প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বন এর অবস্থান
1.জৈব অণু তৈরিতে কোন মৌল অপরিহার্য ?
2. মানবদেহের মোট ভর এর প্রায় কত ভাগ কার্বন ?
3. সালোকসংশ্লেষে উদ্ভিদ কি জাতীয় খাদ্য তৈরি করে ?
4. জীব দেহ গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় কোন উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন মৌল দ্বারা গঠিত ?
5. কার্বনের যোজ্যতা কত ?
6. প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোন কার্বন ঘটিত জৈব যৌগ ?
7. কার্বনযুক্ত একটি ধাতু আকরিক এর উদাহরণ দাও
8. পরিবেশ ও জীবদেহের মধ্যে কার্বনের চক্রাকার আবর্তনকে কি বলা হয় ?
9. স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কি দিয়ে তৈরি ?
10. কোন প্রকারের ব্যাকটেরিয়া কার্বন মনোক্সাইডকে জৈব যৌগে রূপান্তরিত করতে পারে ?
11. স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কোথায় দেখতে পাওয়া যায় ?
12. পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে কার্বন কিরূপে থাকে ?
13. কার্বন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে ?
14. কোন কোন প্রাকৃতিক ঘটনার মাধ্যমে CO2 - রূপে পরিবেশে কার্বনের সংযোজন ঘটে ?
15. জৈব গ্যাস বলতে মূলত কোন গ্যাস বোঝায় ?
16. জৈব যৌগ গঠনের P,O,S,C এই মৌল গুলির মধ্যে কোনটি অপরিহার্য ?
- 1797 views