতে নিহত হন ?
(A) লর্ড মেয়ো (B) লর্ড লিটন (C) লর্ড হার্ডিঞ্জ (D) লর্ড লরেন্স
17. গান্ধি আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?
(A) 1929 সালে (B) 1930 সালে (C) 1931 সালে (D) 1932 সালে
18. অরবিন্দ ঘোষকে ‘স্বাদেশিকতার ধর্মগুরু’ আখ্যা দেন কে ?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর (B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (C) বিপিনচন্দ্র পাল (D) মহাত্মা গান্ধি
19. 1908 সালে মুসলিম লিগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন কে ?
(A) আগা খান (B) সৈয়দ আহমেদ (C) আহমেদ খান (D) মহম্মদ আলি
20. ‘বৈদিক যুগে ফেরো’ —কার স্লোগান ছিল ?
(A) দয়ানন্দ সরস্বতী (B) স্বামী বিদ্যানন্দ (C) মদনমোহন মালব্য (D) বালগঙ্গাধর তিলক
21. হলওয়েল মনুমেন্ট সত্যাগ্রহ কত সালে শুরু হয় ?
(A) 1930 সালে (B) 1932 সালে (C) 1940 সালে (D) 1934 সালে
22. কোন পত্রিকাটি নব্যবঙ্গ কর্তৃক প্রকাশিত হত ?
(A) ফ্রি ইন্ডিয়া (B) জ্ঞানান্বেষণ (C) সমাচার দর্পণ (D) সংবাদ কৌমুদি
23. জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন ?
(A) অশ্বিনীকুমার দত্ত (B) রাজনারায়ণ বসু (C) বিপিনচন্দ্র পাল (D) দ্বারকানাথ ঠাকুর
24. স্বরাজ্য পার্টি কোন সালে দ্বিতীয় বারের জন্য নির্বাচনে অংশগ্রহন করে ?
(A) 1923 সালে (B) 1924 সালে (C) 1925 সালে (D) 1926 সালে
25. ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে ?
(A) 1942 সালে (B) 1945 সালে (C)1946 সালে (D) 1947 সালে
26. কমিউনিস্ট পার্টি ভারতে প্রথম কোথায় স্থাপিত হয় ?
(A) নাগপুর (B) কানপুর (C) এলাহাবাদ (D) পুনে
27. মহারাষ্ট্রের সংস্কার আন্দোলনের জনক কাকে বলা হয় ?
(A) বালগঙ্গাধর তিলক (B) গোপালকৃষ্ণ গোখলে (C) গোপালহরি দেশমুখ (D) ফজলুল হক
28. সর্বভারতীয় মুসলিম লিগের লন্ডন শাখার প্রথম সভাপতি কে হয়েছিলেন ?
(A) ফজলুল হক (B) আমির আলি (C) মহম্মদ আলি জন্নাহ (D) মৌলানা আজাদ
29. কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতে প্রথম ডাকটিকিট চালু করেন ?
(A) লর্ড ডালহৌসি (B) লর্ড বেন্টিঙ্ক (C) লর্ড অকল্যান্ড (D) লর্ড ক্যানিং
30. 1922 সালে সারাবন্দি অভিযানের নেতৃত্ব কে দিয়েছিলেন ?
(A) সর্দার প্যাটেল (B) গোপালকৃষ্ণ গোখলে (C) রাজগুরু (D) কেশবচন্দ্র সেন
31. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল ?
(A) 1754 সালে (B) 1757 সালে (C) 1764 সালে (D) 1774 সালে
32. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
(A) লর্ড ক্যানিং (B) ওয়ারেন হেস্টিংস (C) লর্ড ক্লাইভ (D) লর্ড বেন্টিঙ্ক
33. ‘The songs of India’ গ্রন্থটি কার লেখা ?
(A) সুভাষচন্দ্র বসু (B) অ্যানি বেসান্ত (C) অরবিন্দ ঘোষ (D) সরোজিনী নাইডু
34. লর্ড ডালহৌসি কোন সালে ভারতের গভর্নর জেনারেল হন ?
(A) 1848 সালে (B) 1849 সালে (C) 1850 সালে (D) 1852 সালে
35. ‘আল হিলাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
(A) মৌলানা আজাদ (B) ফজলুল হক (C) সৌকত আলি (D) মহম্মদ আলি জিন্নাহ
36. বিধবা বিবাহ আইন প্রণয়নের জন্য কে প্রথম উদ্যোগ নিয়েছিলেন ?
(A) লর্ড বেন্টিঙ্ক (B) বিদ্যাসাগর (C) রামমোহন রায় (D) লর্ড ডালহৌসি
37. কার্লইল সার্কুলার কত সালে চালু হয়েছিল ?
(A) 1905 সালে (B) 1906 সালে (C) 1907 সালে (D) 1911 সালে
38. স্ব্ত্ববিলোপ নীতি কে চালু করেছিলেন ?
(A) লর্ড ডালহৌসি (B) লর্ড ক্যানিং (C) লর্ড কর্নওয়ালিস (D) লর্ড হেস্টিংস
39. আমিনি কমিশন কত সালে গঠিত হয়েছিল ?
(A) 1775 সালে (B) 1875 সালে (C) 1876 সালে (D) 1776 সালে
40. হিন্দু কলেজের বর্তমান নাম কি ?
(A) বেথুন কলেজ (B) ব্রেবোর্ন কলেজ (C) সুরেন্দ্রনাথ কলেজ (D) প্রেসিডেন্সি কলেজ
41. লর্ড ডালহৌসি কোন সালে ভারতের গভর্নর জেনারেল হন ?
(A) 1884 সালে (B) 1849 সালে (C) 1850 সালে (D) 1852 সালে
42. ‘আলহিলাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
(A) মৌলানা আজাদ (B) ফজলুল হক (C) আলি ভ্রাতৃদ্বয় (D) মহম্মদ আলি জিন্নাহ
43. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
(A) সরোজিনী নাইডু (B) নেলি সেনগুপ্ত (C) অ্যানি বেসান্ত (D) বিজয়লক্ষ্মী পন্ডিত
44. ইংরেজদের জুরি আইনের প্রতিবাদে কে জনমত গঠন করেন ?
(A) রামমোহন রায় (B) সুভাষচন্দ্র বসু (C) সুরেন্দ্রনাথ ব্যানার্জী (D) চিত্তরঞ্জন
45. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি কে ছিলেন ?
(A) উমেশচন্দ্র ব্যানার্জী (B )লর্ড ডাফরিন (C) দাদাভাই নৌরজি (D) অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম
46. শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন ?
(A) রামমোহন রায় (B) দয়ানন্দ সরস্বতী (C) কেশবচন্দ্র সেন (D) বিদ্যাসাগর
47. ভবানী পাঠক কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন ?
(A) সন্ন্যাসী বিদ্রোহ (B) ফকির বিদ্রোহ (C) নীল বিদ্রোহ (D) ফরাজি আন্দোলন
48. অকালি আন্দোলন কোথায় শুরু হয়েছিলেন ?
(A) মহারাষ্ট্র (B) উত্তরপ্রদেশ (C) বাংলাদেশ (D) পাঞ্জাব
49. অনুশীলন সমিতি কত সালে স্থাপিত হয় ?
(A) 1900 সালে (B)1902 সালে (C) 1906 সালে (D) 1908 সালে
50. স্বাধীনতা লাভের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
(A) জওহরলাল নেহেরু (B) মতিলাল নেহেরু (C) জে বি কৃপালিনী (D) মহাত্মা গান্ধীজী
51. হাতিগুম্ফা লিপি কার সময়ের ?
(A) কলিঙ্গরাজ খারবেলের (B) চালুক্যরাজ ২য় পুলকেশীর (C) রাষ্ট্রকুটরাজ দ্রুব-এর (D) থানেশ্বর রাজ হর্ষবর্ধনের
52. নাসিক লিপি কার ?
(A) গুপ্তসম্রাট সমুদ্রগুপ্তের (B) মহামতি অশোকের (C) চালুক্যরাজ ২য় পুলকেশীর (D) সাতবাহনরাজ সাতকর্ণীর
53. হরিষেণ রচিত এলাহাবাদ স্তম্ভলিপিতে কার কথা বলা হয়েছে ?
(A) সুমুদ্রগুপ্তের কথা (B) তৃতীয় কৃষ্ণের কথা (C) রাজরাজ চোলের কথা (D) অশোকের কথা কথা
54. রবিকী্তি প্রণীত 'আইহোল প্রশস্তি' থেকে কার কৃতিত্বের কথা জানা যায় ?
(A) তৃতীয় গোবিন্দের (B) রাজেন্দ্র চোলদেবের (C) প্রথম মহেন্দ্রবর্মনের (D) দ্বিতীয় পুলকেশীর
55. চীনে ও তিব্বতে বৌদ্ধ ধর্ম কারা প্রচার করেন ?
(A) কাশ্যপ মাতন্ড ও অতিশ (B) দিীপঙ্কর-শ্রীজ্ঞান (C) নাগার্জুন (D) অশোক
56. বৈচিতের মধ্যে ঐক্য – বিবিধ বৈষমের মধ্যে ভারতের ঐক্যবোধ এ কথা কে বলেছিলেন ?
(A) যদুনাথ সরকার (B) ভিনসেন্ট স্মিথ (C) বার্নিয়ে (D) জন মার্শাল
57. অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত ?
(A) দেবনাগরী (B) ব্রাহ্মী ও খরোষ্টি (C) সংস্কৃত (D) পালি
58. পুরাণ কয়টি ?
(A) ২০টি (B) ১৪টি (C) ১৬টি (D) ১৮টি
59. ‘হর্ষচরিত’ কার রচনা ?
(A) হর্ষবর্ধন (B) অশ্বঘোষ (C) বাণভট্ট (D) হরিষেণ
60. ‘রামচরিত’ এর রচয়িতা কে ?
(A) সন্ধাকর নন্দী (B) শুভাকর গুপ্ত (C) অনিরুদ্ধ (D) জয়দেব
61. ‘রাজতরঙ্গিনী’ –র রচিয়তা কে ?
(A) উমাপতি ধর (B) ধোয়ী (C) কলহন (D) বিলহন
62. গিরিনগর শিলালিপি কার সহিত সংযুক্ত ?
(A) মহাক্ষত্রপ রুদ্রদমনের (B) চন্দ্রগুপ্ত মৌর্যের (C) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের (D) গৌতমীপুত্র সাতকর্ণীর
63. গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত ?
(A) দেবপাল (B) শশাঙ্ক (C) লক্ষ্মন সেন (D) হর্ষবর্ধন
64. তাম্রলিপি কার সঙ্গে সম্পর্কিত ?
(A) কণিষ্ক (B) হর্ষবর্ধন (C) বল্লাল সেন (D) এদের কেউ নন
65. খলিমপুর লিপি কার সময়কার ?
(A) ধর্মপাল (B) গোপাল (C) দেবপাল (D) মহীপাল
66. ‘তারিখ-ই-আলাই’ -এর রচয়িতা কে ?
(A) আমীর খসরু (B) হাসান-উন-নিজামী (C) জিয়াউদ্দিন বরণী (D) শামস-ই-মিরাজ
67. ‘তাজ-উল-মাসির’ -কে রচনা করেন ?
(A) পায়েজ (B) ইয়াহিয়া-বিন-আহম্মদ (C) হাসান নিজামী (D) শামস-ই-সিরাজ
68 ‘তারিখ-ই-ফিরোজশাহি’ -এর লেখক কে ?
(A) জিয়াসউদ্দিন বরণী (B) ফিরোজশাহ্ তুঘলক (C) মিনহাজউদ্দিন সিরাজ (D) অলবিরুনী
69. মন্তাখাব-ই-তারিখ-ই -এর রচয়িতা কে ?
(A) অলবিরুনী (B) হাসান নিজামী (C) বদাউনী (D) এদের কেউ নয়
70. ‘নান্দিক কলম্বকম্’ কী সম্পকিত রচনা ?
(A) পশ্চিম ভারতের ইতিহাস (B) কন্নড় ইতিহাস (C) দক্ষিণ ভারতের তামিল ইতিহাস (D) তামিল সাহিত্য
71. ‘ইন্ডিকা’ গ্রন্থটি কে রচনা করেছেন ?
(A) অলবিরুনী (B) মেগাস্থিনিস (C) বৈভার্নিয়ে (D) টমাস রো
72. ‘তককিক্-ই-হিন্দ’ কার রচনা ?
(A) অলবিরুনী (B) আবুল ফজল (C) আমির খসরু (D) বদাউনী
73. ‘ফুতুয়াৎ-ই-ফিরোজশাহী’ নামক আত্মচরিতটির রচয়িতা কে ?
(A) মহম্মদ বিন তুঘলক (B) ফিরোজ শাহ্ তুঘলক (C) গিয়াসউদ্দিন বলবন (D) শাহজাহান
74. ‘তবকৎ-ই-নাসিরী’ -এর রচয়িতা কে ?
(A) বিলহন (B) নাসিরুদ্দিন (C) জালালউদ্দিন (D) মিনহাজউদ্দিন সিরাজ
75. ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা ?
(A) তারিখ-ই-ফিরোজ শাহী (B) রাহেলা (C) কিরাম-উস-মাদাইন (D) শফর নামা
76. ‘তারিখ-ই-বাংলা’ কার রচনা ?
(A) সলিমউল্লাহ (B) মুইনউদ্দিন চিশতি (C) ইব্রাহিম কায়ুম ফারুকী (D) এদের কেউ নয়
77. ‘রিয়াজ-উক্ষ্-সালাতিন’ গ্রন্থটি কে রচনা করেন ?
(A) আব্দুল হামিদ লাহেরী (B) ইবন বতুতা (C) মুইনউদ্দিন চিশতি (D) গুলাম হুসেন
78. সিয়ার-উল-মুতাক্ষরীণ -এর রচয়িতা কে ?
(A) ইব্রাহিম কায়ুম ফারুকী (B) আমীর খসরু (C) মোবারক খলজী (D) গুলম হুসেন তবাৎবাই
79. ‘ব্রিটিশ ভারতের ইতিহাস’ কে লিখেছেন ?
(A) দাদাভাই নওরোজী (B) জেমস মিল (C) চার্লস গ্রান্ট (D) সুভাষচন্দ্র বসু
80. ‘মারাঠা জাতির ইতিহাস’ -কার রচনা ?
(A) বালগঙ্গাধর তিলক (B) সরোজিনী নাইডু (C) গ্রান্ট ডাফ (D) আলেকজাণ্ডার
81. ‘আইন-ই-আকবরি’ কার রচনা ?
(A) ফৈজী (B) আবুল ফজল (C) ফিরিশতা (D) বদাউনী
82. ‘হুমায়ূণ নামা’ কার রচনা ?
(A) হুমায়ন (B) নিজামুদ্দিন আহম্মদ বখশী (C) গুলবদন বেগম (D) এরা কেউ নয়
83. ‘তুজুক-ই-জাহাঙ্গীরি’ -এর বিষয়বস্তু কী ?
(A)জাহাঙ্গীরের জীবনী (B) জাহাঙ্গীরের বিখ্যাত স্মৄতিস্তম্ভ (C) জাহাঙ্গীরের জীবনস্মৄতি (D) জাহাঙ্গীরের শাসনব্যবস্থা
84. ‘পাদশাহ-নামা’ -এর রচয়িতা কে ?
(A) গুলবদন বেগম (B) শাহজাহান (C) আব্দুল হামিদ লাহোরী (D) ফৈজী
85. ইবন বতুতা কার সময়ে ভারতে আসেন ?
(A) মহন্মদ বিন তুঘলক (B) গিয়াউদ্দিন তুঘলক (C) জাহাঙ্গীর (D) শাহাজান
86. সিন্ধু-সভ্যতার বাড়িগুলি কী দিয়ে তৈরি ?
(A) পোড়া মাটির ইট (B) মাটি (C) কাঠ (D) পাথর
87. সিন্ধু-সভ্যতাবাসীদের কোন জন্তু অজ্ঞাত ছিল ?
(A) গরু (B) মোষ (C) কুকুর (D) ঘোড়া
88. সিন্ধু-সভ্যতার সঙ্গে অপরাপর কোন সভ্যতার বাণিজ্যিক লেনদেন ছিল ?
(A) ব্যাবিলনীয় সভ্যতার (B) চীন সভ্যতার (C) সুমেরু ও মেসোপটেমিয়া সভ্যতার (D) রোমান সভ্যতার
89. সিন্ধু-সভ্যতাবাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না ?
(A) সোনা (B) তামা (C) লোহা (D) রুপা
90. সিন্ধু-অধিবাসীরা কীসের পূজা করত ?
(A) শক্তিপূজা বা মাতৃপূজা (B) প্রকৃতি পূজা (C) ব্যাক্তি পূজা (D) কোনোটাই নয়
91. ‘শিখ জাতির ইতিহাস’ কার রচনা ?
(A) রঞ্জিত সিং (B) লালা লাজপত রায় (C) লর্ড ক্যানিং (D) ক্যানিংহাম
92. মহেঞ্জোদড়ো স্থানটি কোথায় অবস্থিত ?
(A) সিন্ধুপ্রদেশের লারকানা জেলায় (B) লাহোর (C) পাঞ্জাবের মন্টগোমারি (D) লোথাল
93. সিন্ধু স্যভাতা কত বছর আগের ?
(A) খ্রিঃ পূঃ ৩৫০০০ বছর (B) খ্রিঃ পূঃ ৪০০০ বছর (C) খ্রিঃ পূঃ ৬০০০ বছর (D) খ্রিঃ পূঃ ৩০০০ বছর
94. ‘মৃতের স্তূপ’-এর অর্থটির সঙ্গে যে প্রাচীন সভ্যতাটির নাম জড়িত (মহেঞ্জোদড়া) তার খননকার্য কে চালিয়েছিলেন ?
(A) দয়ারাম সাহানী (B) রাখালদাস বন্দ্যোপাধ্যায় (C) ভিনসেন্ট স্মিথ (D) এরা কেউ নয়
95. মহেঞ্জোদড়োতে শীলমোহরে খোদাই করা কোন দেবতার মূর্তি পাওয়া গেছে ?
(A) বিষ্ণুর আদি মূর্তি (B) ব্রহ্মার মূখ (C) শিবের আদি মূর্তি (D) দেবী মূর্তি
96. সিন্ধু সভ্যতার পর ভারতে কোন সভ্যতার বিকাশ হয় ?
(A) হরপ্পা সভ্যতা (B) আর্য বা বৈদিক সভ্যতা (C) তাম্র সভ্যতা (D) পরবর্তী বৈদিক সভ্যতা
97. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
(A) বেদ (B) পুরাণ (C) ভাগবত (D) মহাকাব্য
98. বেদের অপর নাম কী ?
(A) সাম (B) ঋক্ (C) শ্রুতি (D) স্মৃতি
99. সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা ?
(A) গ্রাম ভিত্তিক (B) লৌহ (C) তাম্র (D) কোনটাই নয়
100. বৈদিক দেবতা ইন্দ্রের অপর নাম কী ?
(A) বরুণ (B) মার্তণ্ড (C) পুরন্দব (D) কোনোটাই নয়
***
- 13607 views