প্রেমেন্দ্র মিত্র

Submitted by tushar pramanick on Sun, 09/14/2014 - 11:56

প্রেমেন্দ্র মিত্র

জন্ম: 1904  - মৃত্যু: 3 মে, 1988

প্রেমেন্দ্র মিত্র একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক। তাঁর সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় চরিত্র ঘনাদা। প্রেমেন্দ্র মিত্র প্রথম বাঙালি সাহিত্যিক যিনি নিয়মিত কল্পবিজ্ঞান বা বিজ্ঞান-ভিত্তিক গল্প-উপন্যাস রচনায় মনোনিবেশ করেন।

 

    ছোটোগল্প:

"কালাপানির অতলে",

"দুঃস্বপ্নের দ্বীপ",

"যুদ্ধ কেন থামল",

"মানুষের প্রতিদ্বন্দ্বী",

"হিমালয়ের চূড়ায়",

"আকাশের আতঙ্ক",

"অবিশ্বাস্য",

"লাইট হাউসে",

"পৃথিবীর শত্রু",

"মহাকাশের অতিথি",

"শমনের রং সাদা"।

বড়ো গল্প ও উপন্যাস:

পিঁপড়ে পুরাণ,

পাতালে পাঁচ বছর,

ময়দানবের দ্বীপ,

শুক্রে যারা গিয়েছিল,

মনুদ্বাদশ,

সূর্য যেখানে নীল।

 

 

 

Comments

Related Items

সত্যজিৎ রায়

সত্যজিৎ রায় বিংশ শতাব্দীর একজন অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা । কলকাতা শহরে সাহিত্য ও শিল্পের জগতে খ্যাতনামা এক বাঙালি পরিবারে তাঁর জন্ম হয়।

অমিয় চক্রবর্তী

অমিয় চক্রবর্তী

জন্ম: এপ্রিল ১০, ১৯০১ - মৃত্যু: ১৯৮৭

 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। উপন্যাসের মধ্যে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রমথ চৌধুরী

প্রমথ চৌধুরী বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন এবং তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক।

মহাশ্বেতা দেবী

মহাশ্বেতা দেবী

১৪ জানুয়ারি, ১৯২৬ – ২৮ জুলাই, ২০১৬