প্রেমেন্দ্র মিত্র
জন্ম: 1904 - মৃত্যু: 3 মে, 1988
প্রেমেন্দ্র মিত্র একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক। তাঁর সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় চরিত্র ঘনাদা। প্রেমেন্দ্র মিত্র প্রথম বাঙালি সাহিত্যিক যিনি নিয়মিত কল্পবিজ্ঞান বা বিজ্ঞান-ভিত্তিক গল্প-উপন্যাস রচনায় মনোনিবেশ করেন।
ছোটোগল্প:
"কালাপানির অতলে",
"দুঃস্বপ্নের দ্বীপ",
"যুদ্ধ কেন থামল",
"মানুষের প্রতিদ্বন্দ্বী",
"হিমালয়ের চূড়ায়",
"আকাশের আতঙ্ক",
"অবিশ্বাস্য",
"লাইট হাউসে",
"পৃথিবীর শত্রু",
"মহাকাশের অতিথি",
"শমনের রং সাদা"।
বড়ো গল্প ও উপন্যাস:
পিঁপড়ে পুরাণ,
পাতালে পাঁচ বছর,
ময়দানবের দ্বীপ,
শুক্রে যারা গিয়েছিল,
মনুদ্বাদশ,
সূর্য যেখানে নীল।