আধুনিক যুগের ঐতিহাসিক উপাদান (Sources of Modern Indian History) :
আধুনিক যুগের ইতিহাস রচনার জন্য ঐতিহাসিক উপাদানের কোনো অভাব নেই । লেখ্যাগারে সঞ্চিত সরকারি নথিপত্র, বিভিন্ন বিদেশী, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাগজপত্র, সংবাদ পত্র ও সাময়িক পত্র, শাসক ও সরকারি কাজে নিযুক্ত কর্মচারীদের দিনপঞ্জী ব্যক্তিগত কাগজপত্র, আত্মজীবনী মূলক রচনা ও চিঠিপত্র, বিভিন্ন বেসরকারি কাগজপত্র ইত্যাদি থেকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করে ।
****
- 4629 views