বিশ্বের সেরা চলচ্চিত্র সম্মান অনুষ্ঠান Oscars 2020 লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে 9 ফেব্রুয়ারি 2020 তারিখে অনুষ্ঠিত হয়েছে । একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক উপস্থাপিত এই অনুষ্ঠানে সর্বমোট 24 টি বিষয়শ্রেণীতে একাডেমি পুরস্কার (সাধারণভাবে অস্কার হিসাবে প্রচলিত) প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠানটি লিনেট হাওয়েল টেইলর এবং স্টেফানি অ্যালেনের প্রযোজনায় এবং গ্লেন উইসের পরিচালনায় সম্পন্ন হয়েছে ।
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র প্যারাসাইট চারটি অস্কার পুরষ্কারে জয়লাভ করে বিগত বছরের সর্বোচ্চ পুরস্কারজয়ী চলচ্চিত্রে পরিণত হয়েছে । চলচিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কার জয়ের পাশাপাশি প্রথম অ ইংলিশ চলচ্চিত্র হিসেবে এমন কীর্তি অর্জন করেছে।
বিজয়ীদের নাম
S/L | বিষয়শ্রেণী | বিজয়ী |
1 | শ্রেষ্ঠ চলচ্চিত্র | প্যারাসাইট – কোয়াক সিন-এ ও বং জুন-হো |
2 | শ্রেষ্ঠ পরিচালক | বং জুন-হো – প্যারাসাইট |
3 | শ্রেষ্ঠ অভিনেতা | হোয়াকিন ফিনিক্স – জোকার (চরিত্র: আর্থার ফ্লেক / জোকার) |
4 | শ্রেষ্ঠ অভিনেত্রী | রানে জেলওয়েগার – জুডি (চরিত্র: জুডি গারল্যান্ড) |
5 | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | ব্র্যাড পিট – ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড (চরিত্র: ক্লিফ বুথ) |
6 | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | লরা ডার্ন – ম্যারিজ স্টোরি (চরিত্র: নোরা ফ্যানশ) |
7 | শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য | প্যারাসাইট – বং জুন-হো ও হান জিন-উন |
8 | শ্রেষ্ঠ গৃহীত চিত্রনাট্য | জোজো র্যাবিট – তাইকা ওয়াইতিতি (ক্রিস্টাইন লিনেন্সের ক্যাজিং স্কাইসের ওপর নির্মিত) |
9 | শ্রেষ্ঠ অ্যানিমেশন চলচ্চিত্র | টয় স্টোরি 4 (Toy Story 4) |
10 | শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | প্যারাসাইট (কোরিয় ভাষা) |
11 | শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে একাডেমি পুরস্কার | চলচ্চিত্র: আমেরিকান ফ্যাক্টরি --- স্টিভেন বোগনার, জুলিয়া রিচার্ট এবং জেফ রেচার্ট |
12 | শ্রেষ্ঠ ডকুমেন্টারি - শর্ট থিম | চলচ্চিত্র: লার্নিং টু স্কটবোর্ড ইন আ ওয়ারজোন --- ক্যারল ডাইসিঞ্জার এবং এলিনা আন্দ্রেশেভা |
13 | শ্রেষ্ঠ শর্ট ফিল্ম - লাইভ অ্যাকশন | চলচ্চিত্র: দ্যা নেইবার্স' উইন্ডো – মার্শাল কারি |
14 | শ্রেষ্ঠ শর্ট ফিল্ম - অ্যানিমেটেড | চলচ্চিত্র: হেয়ার লাভ -- ম্যাথু এ চেরি এবং ক্যারেন রুপার্ট টলিভার |
15 | শ্রেষ্ঠ মৌলিক সুর | চলচ্চিত্র: জোকার, -- হিলডুর গুনাডাটিটিয়ার |
16 | শ্রেষ্ঠ মৌলিক গান | চলচ্চিত্র: রকেটম্যান , গান: (I'm Gonna) Love Me Again, সংগীত: এলটন জন, লিরিক্স: বার্নি তৌপিন |
17 | শ্রেষ্ঠ শব্দ সম্পাদনা | চলচ্চিত্র: ফোর্ড ভি ফেরারি, --ডোনাল্ড সিলভেস্টার |
18 | শ্রেষ্ঠ শব্দ মিক্সিং | চলচ্চিত্র: নাইনটিন সেভেনটিন, মার্ক টেলর (সাউন্ড ইঞ্জিনিয়ার) , স্টুয়ার্ট উইলসন (সাউন্ড ইঞ্জিনিয়ার) |
19 | শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন | চলচ্চিত্র: ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড, প্রোডাকশন ডিজাইনার: বারবারা লিঙ, সেট সজ্জা: ন্যানসি হাই |
20 | শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি | চলচ্চিত্র: নাইনটিন সেভেনটিন, চিত্রগ্রাহক: রজার ডেকিন্স |
21 | শ্রেষ্ঠ মেকআপ এবং চুলের স্টাইলিং | চলচ্চিত্র: বোম্বশেল, --- কাজু হিরো, অ্যান মরগান এবং ভিভিয়ান বাকের |
22 | শ্রেষ্ঠ পোশাক ডিজাইন | চলচ্চিত্র: লিটল উইমেন পোশাক ডিজাইনার: জ্যাকলিন দুরান |
23 | শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা | চলচ্চিত্র: ফোর্ড ভি ফেরারি, --- অ্যান্ড্রু বাকল্যান্ড এবং মাইকেল ম্যাকক্কার |
24 | শ্রেষ্ঠ ভিজ্যুয়াল এফেক্ট | চলচ্চিত্র: নাইনটিন সেভেনটিন, গিলিয়াম রোচারন, গ্রেগ বাটলার (ভিজ্যুয়াল এফেক্টস সুপারভাইজার) এবং ডমিনিক টুওহী |