WBJEE-Physics & Chemistry-2012(Beng)

Submitted by administrator on Thu, 06/28/2012 - 08:28

                                            Subject: Physics & Chemistry

 

Duration : Two Hours                                                                       Maximum Marks : 100

 

                                                                    বিষয় : পদার্থবিদ্যা

                                                  Q.1 থেকে Q.30 প্রতিটি প্রশ্নে এক নম্বর আছে ।

 

1.   একটি ট্রেন 20 ms-1 গতিবেগে প্ল্যাটফর্মের দিকে অগ্রসর হওয়ার সময় হুইসেল বাজাতে শুরু করে । হুইসেল থেকে নির্গত শব্দতরঙ্গের কম্পাঙ্ক 640 Hz এবং বায়ুতে শব্দের গতিবেগ 340 ms-1 হলে প্ল্যাটফর্মে দাঁড়ানো কোনো ব্যক্তির কানে হুইসেলের কম্পাঙ্ক যা মনে হবে তা হল

        (A) 600 Hz          (B) 640 Hz          (C) 680 Hz          (D) 720 Hz

 

2.   2 m দৈর্ঘ্যের একটি ঋজু পরিবাহীর মধ্য দিয়ে 10 A তড়িৎপ্রবাহ হচ্ছে । এই পরিবাহীকে যদি 0.15 T চৌম্বকক্ষেত্রের সঙ্গে 45° কোণে রাখা হয় তাহলে তার ওপর প্রযুক্ত বল হবে

   (A)  1.5 N         (B) 3 N        (C)Image removed.      (D)Image removed.

 

3.     Image removed. এবং Image removed. দ্বারা প্রকাশিত দুটি সরল দোলগতির মধ্যে দশাপার্থক্য কত ? 

        (A)Image removed.        (B)Image removed.       (C)Image removed.        (D)Image removed.

 

4.    V বিভবপ্রভেদের সরবরাহের দুপ্রান্তে একটি রোধক যুক্ত করলে রোধকটিতে H হারে তাপ উৎপন্ন হয় । এখন রোধকটির রোধ দ্বিগুণ এবং বিভবপ্রভেদকে V/3 করা হলে রোধকটিতে যে হারে তাপ উৎপন্ন হবে, তা হল

        (A) H/18        (B) H/9        (C) 6H        (D) 18H

 

5.    Image removed. এবং Image removed. পরমাণু সংখ্যার দুটি মৌল A এবং B যথাক্রমে Image removed. এবং Image removed. কম্পাঙ্কের বৈশিষ্ট্যমূলক (characteristic) এক্স রশ্মি উৎপন্ন করে । যদি Image removed. হয় তবে Image removed.হবে 

      (A)Image removed.       (B) 1 : 8     (C) 4 : 1     (D) 1 : 4

 

6.   c/2  (c = শূন্য মাধ্যমে আলোর বেগ) গতিবেগে চলমান একটি ইলেকট্রন কণার দ্য ব্রয় (de Broglie) তরঙ্গদৈর্ঘ্য একটি ফোটনের তরঙ্গদৈর্ঘের সমান । ইলেকট্রন ও ফোটনের গতিশক্তির অনুপাত হল     

       (A) 1 : 4        (B) 1 : 2       (C) 1 : 1       (D) 2 : 1

 

7.   দুটি  অসীম সমান্তরাল  ধাতব সমতলের  ওপর বৈদ্যুতিক  আধান  রয়েছে এবং দুটি ক্ষেত্রে আধান ঘনত্ব যথাক্রমে  +σ এবং  -σ ।  সমতল দুটি বায়ু মাধ্যমে পরস্পরের থেকে স্বল্প দুরত্বে রাখা রয়েছে । যদি বায়ুর বৈদ্যুতিক ভেদনযোগ্যতা Ɛo হয়, তবে ঐ দুটি সমতলের মধ্যবর্তী অঞ্চলে তড়িৎক্ষেত্রের অভিমুখ ও মান হবে 

    (A) ধনাত্বক আধানবিশিষ্ট তলের অভিমুখে σ/Ɛo

    (B) ঋণাত্বক আধানবিশিষ্ট তলের অভিমুখে σ/Ɛ

    (C) ধনাত্বক আধানবিশিষ্ট তলের অভিমুখে σ/(2Ɛo) 

    (D) লে কোনো দিকে শূন্য মানের

 

8.   একটি গাড়ির ছাদে 2 kg ভরের একটি বাক্স রাখা আছে । গাড়িটি একটি সর্বোচ্চ ত্বরণে গতিশীল না হওয়া পর্যন্ত বাক্সটি ছাদে স্থির থাকবে । বাক্স এবং ছাদের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.2 এবং  g = 10 ms-2 । গাড়ির যে সর্বোচ্চ ত্বরণ পর্যন্ত বাক্সটি স্থির থাকবে তা হল

      (A) 8 ms-2      (B) 6 ms-2        (C) 4 ms-2       (D) 2 ms-2

 

9.   দ্বিক (বাইনারি) সংখ্যা 1011001 এর সমতুল দশমিক সংখ্যাটি হবে

      (A) 13         (B) 17      (C) 89      (D) 178

 

10.   l1 দৈর্ঘ্যের একটি বদ্ধ নলের প্রথম উপসুরের কম্পাঙ্ক এবং l2 দৈর্ঘ্যের একটি খোলা নলের প্রথম উপসুরের কম্পাঙ্ক সমান । নল দুটির দৈর্ঘ্যের অনুপাত (l1 : l2 )  হল

      (A) 2 : 3         (B) 4 : 5         (C) 3 : 5         (D) 3 : 4

 

11.  দুটি ভিন্ন উষ্ণতায় (T1 এবং T2) একটি ধাতব তারের l-V লেখচিত্র এখানে দেখানো

হয়েছে । এক্ষেত্রে এই সিদ্ধান্তে আসা যায় যে,  Image removed.

      (A) T1 > T2        (B) T1 < T2        (C) T1 = T2       (D) T1 = 2T2

 

12.  কোনো স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ারের (m+1) সংখ্যক ঘর মূল স্কেলের m সংখ্যক ক্ষুদ্রতম ঘরের সমান । যদি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান d  একক হয় তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কের মান হবে 

   (A) d/(m+1) একক        (B) d/m একক     (C) md/(m+1) একক      (D) (m+1)d/m একক

 

13.  ভূপৃষ্ঠ থেকে 80 m উচ্চতার একটি মিনারের শীর্ষ থেকে একটি পাথরকে 8 ms-1  গতিবেগে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হল । যদি g = 10 ms-2  হয় এবং পাথরটি যদি ‘t’ সময় পরে মিনারের পাদদেশ থেকে ‘d ’ দুরত্বে ভূমি স্পর্শ করে তাহলে  t এবং d  যথাক্রমে হবে

   (A) 6 s, 64 m     (B) 6 s, 48 m     (C) 4 s, 32 m     (D) 4 s, 16 m

 

14.  একটি হুইটস্টোন ব্রিজের চারটি বাহুর রোধ যথাক্রমে 10 Ω, 10 Ω, 10 Ω এবং 30 Ω । এই 30 Ω রোধের সঙ্গে কত রোধ সমান্তরালে যুক্ত করলে হুইটস্টোন ব্রিজে নিস্পন্দ অবস্থা পাওয়া যাবে ?

     (A) 2 Ω        (B) 5 Ω        (C) 10 Ω        (D) 15 Ω

 

15.   50 W-200 V দ্বারা চিহ্নিত একটি বৈদ্যুতিক বালবকে 100 V সরবরাহের সঙ্গে যুক্ত হল । বালবটির বর্তমান ক্ষমতা হল 

        (A) 37.5 W        (B) 25 W      (C) 12.5 W     (D) 10 W

 

16.  একটি পারদ থার্মোমিটারে বরফবিন্দু (নিম্নস্থিরাঙ্ক) 10° এবং বাষ্পবিন্দু (উর্ধ্বস্থিরাঙ্ক) 130° হিসাবে চিহ্নিত হয়েছে ।  40°C  উষ্ণতায় এই থার্মোমিটার কত পাঠ দেব  ?

       (A) 78°              (B) 66°               (C) 62°                (D) 58°

 

17.  কোনো কুন্ডলীর সাথে সংযুক্ত চৌম্বক প্রবাহ (ফ্লাক্স) Ø = 4t2 + 6t + 9  Wb, সম্পর্ক দ্বারা সূচিত হয়, যেখানে সেকেন্ড এককে সময় বোঝাচ্ছে ।  t = 2s এ কুন্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বলের মান হবে

        (A) 22V     (B) 18V     (C) 16V     (D) 40V

 

18.  একটি খুব সরু নলের মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে । জলের গতিবেগ যে সীমার নীচে থাকলে প্রবাহটি ধারারেখ (streamline) থাকবে তাকে বলা হয় 

       (A) আপেক্ষিক গতিবেগ       (B) প্রান্তিক গতিবেগ     (C) সংকট গতিবেগ     (D) কণা গতিবেগ

 

19.  10 cm বেধের এবং 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি কাঁচ ফলকের মধ্যে দিয়ে যেতে আলোর (শূন্যমাধ্যম আলোর গতিবেগ 3x108 ms-1 ) যে সময় লাগে ন্যানসেকেন্ড (nanosecond) এককে তা হল

       (A) 0.5           (B) 1.0            (C) 2.0          (D) 3.0

 

20.  চিত্রে X-Y অক্ষের মূলবিন্দু O তে একটি +q আধান রাখা আছে । একটি  Image removed.

Q আধান কে A থেকে B বিন্দুতে AB সরলরৈখিক পথে নিয়ে যেতে কৃত কার্য হবে

 

 

 

 

       (A)Image removed.        (B)Image removed.        (C)Image removed.       (D)Image removed.

 

21   চিত্রের বর্তনীতে 2 kΩ রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা কত Image removed.

 হবে  ?

 

 

         (A) 3 mA        (B) 6 mA         (C) 12 mA         (D) 36 mA

 

22. ***  কোনো জায়গায় একটি তড়িৎক্ষেত্রের প্রাবল্য Ē = 2i +3j + k in NC -1  দ্বারা সূচিত হয় । এই তড়িৎক্ষেত্রে S = 10i  m2  তলের মধ্য দিয়ে তড়িৎ অভিবাহ (ফ্লাক্স) এর মান হবে 

         (A) 5 Nm2C-1       (B) 10  Nm2C-1      (C) 15  Nm2C-1         (D) 20  Nm2C-1

 

23.   কৌণিক ভরবেগের মাত্র হল

       (A)  M0L1T-1       (B)  M1L2T-2       (C) M1L2T-1    (D)  M2L1T-2  

 

24.  *** যদি  A = B + C এবং  A, B ও  C এর স্কেলার মান যথাক্রমে 5, 4 এবং 3 হয় তাহলে A এবং C এর মধ্যবর্তী কোণ হল 

      (A) cos-1 (3/5)        (B) cos-1 (4/5)         (C) tt/2        (D) sin-1(3/4)

 

25.  একটি কণা OX সরলরেখা বরাবর চলছে । t সেকেন্ডে O বিন্দু থেকে কণার দুরত্ব x (মিটার এককে) , x = 37 + 27t - t3 থেকে পাওয়া যায় । কণাটি যখন স্থির অবস্থায় আসবে তখন O বিন্দু থেকে তার দুরত্ব হবে 

       (A) 81 m        (B) 91 m        (C) 101 m       (D) 111 m

 

26.   ভূপৃষ্ঠ থেকে একটি কণাকে E গতি শক্তি দিয়ে অনুভূমিকের সঙ্গে 60° কোণে নিক্ষেপ করা হল । গতিপথের সর্বোচ্চ বিন্দুতে কণাটির গতিশক্তি হবে 

        (A)Image removed.           (B) E/2           (C) E/4           (D) E/8

 

27.  গতিশীল একটি বুলেট লক্ষ্যবস্তুর মধ্যে 30 cm প্রবেশ করায় তার গতিবেগ 50% হ্রাস পায় । এই লক্ষ্যবস্তুর মধ্যে আরও কতটা দুরত্ব অতিক্রম করলে বুলেটটি থেমে যাবে 

       (A) 30 cm        (B) 20 cm       (C) 10 cm       (D) 5 cm

 

28.  একটি স্প্রিং -এর দৈর্ঘ্য 10 cm বৃদ্ধি করলে তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি হয় E । স্প্রিংটিকে টেনে তার দৈর্ঘ্য আরও 10  cm বাড়ালে, স্প্রিং -এর সঞ্চিত স্থিতিশক্তি হবে 

        (A) 2E       (B) 4E      (C) 6E      (D) 10E

 

29.  সুর্য থেকে পৃথিবীর গড় দুরত্ব L1 এবং পৃথিবীর 1 বছর = D দিবস । সুর্য থেকে অন্য একটি গ্রহের দুরত্ব L2 হলে ওই গ্রহের এক বছর হবে

     (A)Image removed.দিবস      (B)Image removed.দিবস     (C)Image removed.দিবস      (D)Image removed.দিবস

 

30.  সরলরেখায় একটি নির্দিষ্ট গতিবেগে চলমান 4 kg ভরের একটি গোলক A আরেকটি স্থির 1 kg. ভরের গোলক B কে ধাক্কা মারে । সংঘর্ষের পরে  A এবং  B যথাক্রমে V1  ms-1 এবং Vms-1 বেগে A এর প্রাথমিক গতিবেগের অভিমুখের সঙ্গে যথাক্রমে 30o এবং 60o কোণে চলতে থাকে ।  V1 এবং V2 এর অনুপাত Image removed. হবে

        (A)Image removed.        (B)Image removed.        (C) Image removed.       (D)Image removed.

 

                                         Q. 31 থেকে Q. 40 প্রতিটি প্রশ্নে দুই নম্বর আছে ।

 

31.  কোনো ধাতবপৃষ্ঠের ওপর v কম্পাঙ্কের আলো ফেলা হলে, নিঃসৃত ফোটোইলেকট্রন প্রাহের নিবৃত্তি বিভব V। একই ধাতবপৃষ্ঠের ওপর  Image removed. কম্পাঙ্কের আলো ফেলা হলে নিবৃত্তি বিভব হয় Image removed. । তাহলে ধাতবপৃষ্ঠ থেকে ফোটোইলেকট্রন নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক হল 

     (A)Image removed.        (B)Image removed.       (C)Image removed.       (D)Image removed.

 

32.   4 kg, 2 kg, 1 kg ভরের তিনটি ব্লককে নীচের চিত্রের ন্যায় Image removed.

একটি ঘর্ষণহীন তলের ওপর পরস্পরের সংস্পর্শে রাখা আছে ।  

14 N মানের একটি বল 4 kg ব্লকের ওপর প্রযুক্ত হল । তাহলে

4 kg ও  2 kg ব্লক দুটির মধ্যে পারস্পরিক সংস্পর্শ বল হবে

 

    (A) 2 N       (B) 6 N       (C) 8 N       (D) 14 N

 

33.  ধরা যাক কোনো তারের দৈর্ঘ্য L এবং প্রস্থচ্ছেদের ব্যাস d  । বিভিন্ন L ও  d বিশিষ্ট একই উপাদানের তারের দৈর্ঘ্য বরাবর সমান টান প্রয়োগ করা হল । নীচের বিভিন্ন ক্ষেত্রগুলির মধ্যে তারের দৈর্ঘ্যের সর্বাধিক প্রসারণ কোনটিতে লক্ষ্য করা যাবে  ?

      (A) L = 200 cm,  d = 0.5 mm       (B) L = 300 cm, d = 1.0 mm 

      (C) L = 50 cm,     d= 0.05 mm     (D) L = 100 cm, d = 0.2 mm

 

34.  একটি অবতল দর্পণের মেরু থেকে x cm দূরে একটি বস্তুকে রাখায় তার 3 গুণ বিবর্ধিত সদবিম্ব পাওয়া গেল । এবার বস্তুটিকে সরিয়ে (x+5) cm দুরত্বে রাখলে প্রতিবিম্বের বিবর্ধন হল 2  । দর্পণটির ফোকাস দুরত্ব হল

         (A) 15 cm         (B) 20 cm         (C) 25 cm        (D) 30 cm

 

35.  0°C তাপমাত্রায় 100 g বরফে 22320 cal তাপ সরবরাহ করা হল । যদি বরফের গলনের লীন তাপ 80 cal g-1 এবং জলের বাষ্পীভবনের লীন তাপ 540 cal g-1 হয় তাহলে প্রাপ্ত জলের পরিমাণ ও তার তাপমাত্রা হবে, যথাক্রমে

          (A) 8 g, 100°C      (B) 100 g, 90°C        (C) 92 g, 100°C        (D)82 g, 100°C

 

36.   x -অক্ষ বরাবর গতিশীল একটি চলতরঙ্গের সমীকরণ হল Image removed. । যে তরঙ্গদৈর্ঘ্যের (Image removed.) জন্য কণার সর্বোচ্চ বেগ, তরঙ্গবেগের 3 গুণ হয় টা হল

         (A)Image removed.        (B)Image removed.       (C)Image removed.       (D)Image removed.

 

37.  দুটি তেজস্ক্রিয় পদার্থ  A ও  B র ভাঙ্গন ধ্রুবক যথাক্রমে 5Image removed.Image removed. । সময় t = 0 তে উভয়ের কেন্দ্রকের সংখ্যা সমান । যে সময় অতিবাহিত হলে  A ও  B কেন্দ্রকের সংখ্যার অনুপাত  (1 / e)2 হবে তা হল

          (A)Image removed.        (B)Image removed.         (C)Image removed.          (D)Image removed.

 

38.  একটি চুম্বক শলাকাকে একটি সুষম চৌম্বকক্ষেত্রে স্থাপন করা হল । শলাকাটি চৌম্বকক্ষেত্রের সমান্তরাল রয়েছে । এখন শলাকাটি চৌম্বকক্ষেত্রের সঙ্গে 60° কোণে ঘোরানো হল এবং এর জন্য কৃত কার্য হল W  ।  এই অবস্থানে চুম্বক শলাকার ওপর প্রযুক্ত টর্ক (torque) হল

       (A)Image removed.        (B)Image removed.       (C)Image removed.       (D)Image removed.

 

39.  নীচের চিত্র অনুযায়ী X ও Y বিন্দুর মধ্যে বিভবপার্থক্য  60 V হলে M ও N   Image removed.

বিন্দুর মধ্যে বিভবপার্থক্য হবে

 

 

      (A) 10 V         (B) 15V        (C) 20 V       (D) 30 V

 

40.   1.2 আপেক্ষিক গুরুত্ববিশিষ্ট একটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কোনো বস্তুর ওজন 44 gwt  । ঐ একই বস্তুর জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন 50 gwt । বস্তুটির ভর হচ্ছে

        (A) 36 g       (B) 48 g       (C) 64 g      (D) 80 g

                                                       

বিষয় : রসায়নবিদ্যা

Q. 41 থকে  Q. 70 প্রতিটি প্রশ্নে এক নম্বর আছে । 

 

41.  নিমলিখিত কোনটি হাইজেনবার্গ -এর অনিশ্চয়তা তত্বের গাণিতিক রূপ প্রকাশ করে না ?

      (A) Δx.Δp ≥ h/(4π)     (B) Δx.Δv ≥ h/(4π m)    (C) ΔE.Δt ≥ h/(4π)      (D) ΔE.Δx ≥ h/(4π)

 

42.  লেড -এর সুস্থির দ্বিযোজিতা এবং বিসমাথের ত্রিযোজিতা 

     (A) Pb এবং Bi -এর d সঙ্কোচনের ফলে 

     (B) Pb এবং Bi -এর 6s অরবিটালের আপেক্ষিক সঙ্কোচনের ফলে সৃষ্ট 'নিস্ক্রিয় জোড়' এফেক্টের ফলে

     (C) আবরণী ক্ষমতার ফলে

     (D) নিস্ক্রিয় তরলের বিন্যাস পাওয়ার ফলে

 

43.  আম্লিক মাধ্যমে K2Cr2O7 -র তুল্যাঙ্কতার যদি তার আণবিক ওজনের (M) মাধ্যমে প্রকাশ করা যায় তাহলে তা হবে

      (A) M/3         (B) M/4       (C) M/6       (D) M/7

 

44.  নিম্নলিখিত কোনটি সঠিক ?

     (A) ব্যাসার্ধের ক্রমে Ca2+ < CI- < S2-      (B) ব্যাসার্ধের ক্রমে Cl- < 52- < Ca2+

     (C) ব্যাসার্ধের ক্রমে S2- = CI- = Ca2+      (D) ব্যাসার্ধের ক্রমে S2- < CI- < Ca2+

 

45.  CO -র বাস্তবিক পক্ষে কোনোরূপ মেরুতা নেই, কারণ

      (A) C থেকে O -র দিকে σ- ইলেকট্রনের স্থানান্তরণ প্রায় সম্পূর্ণরূপে প্রশমিত হয় O থেকে C -র দিকে π-ইলেকট্রনের স্থানান্তরণের দ্বারা 

      (B) O থেকে C -র দিকে σ-ইলেকট্রনের স্থানান্তরণ প্রায় সম্পূর্ণরূপে প্রশমিত হয় C থেকে O -র দিকে π-ইলেকট্রনের স্থানান্তরণের দ্বারা 

      (C)  বন্ধনীর দ্বিমেরু ভ্রামক কম হয়

      (D)  C এবং O -র মধ্যে তিনটি বন্ড থাকে

 

46.  H3PO3 অণুতে আম্লিক প্রোটনের সংখ্যা হল

       (A) 0        (B) 1        (C) 2        (D) 3

 

47.   যখন H2O2 কে K2Cr2O7 -এর আম্লিক দ্রবণের সাথে ইথার এর উপস্থিতিতে ঝাঁকানো হয়, তখন ইথারীয় স্তর নীল বর্ণ ধারণ করে নিম্নলিখিত কোনটি তৈরি হওয়ার কারণে ?

      (A) Cr2O3             (B) Cr042-         (C) Cr2(SO4)3         (D) CrO5

 

48.  কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা এবং তাতে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা POCl3 অণুর ক্ষেত্রে হল

       (A) sp, 0      (B) sp2, 0       (C) sp3, 0       (D) dsp2, 1

 

49.   ধাতুর তড়িৎ-রাসায়নিক শ্রেণীতে Cu -র তুলনায় Li -এর উচ্চ স্থান অধিকার করার কারণ হল

       (A)   Li+/Li -এর প্রমাণ বিজারণ বিভব Cu2/Cu অপেক্ষা কম

       (B)   Cu2+/Cu -এর প্রমাণ বিজারণ বিভব Li+/Li অপেক্ষা কম

       (C)   Li/Li+ -এর প্রমাণ বিজারণ বিভব Cu/Cu2+  অপেক্ষা কম

       (D)  Li -এর আকার Cu -র তুলনায় ছোটো

 

50.   11Na24 একটি তেজস্ক্রিয় পদার্থ এবং এটির তেজস্ক্রিয় ক্ষয় হয়ে

        (A) 9F20 এবং α-কণা তৈরী হয়     (B) 13Al24 এবং পজিটন তৈরী হয়     (C) 11Na23 এবং নিউট্রন তৈরী হয়      (D) 12Mg24 এবং β-কণা তৈরী হয়

 

51.    B2 -এর উপচুম্বকীয় ধর্মের কারণ এতে বর্তমান

        (A) πb MO তে  2 টি অযুগ্মিত (unpaired) ইলেকট্রন  

        (B) π* MO তে  2 টি অযুগ্মিত ইলেকট্রন

        (C) σ* MO তে  2 টি অযুগ্মিত ইলেকট্রন

        (D) σb MO তে  2 টি অযুগ্মিত ইলেকট্রন

 

52.   একটি 100 ml 0.1 (M) অ্যামোনিয়াম অ্যাসিটেটের দ্রবণকে 100 ml জল যুক্ত করে লঘু করা হল । অ্যাসেটিক অ্যাসিডের pKa এবং NH4OH -এর pKb প্রায় সমান ধরলে, উৎপন্ন দ্রবণের pH হবে

     (A) 4.9       (B) 5.0      (C) 7.0     (D) 10.0

 

53.  2-বিউটিনের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক ?

     (A) C1-C2 বন্ধনীটি হল sp3-sp3 σ-বন্ধনীটি       (B) C2-C3 বন্ধনীটি হল sp3-sp2 σ-বন্ধনীটি

     (C) C1-C2 বন্ধনীটি হল sp3-sp2 σ-বন্ধনীটি       (D) C1-C2 বন্ধনীটি হল sp2-sp2 σ-বন্ধনীটি 

 

54.  বহু প্রচলিত (+) - ল্যাকটিক অ্যাসিড এবং (-) - ল্যাকটিক অ্যাসিডের আণবিক সংকেত একই C3H6O। তাদের মধ্যেকার সঠিক সম্পর্ক হল

        (A) গঠনগত সমাংশকতা       (B) জ্যামিতিক সমাংশকতা      (C) সমরূপ       (D) আলোকীয় সমাংশকতা

 

55.   Me2C = CH2 এর MeCH2CH = CH2 অপেক্ষা অধিক সুস্থিরতার কারণ হল

      (A)  Me মূলকের আবেশীয় ক্রিয়া (inductive effect)

      (B)  Me মূলকের সংস্পন্দন ক্রিয়া (resonance effect)

      (C)  Me মূলকের হাইপারকনজুগেশন ক্রিয়া 

      (D)  Me মূলকের সংস্পন্দন এবং আবেশীয় ক্রিয়া 

 

56.  I2 এবং জলীয় NaOH দ্রবণের সাথে বিক্রিয়ার নিম্নলিখিত কোন যৌগটি আয়োডোফর্ম প্রস্তুত করবে ?  

      (A) CH3CH2CH2CH2CHO         (B) CH3CH2COCH2CH3

       (C) CH3CH2CH2CH2CH2OH     (D) CH3CH2CH2CH(OH)CH3

 

57.   Al(OEt)3 -র সাথে CH3CHO -র বিক্রিয়া এবং বিক্রিয়া পরবর্তী কার্যের ফলে উৎপন্ন হয়

       (A) কেবলমাত্র CH3COOCH2CH3      (B) CH3COOH এবং EtOH -র মিশ্রণ

       (C) কেবলমাত্র CH3COOH               (D) কেবলমাত্র EtOH

 

58.  ফ্রিডাল-ক্রাফট বিক্রিয়া MeCl এবং অনার্দ্র AlCl3 ব্যবহার করে সবথেকে ভাল সম্পন্ন হবে যার সঙ্গে সেটি হল

      (A) বেঞ্জিন        (B) নাইট্রোবেঞ্জিন       (C) অ্যাসিটোফেনোন        (D) টুলুইন

 

59.  ফেনল নিম্নলিখিত কোন ধর্মটি প্রকাশ করে  ?

      (A)  এটি জলীয় NaOH -এ দ্রাব্য এবং CO2 -র বুদবুদ সৃষ্টি করে জলীয় NaHCO3 - উপস্থিতিতে

      (B)  এটি জলীয় NaOH -এ দ্রাব্য এবং জলীয় NaHCO3 -র উপস্থিতিতে CO2 র বুদবুদ সৃষ্টি করে 

      (C)  এটি জলীয় NaOH -এ অদ্রাব্য কিন্তু জলীয় NaHCO-র সংস্পর্শে CO2 সৃষ্টি করে 

      (D)  এটি জলীয় NaOH -এ অদ্রাব্য এবং জলীয় NaHCO3 -র সংস্পর্শে CO2 সৃষ্টি করে না 

 

60.   অ্যানিলিনের ক্ষারকীয়তা মিথাইল অ্যামিন অপেক্ষা কম, কারণ

      (A)  MeNH 2 -তে Me মূলকের হাইপারকনযুগেটিভ ক্রিয়া   

      (B)  অ্যানিলিনে ফিনাইল মূলকের সংস্পন্দন ক্রিয়া 

      (C)  অ্যানিলিন অপেক্ষা মিথাইল অ্যামিনের কম আণবিক গুরুত্ব  

      (D)  MeNH2  -তে  -NH2 মূলকের সংস্পন্দন ক্রিয়া  

 

61.  সমরূপ অবস্থাতে SN1 বিক্রিয়া সবথেকে ভাল সংঘটিত হবে

     (A) টারট বিউটাইল ক্লোরাইড এর সঙ্গে          (B) 1-ক্লোরোবিউটেন এর সঙ্গে

     (C) 2-মিথাইল-1-ক্লোরোপ্রোপেন এর সঙ্গে      (D) 2-ক্লোরোবিউটেন এর সঙ্গে

 

62.  নিম্নলিখিত কোন পদ্ধতিতে  Me3CCO2H প্রস্তুত করা যেতে পারে ?

      (A) 1 mol  MeCOMe -র সাথে 2 moles MeMgl -এর বিক্রিয়ায়

      (B) 1 mol  MeCO2Me -র সাথে 3 moles  MeMgl -এর বিক্রিয়ায়

      (C) 1 mol  MeCHO -র সাথে 3 moles  MeMgl -এর বিক্রিয়ায়

      (D) 1 mol  ড্রাই আইসের সাথে 1 mol  Me3CMgl -এর বিক্রিয়ায়

 

63.  একটি ইলেক্ট্রোফাইলের জন্য নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির কোনটি থাকবে ?

     (A) এটি যে কোনো বস্তু যার ইলেক্ট্রন ঘাটতি রয়েছে এবং যা অধিক ইলেক্ট্রন সম্পন্ন C -সেন্টারের সাথে বিক্রিয়া করে

     (B) এটি যে কোনো বস্তু যার ইলেক্ট্রন প্রাচুর্য আছে এবং যা ইলেক্ট্রন ঘাটতি সম্পন্ন C -সেন্টারের সাথে বিক্রিয়া করে

     (C)  এটি ধনাত্বক আধান সম্পন্ন

     (D)  এটি ঋণাত্বক আধান সম্পন্ন

 

64.  নিম্নলিখিত কোন পদ্ধতিতে অধিক পরিমাণে  Me3COEt -র প্রস্তুতি সম্ভব  ?

    (A)  EtONa এবং Me3CCl কে মিশিয়ে

    (B)  Me3CONa এবং EtCl কে মিশিয়ে

    (C)  EtOH এবং Me3COH এর (1:1) মিশ্রণকে conc. H2SO-এর উপস্থিতিতে উত্তপ্ত করে

    (D)  Me3COH -র সাথে EtMgI -র বিক্রিয়া সংঘটিত করে

 

65.  58.5 gm NaCl  এবং 180 gm গ্লুকোজকে পৃথকভাবে 1000 ml জলে দ্রবীভূত করা হল । উৎপন্ন দ্রবণগুলির ক্ষেত্রে, জলের স্ফুটনাঙ্কের বৃদ্ধি বিষয়ে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক ? 

     (A)  NaCl দ্রবণের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের বৃদ্ধি অধিক হবে

     (B)  গ্লুকোজ দ্রবণের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের বৃদ্ধি অধিক হবে

     (C)  উভয়ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের বৃদ্ধি সমান হবে 

     (D)  কোনো ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের বৃদ্ধি লক্ষ্য করা যাবে না 

 

66.   সমওজনের CH4 এবং  H2 গ্যাস একটি ফাঁকা পাত্রের মধ্যে 25°C তাপমাত্রায় মেশানো হল । সামগ্রিক চাপের যত অংশ H2 দ্বারা হবে তা হল

        (A) 1/9         (B) 1/2        (C) 8/9         (D) 16/17

 

67.   নিম্নলিখিত কোন যৌগের ক্ষেত্রে রাউল্টের সূত্রের ঋণাত্বক বিচ্যুতি (negative deviation) লক্ষ্য করা যাবে ?

       (A) অ্যাসিটোন-বেঞ্জিন      (B) অ্যাসিটোন-ইথানল      (C) বেঞ্জিন-মিথানল      (D) অ্যাসিটোন-ক্লোরোফর্ম

 

68. একটি উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি কোনো একটি বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুন করা হয়, তাহলে সাম্যধ্রুবকের মান     

       (A) দ্বিগুণ হয়ে যাবে      (B) অর্ধেক হয়ে যাবে       (C) একই থাকবে       (D)  এক চতুর্থাংশ হবে

                                                          

69 .  একটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক ? 

     (A) এন্ট্রপি সর্বদা বৃদ্ধি পায়

     (B) এন্ট্রপির পরিবর্তন এবং প্রয়োজনানুগ এনথ্যাল্পির পরিবর্তন বিক্রিয়ার ভাগ্য নির্ধারণ করে 

     (C) এনথ্যাল্পি সর্বদা হ্রাস পায়

     (D) এনথ্যাল্পি এবং এন্ট্রপি উভয়ই অপরিবর্তিত থাকে 

 

70.  একটি বিক্রিয়ার আণবিকতার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক ? 

      (A)  এটি পূর্ণসংখ্যা অথবা ভাগ্নাংশ হাতে পারে

      (B)  এটিকে বিক্রিয়ার ক্রিয়া-কৌশল থেকে পরিমাপ করা যায়

      (C)  এটি কোনো একটি একধাপ (single step) রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহনকারী বিক্রিয়কের অণুর সংখ্যা

      (D)  কোনো একটি প্রাথমিক (elementary) বিক্রিয়ার ক্ষেত্রে এটি বিক্রিয়ার ক্রমের সাথে সমান হয়

 

Q. 71 থেকে Q. 80 প্রতিটি প্রশ্নে দুই নম্বর আছে ।

71.   H -অ্যাটমের প্রথম আয়নন শক্তি 13.6 eV হলে He -র দ্বিতীয় আয়নন শক্তি হল 

      (A) 27.2 eV         (B) 40.8 eV        (C) 54.4 eV       (D) 108.8 eV

 

72.   একটি 1000 ml (N/20) অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে প্রয়োজনীয় অক্সালিক অ্যাসিডের ওজন হল 

       (A) 126/100 gm      (B) 63/40 gm      (C) 63/20 gm      (D) 126/20 gm

 

73.   20 ml 0.1 (N) অ্যাসেটিক অ্যাসিডে 10 ml 0.1 (N)  NaOH দ্রবণের সাথে মেশানো হল । উৎপন্ন দ্রবণের pH হবে (অ্যাসেটিক অ্যাসিডের pKa হল 4.74)

       (A) 3.74         (B) 4.74         (C) 5.74        (D) 6.74

 

74.   বাদামী বলয়ের জটিল যৌগ [Fe(H2O)5(NO)]SO4 -এ নাইট্রিক অক্সাইডের উপস্থিতি হল

       (A) NO+ হিসাবে        (B) নিস্তড়িৎ NO অণু হিসাবে        (C) NO- হিসাবে       (D) NO2-  হিসাবে

 

75.   MeCOCH2CO2Et -র সবথেকে সুস্থির টটোমারিক এনল রূপটি হল

       (A) CH2 = C(OH)CH2CO2Et 

       (B) MeC(OH) = CHCO2Et

       (C) MeCOCH = C(OH)OEt

       (D) CH2 = C(OH)CH = C(OH)OEt

 

76.  ফুটন্ত টলুইনের মধ্য দিয়ে অধিক পরিমাণ Cl2(g) চালনা করলে কেবলমাত্র নিম্নলিখিত কোন যৌগটি উৎপন্ন হয় ?

   (A)Image removed.       (B)Image removed.     (C)Image removed.      (D)Image removed.

 

77.   টলুইন এবং ক্লোরোবেঞ্জিনের সম-মোলার মিশ্রণকে গাঢ় H2SO4 এবং গাঢ় HNO3 -র সাথে বিক্রিয়া করানো হল  । নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক ? 

        (A)  p- নাইট্রোটলুইন অধিক পরিমাণে উৎপন্ন হবে

        (B)  সম-মোলার পরিমাণ p-নাইট্রোটলুইন এবং p-নাইট্রোক্লোরোবেঞ্জিন উৎপন্ন হবে 

        (C)  p-নাইট্রোক্লোরোবেঞ্জিন অধিক পরিমাণে উৎপন্ন হবে

        (D)  m-নাইট্রোক্লোরোবেঞ্জিন অধিক পরিমাণে উৎপন্ন হবে

 

78.   নিম্নলিখিত কার্বোক্যাটায়নগুলির মধ্যে:  Ph2C+CH2Me (I),  PhCH2CH2CH+Ph (II), Ph2CHCH+Me (III) এবং  Ph2C(Me)CH2+ (IV), সুস্থিরতার ক্রম হল

        (A) IV > II > I > III       (B) I > II > III > IV      (C) II > I > IV > III      (D) I > IV  > III > II

 

79.   নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক ? 

       (A)  জল বাস্পায়িত হলে সিস্টেমের বিশৃঙ্খলা বৃদ্ধি পায়

       (B)  বরফের গলনের ফলে অনিয়মিততা (randomness) হ্রাস পায়

       (C)  জলীয় বাস্পের ঘনীভবন সিস্টেমের বিশৃঙ্খলা বৃদ্ধি করে  

       (D)  জল যখন বাস্পায়িত হয় তখন বাস্তবিক পক্ষে সিস্টেমের অনিয়মিততা কোনো পরিবর্তন হয় না 

 

80.   ‘C’ অ্যামপিয়ার তড়িৎ প্রবাহ ‘t’ সেকেন্ড সময় ধরে 1 লিটার 2 (M) CuSO4 দ্রবণের (Cu -র পারমাণবিক গুরুত্ব 63.5) মধ্য দিয়ে চালনা করলে, ক্যাথোড অধঃক্ষিপ্ত কপারের পরিমাণ ‘m’ (গ্রাম) হলো-

      (A) m = Ct/(63.5 x 96500)              (B) m = Ct/(31.25 x 96500)

      (C) m = (C x 96500)/(31.25 x t)      (D) m = (31.25 x C x t) / 96500

 ***

 

Tags

Comments

Related Items

WBJEE Biology Question Paper 2012(Ben)

                                                    Subject: Biological Sciences                   

Duration : Two Hours                                                                                 Maximum Marks : 100

WBJEE Mathematics Question Paper 2012 (Eng)

               Subject: Mathematics                          

 

Duration : Two Hours                                                                                         Maximum Marks :100

WBJEE-Physics & Chemistry-2012(Eng)

                                            Subject: Physics & Chemistry

 

Duration : Two Hours                                                                       Maximum Marks : 100

 

WBJEE Biology Question Paper 2012(Eng)

                                                    Subject: Biological Sciences                   

Duration : Two Hours                                                                              Maximum Marks : 100

WBJEE Mathematics Question Paper 2012 (Beng)

WBJEE 2012 Question paper on Mathematics Duration : Two Hours Maximum Marks :100 Q. 1 - Q. 60 প্রতিটি প্রশ্নে এক নম্বর আছে ।