শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Submitted by tushar pramanick on Sun, 08/17/2014 - 20:45

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

জন্মঃ ২ নভেম্বর ১৯৩৫

শীর্ষেন্দু মুখোপাধ্যায়  একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক, ফটিক নামক কাল্পনিক চরিত্রটি তার সৃষ্টি।  শিশু ও বড়ো জন্য তিনি অনেক গল্প ও উপন্যাস লিখেছেন তাঁর সাহিত্য কর্মের জন্য তিনি বিদ্যাসাগর পুরস্কার (১৯৮৫) - শিশুসাহিত্যে অবদানের জন্য, আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০), সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৮)- মানবজমিন উপন্যাসের জন্য, বঙ্গবিভূষণ (২০১২) এ ভূষিত হন

ছোটদের জন্য

    পাতালঘর
    কুঞ্জপুকুরের কান্ড
    দুধসায়রের দ্বীপ
    পটাশগড়ের জঙ্গলে
    ঝিলের ধারে বাড়ি
    সোনার মেডেল
    অদ্ভুতুড়ে
    মনোজদের অদ্ভুত বাড়ি
    বিপিনবাবুর বিপদ
    নৃসিংহ রহস্য
    বক্সার রতন
    গজাননের কৌটো
    গোঁসাই বাগানের ভূত
    গৌরের কবচ
    চক্রপুরের চক্করে
    নবাবগঞ্জের আগন্তুক
    নবীগঞ্জের দৈত্য
    পাগলা সাহেবের কবর
    বনি
    ভূতুরে ঘড়ি
    ষোলো নম্বর ফটিক ঘোষ
    হিরের আংটি
    হেতমগড়ের গুপ্তধন
    ঝিকরগাছার ঝঞ্ঝাট
    সাধু বাবার লাঠি
    হারানো কাকাতুয়া
    উঁহু
    অঘোরগঞ্জের ঘোরালো ব্যাপার
    ময়নাগড়ের বৃত্তান্ত
    হাবু ভুঁইমালির পুতুল
    গোলমেলে লোক
    মদন তপাদারের বাক্স
    ভোলু যখন রাজা হল
    সর্বনেশে ভুল অঙ্ক
    নন্দীবাড়ির শাঁখ

 

বড়ো জন্য

    যাও পাখি
    উজান
    কাগজের বউ
    কীট
    ক্ষয়
    চুরি
    চোখ
    জাল
    দিন যায়
    দূরবীন
    পারাপার
    ফুলচোর
    বিকেলের মৃত্যু
    মানবজমিন
    ঘুণ পোকা
    আশ্চর্য ভ্রমণ
    রঙীন সাঁকো
    পাপ
    তিন হাজার দুই
    নয়নশ্যামা
    হৃদয়বৃত্তান্ত
    নানা রঙের আলো
    গয়নার বাক্স
    অসুখের পরে
    গতি
    প্রজাপতির মৃত্যু ও পুর্নজন্ম
    দ্বিতীয় সত্তার সন্ধানে
    আদম ইভ ও অন্ধকার
    নিচের লোক উপরের লোক
    টানাপোড়েন
    ক্রীড়াভূমি
    সম্পত্তি
    তিথি
    পার্থিব
    চক্র
    আলোয় ছায়ায়
    আলোর গল্প ছায়ার গল্প
    ঋণ
    কাপুরুষ
    কালো বেড়াল সাদা বেড়াল
    গুহামানব
    দ্বিচারিনী
    নীলু হাজরার হত্যা রহস্য
    পিদিমের আলো
    ফজল আলি আসছে
    মাধব ও তার পারিপার্শ্বিক
    লাল নীল মানুষ
    শ্যাওলা
    শিউলির গন্ধ
    সাঁতারু ও জলকন্যা
    সিঁড়ি ভেঙে ভেঙে
    ছায়াময়
    দৃশ্যাবলী
    বোধন ও বিসর্জন
    এই সব পাপটাপ
    হাটবার
    চেনা অচেনা
    যুগলবন্দী
    সেই আমি
    বাসস্টপে কেউ নেই
    কাছের মানুষ
    হরিপুরের হরেককান্ড
    বাঙালের আমেরিকা দর্শন
    একাদশীর ভূত
    ওয়ারিশ
    চারদিক
    গোলমাল
    আক্রান্ত
    ফেরীঘাট
    মাধুর জন্য
    জোড়বিজোড়
    বড়সাহেব
    নেকলেস
    নরনারী কথা
    খুদকুঁড়ো

Comments

Related Items

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(জুন ২৬, ১৮৩৮- এপ্রিল ৮, ১৮৯৪)

শিবরাম চক্রবর্তী

শিবরাম চক্রবর্তী প্রখ্যাত বাঙালি লেখক। কবিতা-রচনা দিয়ে সাহিত্য-জীবনের শুরু। প্রবন্ধ, নাটক এবং তুলনাহীন অজস্র হাসির গল্প লিখেছেন ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১)

বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন।

Chronological List of Famous Bengali Personalities

Timeline of Famous Bengali Personalities

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ - ১৬ জানুয়ারি ১৯৩৮) হলেন একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক। তার সাহিত্যকর্মের জন্যে পাঠকের কাছে তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে কথিত হন।