Madhyamik -2013 Physical Science (Ben ver)

Submitted by administrator on Thu, 05/02/2013 - 08:24

                                                                 2013

                                                   PHYSICAL SCIENCE

                                                     (Bifurcated Syllabus)

                                    (For Regular and External Candidates)

Time : 3 Hours 15 Minutes                                              Full Marks : 90 (for Regular Candidates)

                                                              : 100 (for External Candidates) 

 (First fifteen minutes for reading the question paper)

                        Special credit will be given for answers which are brief and to the point.

                    Marks will be deducted for spelling mistakes , untidiness and bad handwriting. 

                                                        ( দ্বিভাজিত পাঠ্যসূচী )

 'ক' বিভাগের উত্তর দেওয়া আবশ্যিক । 'খ' বিভাগ থেকে অন্তত দুটি এবং 'গ' ও 'ঘ'  বিভাগের প্রত্যেকটি থেকে অন্তত তিনটি করে প্রশ্ন নিয়ে এই তিনটি বিভাগ থেকে মোট দশটি প্রশ্নের উত্তর দাও ।

                  এছাড়া কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের 'ঙ' বিভাগের প্রশ্নটির উত্তর দিতে হবে ।

                                   প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে ।

                                                      'ক' বিভাগ

1.  যে কোনো দশটি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।       1x10

1.1   কোনো মৌলের পরমাণুতে উপস্থিত নিউট্রন ও প্রোটন সংখ্যার যোগফলকে প্রকাশ করতে কোন পদ ব্যবহার করা হয়  ?

1.2   তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান কত  ?

1.3   STP -তে  2.24 লিটার CO2 এর ভর কত গ্রাম  ?  (C = 12, O = 16)

1.4   [tex]{}_6^{12}C[/tex] ও [tex]{}_6^{13}C[/tex] এর মধ্যে কোন কণার সংখ্যা ভিন্ন  ?

1.5   তাপ গ্রাহিতার SI একক কী   ?

1.6   উত্তল লেন্সকে বিবর্ধক কাচ রূপে ব্যবহারের ক্ষেত্রে বস্তুর অবস্থান লেন্সের সাপেক্ষে কোথায় হবে  ?

1.7   অ্যামিটারের ব্যবহার উল্লেখ করো ।

1.8   ß -রশ্মি কোন কণার স্রোত  ?

1.9   মেন্ডেলিফের পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা কটি মৌল বেশি আছে  ?

1.10  সোডিয়াম নাইট্রেট থেকে নাইট্রিক অ্যাসিডের পরীক্ষাগার প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়  ?

1.11  কার্বন হাইড্রোজেনের সঙ্গে কোন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে মিথেন উত্পন্ন করে  ?

1.12  কোন ধাতুটি পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতু সংকরেই উপস্থিত  ?

1.13  তিনটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইনের আণবিক সংকেত লেখো  ।

                                                                           'খ' বিভাগ

2.1  ডালটন -এর পরমাণুবাদের তিনটি স্বীকার্য লেখো  ।    3

2.2  পরমাণুর একক কী ? নিউক্লিয় বল কাকে বলে  ?    3

2.3  গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি বিবৃত করো  ।       2

3.1  [tex]{}_{19}^{39}K[/tex] ও [tex]{}_{17}^{37}Cl[/tex] যদি যথাক্রমে K+ and CI- গঠন করে তবে আয়ন দুটির মধ্যে কোন দুটি কণার সংখ্যা সমান থাকে  ?     2

3.2  বয়েল ও চার্লস সূত্রের সমন্বয়ে গঠিত সমীকরণটি লেখো । এই সমীকরণে ব্যবহৃত চিহ্নগুলি কী কী নির্দেশ করে  ?     4

3.3  0°C তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয় । গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত হব  ?     2

4.1.1  প্রমাণ চাপ কাকে বলে  ?

4.1.2  কেলভিন স্কেল কী  ?    2+2

4.2  গ্যাসের অণুর গতির উপর তাপমাত্রা বৃদ্ধি ও হ্রাসের প্রভাব কী  ?     2

4.3  নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উল্লেখ করতে তার চাপ ও তাপমাত্রা নির্দশ করতে হয় কেন ?     2

5.1 মোলের সংজ্ঞা দাও ।      2

5.2  অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে  ?  এর মান কত  ?      2+1

5.3  32.7 গ্রাম জিঙ্ক অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উত্পন্ন করবে  ?  (Zn=65.4,  H = 1)     3

                                                                               'গ' বিভাগ

6.1  তাপ ও তাপমাত্রার মধ্যে তিনটি পার্থক্য লেখো  ।     3

6.2  কোনো বস্তু কর্তৃক গৃহিত বা বর্জিত তাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে  ?     3

6.3  কোনো বস্তুর জলসম কাকে বলে ?     2

7.1  থার্মোমিটারের প্রাথমিক অন্তর কাকে বলে  ?      2

7.2  উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন  ?  উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সদ্ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়  ?     2+2

7.3  উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে  ?     2

8.1  উত্তল ও অবতল লেন্সের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো ।     2

8.2.1  আলোকের বিচ্ছুরণ কাকে বলে  ?

8.2.2  বিশুদ্ধ বর্ণালি ও অবিশুদ্ধ বর্ণালির মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো ।     2+2

8.3   তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে দুটি পার্থক্য লেখো ।    2

9.1 তড়িৎ প্রবাহ, বিভব প্রভেদ ও রোধের প্রত্যেকটির SI একক লেখো ।     3

9.2  কয়েকটি রোধ একটি বর্তনীতে শ্রেণি সমবায়ে অথবা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে । শুধু দেখেই কীভাবে বুঝবে তারা কোন সমবায়ে যুক্ত আছে  ?      2

9.3  তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো  ।      3

10.1 তড়িৎ প্রবাহের ফলে তাপ উত্পন্ন হয় এমন দুটি যন্ত্রের নাম লেখো যাদের আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় ।       2

10.2  তড়িৎ চুম্বক কাকে বলে ?  এর দুটি ব্যবহার লেখো ।      2+2

10.3  কিলোওয়াট ঘন্টা কী  ?      2

11.1  বার্লোচক্রের ঘুর্ণনের উপর কী প্রভাব দেখা যায় যখন (a) তড়িৎ প্রবাহের মাত্রা বাড়ানো হয়,  (b) চুম্বকের মেরুদ্বয়ের অবস্থান উল্টে দেওয়া হয়  ?     2

11.2.1  X-রশ্মির দুটি ব্যবহার লেখো ।

11.2.2  একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো ।      2+1

11.3.1  ডায়োডের একটি ব্যবহার উল্লেখ করো ।

11.3.2  নিউক্লিয় সংযোজন কাকে বলে  ?      1+2

                                                                                       'ঘ' বিভাগ

12.1  দুটি মৌল A ও B এর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে K (2)   L (7) ও K (2)   L (8)   M (2) হলে নীচের ছকটি সম্পূর্ণ করো :

মৌল

মেন্ডেলিফের পর্যায়

সারণিতে অবস্থান

যোজ্যতাধাতু/অধাতু
 পর্যায়শ্রেণি  
A    
B    

 

12.2  উপরের  A ও B মৌলদুটি যৌগ গঠন করলে উত্পন্ন যৌগের সংকেত কী হবে  ?  কী ধরণের রাসায়নিক বন্ধনের মাধ্যমে যৌগটি গঠিত হবে  ?     2

12.3  জারণ ও বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞা দাও ।       2

13.1  স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে SO2 থেকে কীভাবে SO3 প্রস্তুত করা হয়  ? শর্তসহ বিক্রিয়ার সমিত সমীকরণ দাও । উত্পন্ন SO3 থেকে কীভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় ?     4

13.2  কীভাবে প্রমাণ করবে গাঢ় H2SO4 তিব্রু নিরুদক  ?  সমীকরণ দাও ।     1+1

13.3  তড়িৎলেপন পদ্ধতিতে লোহার ওপর তামার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য ও ক্যাথোড হিসেবে কী কী ব্যবহৃত হয়  ?      1+1

14.1  তড়িৎঋণাত্বকতার সংজ্ঞা দাও ।       2

14.2  আকরিকের সংজ্ঞা দাও । নীচের তালিকা থেকে আয়রন ও ম্যাগনেশিয়ামের একটি করে আকরিক বেছে নাও :

বক্সাইট, রেড হিমাটাইট, ক্রায়োলাইট,  কার্নালাইট, ক্যালমাইন,  চালকোপাইরাইটস ।      2+2

14.3  একটি অজৈব ও একটি জৈব সারের নাম লেখো ।     2

15.1  'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভের সামঞ্জস্য বিধান করো । ('খ' স্তম্ভে দুটি বেশি দেওয়া হল ) :

'ক' স্তম্ভ'খ' স্তম্ভ
(i) অ্যাসিটিক অ্যাসিডে উপস্থিত কার্যকারী গ্রুপ
(ii) নাইট্রিক অ্যাসিডের বলয় পরীক্ষায় ব্যবহৃত যৌগ
(iii) সালফিউরিক অ্যাসিডের সনাক্তকরণে ব্যবহৃত যৌগ   
(iv) একটি গ্রিনহাউস গ্যাস
(v) অ্যাসিটিলিনের আংশিক হাইড্রোজেনেশনে উত্পন্ন যৌগ
(vi) কপারের সঙ্গে গাঢ় HN03 এর বিক্রিয়ায় উত্পন্ন বায়ুদূষক গ্যাস 

(ক) CH2 = CH2
(খ) BaCL2
(গ) AgNO3

(ঘ) FeSO4

(ঙ) NO2

(চ)  -COOH

(ছ) CH4

(জ) -CHO

 

15.2  অম্লবৃষ্টিতে উপস্থিত দুটি খনিজ অ্যাসিডের নাম লেখো  । অম্লবৃষ্টির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো  ।     2+1

15.3  মেথিলেটেড স্পিরিট ও ব্লিচিং পাউডারের প্রত্যেকটির একটি করে ব্যবহার উল্লেখ করো ।      2

16.1  উদাহরণ দাও  :

   (i) মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া

  (ii) নাইট্রিক অ্যাসিডের জারণ বিক্রিয়া ।      2+2

16.2  Br,  F,  I,  CI কে (i) অধাতব ধর্মের নিম্নক্রম অনুসারে এবং  (ii) পরমাণুর আকারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও ।     2

16.3  পিভিসি -র মনোমার কী  ?  পিভিসি -র একটি ব্যবহার উল্লেখ করো ।     2

17.1  দুটি জৈব যৌগের উদাহরণ দাও যাদের আণবিক সংকেত একই কিন্তু ধর্ম আলাদা । এদের মধ্যে সম্পর্ক কী  ?     3

17.2  ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় কী ঘটে সমীকরণ সহ লেখো । ইথিলিনের একটি ব্যবহার উল্লেখ করো ।     2+1

17.3  আয়রনের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী ঘটে সমিত সমীকরণ সহ লেখো । 

***

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2022 MATHEMATICS (Bengali Version)

2022

MATHEMATICS

Time — 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper)

Madhyamik Examination (WBBSE) - 2022 Life Science (Bengali version)

2022

LIFE SCIENCE

Time — Three Hours Fifteen Minutes

Madhyamik Examination (WBBSE) - 2022 Physical Science (Bengali version)

2022

PHYSICAL SCIENCE

(For Regular & External Candidates)

Madhyamik Examination (WBBSE) - 2022 Geography (Bengali version)

2022

Geography

Time — Three Hours Fifteen Minutes

Madhyamik Examination (WBBSE) - 2022 History (Bengali version)

2022

HISTORY

Time — 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper only)