ছোটো প্রশ্ন ও উত্তর : পদার্থের গঠন

Submitted by arpita pramanik on Fri, 12/07/2018 - 16:41

পদার্থের গঠন

ছোটো প্রশ্ন ও উত্তর

 

1. পদার্থের কয়টি অবস্থা ও কি কি ?

2. গলন কাকে বলে ?

3. স্ফুটন কাকে বলে ?

4. উর্ধ্বপাতন কাকে বলে ?

5. দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি পদার্থের উদাহরণ দাও যা উর্ধ্বপাতিত হয় ?

6. কোনো কঠিনকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থায় পাওয়া যাচ্ছে না, এমন দুটি পদার্থে‌র উদাহরণ দাও৷

7. প্লাজমা দশা কোথায় পাওয়া যায় ?

8. পদার্থের চতুর্থ অবস্থা কে কি বলে ?

9. সূর্যের কেন্দ্রের আনুমানিক উষ্ণতা কত ?

10. পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থার মধ্যে কোনটিতে অনুগুলির সবচেয়ে সবচেয়ে বিশৃংখল থাকে ?

 

 

 

Comments

Related Items

বহুরূপতা

বহুরূপতা

অনুজীবের বৈচিত্র

অনুজীবের বৈচিত্র

জীব জগতের সঙ্গে আন্তঃসম্পর্ক : পরজীবী, মিথোজীবী ও মৃতজীবী

জীব জগতের সঙ্গে আন্তঃসম্পর্ক : পরজীবী, মিথোজীবী ও মৃতজীবী

মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন

মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন

 

1. কৃষি বিজ্ঞান কাকে বলে

2. শস্য বা ফসল কাকে বলে

3. ধুন্দল জাতীয় দুটি ফসলের নাম লেখ

4. তন্তু ও ডাল জাতীয় দুটি ফসলের উদাহরণ দাও

5. তৈলবীজ পাওয়া যায় এমন দুটি ফসলের নাম লেখ

মানবজীবনে ও পরিবেশে ধাতু ও অধাতুর ব্যবহার

মানবজীবনে ও পরিবেশে ধাতু ও অধাতুর ব্যবহার