Madhyamik Exam (WBBSE) -2013 Physical Science Suggestion

Submitted by tushar pramanick on Thu, 01/31/2013 - 15:29

                      Madhyamik Exam (WBBSE) -2013 Physical Science Suggestion

 

Group 'A'  বাধ্যতামূলক, Group 'B',  Group 'C',  ও Group 'D'  থেকে মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে ।  Group 'B' থেকে কম পক্ষে দুটি,  Group 'C' এবং Group 'D' থেকে কম পক্ষে তিনটি করে প্রশ্নের উত্তর দিতে হবে ।

                                                           [Group - A]

১. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও                                                                        ১ x ১০ = ১০

১.১    0°C উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত  ?

১.২   বোধগম্য তাপ ও লীনতাপের মধ্যে কোনটি বস্তুর উষ্ণতা বাড়ায়  ? 

১.৩   বিশুদ্ধ বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুটির নাম লেখ ।

১.৪   r1 এবং r2 রোধ দুটিকে কি সমবয়ে রাখলে তুল্যাঙ্ক রোধের মান রোধ দুটির থেকে কম হবে  ?

১.৫   [tex]\alpha [/tex] রশ্মির আধানের প্রকৃতি কি ?

১.৬   তামা নিষ্কাশনের প্রকল্প থেকে নির্গত বায়ু দূষক গ্যাসের নাম কী ?

১.৭   একটি অ্যালকেনে আটটি হাইড্রোজেন পরমাণু আছে,  কয়টি কার্বন পরমাণু আছে ?

১.৮   তড়িৎ ঋণাত্মকতা হিসাবে Br, Cl, I, F কে সাজাও,  ।

১.৯   17Cl35 -এ কয়টি আহিত কণা আছে ?

১.১০   প্রবাহমাত্রার SI একক কি ?

১.১১   গ্রিগনার্ত বিকারকে কোন ধাতু ব্যবহৃত হয় ?

১.১২   পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে ?     

১.১৩    HCl, H2SO4, HNO3  এই তিনটি অ্যাসিডের মধ্যে কোনটি কম প্রদাহ সৃষ্টি করে ?

 

                                            [Group - B]

২.১  কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কিসের উপর নির্ভর করে ?  আদর্শ গ্যাস কাকে বলে ? 

        —273°C তাপ মাত্রায় কোন গ্যাসের আয়তন কত ?

২.২  প্রমাণ চাপ ও তাপমাত্রা কত ?

২.৩  বয়েলের সূত্রের ধ্রুবক কি কি ?                                                            [(১+২+১)+২+২= ৮]

 

৩.১  পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে  ?  92U235 পরমাণুতে কয়টি প্রশম কণা আছে ?

        যদি আরও ৩টি নিউট্রন পরমাণুটির নিউক্লিয়াসে যোগ করা হয় তবে নতুন নিউক্লাইডটির চিহ্ন কিভাবে লেখা হবে ?

৩.২  17Cl35 এবং 17Cl37 পরমাণু দুটির একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য লেখ ।

৩.৩   ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20Ca+2 পরমাণুতে কতগুলি প্রোটন আছে ?      [(২+১+১)+২+২= ৮]

 

৪.১  চার্লসের সূত্রের ধ্রুবক কি কি ?   চার্লসের সূত্রটি লেখ ।

৪.২  গতকালের তাপমাত্রা ছিল 38°C, আজকের তাপমাত্রা 310 K , কোন তাপমাত্রাটি বেশি ও কত বেশি ?

৪.৩  মোল কোন ভৌত রাশির একক ?  এক মোল জলের ভর কত ?                            [(২+২)+২+২=৮]

 

৫.১  পরম তাপমাত্রার স্কেল কাকে বলে ?

৫.২  অ্যাভোগাড্রোর সূত্র লেখ ।

৫.৩  নিউক্লিয়ন কাকে বলে ? ইহাদের মধ্যে কোনটি ভারী ?

৫.৪  নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটিতে 6.023 x 1023 টি অণু আছে ?

       (i) 44 gm CO2     (ii) 1 gm N2     (iii) 16 gm O2    (iv) 34 gm NH3              [২+২+(২+১)+১=৮] 

 

                                             [ Group - C]

৬.১   সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের ঊর্ধস্থিরাঙ্ক ও নিম্নস্থিরাঙ্কের মান লেখ, 1 জুল = কত ক্যালোরি ?

৬.২   কোন বস্তুর তাপগ্রাহিতা কাকে বলে ?

৬.৩  2 kg ভরের কোন বস্তুর তাপমাত্রা 0°C থেকে 50°C বৃদ্ধি করতে 3000 ক্যালোরি তাপ প্রয়োজন ?

        বস্তুটির আপেক্ষিক তাপ কত ? তাপগ্রাহিতা কত ?                                  [(১+১+১)+২+(২+১)=৮]

 

৭.১   থার্মোমিটারের প্রাথমিক অন্তর কাকে বলে ? তামার আপেক্ষিক তাপ 0.09 cal / g°C বলতে কি বোঝ ?

৭.২   কোন বস্তুর তাপমাত্রা ফারেনহাইট স্কেলে 36°F, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত ?

৭.৩.১  প্রতিবিম্ব কাকে বলে ?

৭.৩.২  সিনেমার পর্দায় যে প্রতিবিম্ব হয় তা সদ না অসদ ?                                  [(২+১)+২+(২+১)=৮]

 

৮.১   বিবর্ধক কাঁচে কোন লেন্স ব্যবহার করা হয় ?  এ ক্ষেত্রে যে প্রতিবিম্ব হয় সদ না অসদ ? 

        বিবর্ধক কাঁচে প্রতিবিম্বের চিত্র  অঙ্কন  কর ।

৮.২  উত্তল লেন্সের ফোকাস দুরত্ব কাকে বলে ?

৮.৩  আলোকের বিচ্ছুরণ কাকে বলে ?                                                              [(১+১+২)+২+২=৮]

 

৯.১  ওহমের সুত্র লেখ ।

৯.২  বিভব-প্রভেদ ও তড়িৎচালক বলের দুটি পার্থক্য লেখ ।

৯.৩.১  তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্পর্কে জুলের সূত্র লেখ ।

৯.৩.২  আপেক্ষিক রোধের বা রোধাঙ্কের SI একক কি ?                                          [২+২+(৩+১)=৮]

 

১০.১   বার্লোচক্রের ঘুর্ণনের দিক কোন নিয়ম অনুযায়ী হয় ?  নিয়মটি লেখ  ।

১০.২   B.O.T. একক কাকে বলে ?

১০.৩.১  সাধারণ চুম্বক ও তড়িৎ চুম্বকের দুটি পার্থক্য লেখ ।

১০.৩.২  X রশ্মি ও সাধারণ আলোকরশ্মির একটি পার্থক্য লেখ ।                           [(১+২)+২+(২+১)=৮]

 

১১.১  ডায়োড ভালভের দুটি তড়িৎদ্বারের নাম লেখ ।  ডায়োড ভালভের একটি ব্যবহার লেখ ।

১১.২  X রশ্মির দুটি ধর্ম লেখ  ।

১১.৩.১  নিউক্লিয় বিভাজন কাকে বলে ?

১১.৩.২  [tex]{}_{92}{U^{235}}\underline { - \alpha }[/tex] ?                   [(১+১)+২+২+২=৮]

 

                                                   [Group - D]

১২.১  মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখ । দীর্ঘ পর্যায় সারণীতে কটি শ্রেণি আছে ?

১২.২  ক্ষারীয় ধাতু ও হাইড্রোজেনের মধ্যে দুটি পার্থক্য লেখ । 

১২.৩   A এবং  B দুটি মৌলের যোজ্যতা ইলেকট্রন যথাক্রমে 2 এবং 7  

      (i)  A ও B -র মধ্যে কোনটি ধাতু ?

     (ii)  A  মৌলের অক্সাইডের প্রকৃতি কি ?

   (III)  A ও B এর মধ্যে যৌগ গঠিত হলে কি ধরণের বন্ধন তৈরি হয় ?                [(২+১)+২+(১+১+১)=৮]

 

১৩.১  পরীক্ষাগারে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস প্রস্তুতির জন্য প্রয়োজনীয় জিনিসগুলি লেখ ।

       a)  প্রয়োজনীয় রাসায়নিক সমূহ

       b)  বিক্রিয়ার শর্ত ও সমীকরণ

       c)  গ্যাস সংগ্রহ

১৩.২  তিনটি অ্যাসিড HCl, H2SO4, HNO3 তিনটি টেস্ট টিউবে আছে, কিভাবে সনাক্ত করবে কোনটি কোন অ্যাসিড ?

১৩.৩  কয়েক ফোঁটা H2SO4 চিনির উপর ফেলা হল, কি ঘটে সমীকরণ সহ লেখ ।         [(১+১+১)+৩+২=৮]

 

১৪.১  জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখ ।

১৪.২  নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনগুলি সমযোজী ও কোনগুলি তড়িৎযোজী লেখ ।

         CHCl3, MgO, CaF2  CCl4

১৪.৩  সাধারণ তাপমাত্রায় একটি তরল জারক ও একটি কঠিন জারক পদার্থের উদাহরণ দাও ।

১৪.৪  "NaCl জলে দ্রবীভূত হয় কিন্তু বেনজিনে দ্রবীভূত হয় না" —ব্যাখ্যা কর ।                 (২+২+২+২=৮]

 

১৫.১  আকরিক কাকে বলে ? তামা ও লোহার একটি করে আকরিকের নাম ও সংকেত লেখ ।

১৫.২  অ্যামোনিয়াম সালফেট ক্রমাগত সার হিসাবে জমিতে প্রয়োগ করলে জমির কি ক্ষতি হবে ?

১৫.৩   সোডা অ্যাস কাকে বলে ? সাবান কাকে বলে ?                                           [(২+২)+২+(১+১)=৮]

 

১৬.১  আইসোমার কাকে বলে ?  উদাহরণ দাও ।

১৬.২  টেফলনের  মনোমারের নাম লেখ । টেফলনের একটি ব্যবহার লেখ ।

১৬.৩  অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে  ? এর প্রকারভেদ লেখ, দুটি হাইড্রোকার্বনের নাম লেখ ও সংকেত লেখ ।     [(১+১)+২+২+২=৮]

 

১৭.১  অম্লরাজ কাকে বলে ?  এটি কি কাজে লাগে ?

১৭.২  'ক' স্থম্ভের সঙ্গে 'খ' স্থম্ভ মিলিয়ে লেখ ।

'ক' স্থম্ভ 'খ' স্থম্ভ
i) অ্যামোনিয়াম সালফেট  i) অ্যারোমেটিক হাইড্রোকার্বন
ii) ব্লিচিং পাউডার ii) অজৈব সার
iii) ভিনিগার    iii) ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড  
iv) ন্যাপথালিন      iv) মিথানল মিশ্রিত ইথানল     
  v) অ্যাসিটিক অ্যাসিড

 

১৭.৩  একটি জীবজ অণুর উদাহরণ দাও ।                                                                   [(২+১)+৪+১=৮]

***

 

Comments

Related Items

Bengali Suggestion for Madhyamik (WBBSE) - 2021

Bengali Suggestion for Madhyamik (WBBSE) - ২০২১

বিষয় বাংলা        শ্রেণী দশম

পূর্ণমান-৯০    সময়-৩ ঘন্টা

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :   ১ x ১৭ = ১৭

   ১.১ তপনের লেখা গল্পটি যে পত্রিকায় ছাপা হয়েছিল সেটি হল –

Madhyamik Exam (WBBSE) -2013 Bengali Suggestion by N.Pramanik (1st round)

বাংলা সাজেশন - ২০১৩
দশম শ্রেণী
-----------------------------------------------------------

 

২ নম্বরের জন্য (২ টি ) প্রশ্নের উত্তর লেখো       ২ + ২ = ৪

১.  'সচকিতে বীরবর দেখিলা সন্মুখে'  —বীরবর সন্মুখে  কী দেখলেন  ?