সুনীল গঙ্গোপাধ্যায়

Submitted by tushar pramanick on Sat, 09/13/2014 - 12:07

সুনীল গঙ্গোপাধ্যায়

7 সেপ্টেম্বর 1934 - 23 অক্টোবর 2012

সুনীল গঙ্গোপাধ্যায় বিংশ শতকের শেষার্ধে আবিভূর্ত একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। বাঙলাভাষী এই সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামনিস্ট হিসাবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। সুনীল গঙ্গোপাধ্যায় "নীললোহিত", "সনাতন পাঠক" ও "নীল উপাধ্যায়" ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন। 2002 সালে সুনীল গঙ্গোপাধ্যায় কলকাতা শহরের শেরিফ নির্বাচিত হয়েছিলেন। 1972 ও 1989 খ্রিষ্টাব্দে আনন্দ পুরস্কার এবং 1985 খ্রিষ্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হন তিনি।

 

উপন্যাস
    পূর্ব-পশ্চিম
    সেই সময়
    প্রথম আলো
    একা এবং কয়েকজন

    আত্মপ্রকাশ
    অরণ্যের দিনরাত্রি
    সরল সত্য
    তুমি কে?
    জীবন যেরকম
    কালো রাস্তা সাদা বাড়ি
    অর্জুন
    কবি ও নর্তকী
    স্বর্গের নিচে মানুষ
    আমিই সে
    একা এবং কয়েকজন
    সংসারে এক সন্ন্যাসী
    রাধাকৃষ্ণ
    কনকলতা
    সময়ের স্রোতে
    মেঘ বৃষ্টি আলো
    প্রকাশ্য দিবালোকে
    দর্পনে কার মুখ
    গভীর গোপন
    কেন্দ্রবিন্দু
    ব্যক্তিগত
    বন্ধুবান্ধব
    রক্তমাংস
    দুই নারী
    স্বপ্ন লজ্জাহীন
    আকাশ দস্যু
    তাজমহলে এক কাপ চা
    ধূলিবসন
    অমৃতের পুত্রকন্যা

Comments

Related Items

মতি নন্দী

মতি নন্দী

জন্ম: 10 জুলাই 1931 - মৃত্যু: 3 জানুয়ারি 2010

মতি নন্দী ছিলেন একজন বাঙালি ক্রীড়া সাংবাদিক এবং উপন্যাসিক ও শিশু সাহিত্যিক। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেছেন। তাঁর বিখ্যাত উপন্যাস 'কোনি'।

 

উপন্যাস

প্রেমেন্দ্র মিত্র

প্রেমেন্দ্র মিত্র

জন্ম: 1904  - মৃত্যু: 3 মে, 1988

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

জন্মঃ ২ নভেম্বর ১৯৩৫

লীলা মজুমদার

লীলা মজুমদার

ফেব্রুয়ারি ২৬, ১৯০৮ - এপ্রিল ৫, ২০০৭

সুকুমার রায়

সুকুমার রায়

Sukumar Ray

1887-1923