ভারতের বিভিন্ন জনগোষ্ঠী (Different ethnic groups in India) :
আর্য, অনার্য, দ্রাবিড়, শক, হুন, পাঠান, মোঘল প্রভৃতি বিভিন্ন জাতিগোষ্ঠী ও ভাষাগোষ্ঠীর মানুষ এই ভারতবর্ষে বিভিন্ন সময়ে জমায়েত হয়েছিল । মানবগোষ্ঠীর এই বিচিত্র সমাবেশ দেখে ড: ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃ-তত্বের এক জাদুঘর' (Anthropological Museum) আখ্যা দিয়েছেন । ভারতবর্ষ এক মিশ্রজাতির দেশ । কোথাও সংমিশ্রণ বেশি হয়েছে, আবার কোথাও বা কম । বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিচিত্র সংমিশ্রনের ফলে কেউ নিজেকে কোনো বিশেষ গোষ্ঠীর শুদ্ধ রক্তের অধিকারী বলে দাবি করতে পারে না ।
মানুষের দৈহিক গঠন, মাথার খুলি, চোয়াল ইত্যাদি ও ভাষার ভিত্তিতে প্রাচীন ভারতের অধিবাসীদের কয়েকটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে ।
(ক) নর্ডিক বা আর্য জাতি (Nordic or Aryans) : গৌরবর্ণ, দীর্ঘকায় উন্নত নাসিকা সম্পন্ন লোক নর্ডিক জাতিগোষ্ঠীর বৈশিষ্ট্য । পাঞ্জাব, রাজপুতানা, উত্তর গাঙ্গেয় উপত্যকায় উচ্চ বর্ণের মধ্যে এদের পাওয়া যায় । এদের ভাষা থেকে সংস্কৃত ভাষার সৃষ্টি হয়েছে । এই জাতিই ভারতে হিন্দু সভ্যতার জনক ।
(খ) নেগ্রিটো (Negrito) : প্রস্তরযুগে ভারতে নেগ্রিটো জাতির বসবাসের নিদর্শন পাওয়া যায় । এরা বেঁটে, কালো, চুল কোঁকড়া, নাক চ্যাপটা । আফ্রিকার নিগ্রোজাতি থেকে উদ্ভুত নেগ্রিটো মানুষের অস্তিত্ব ভারতে আজ প্রায় বিরল । আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কোচিন, ত্রিবাঙ্কুর ও বিহারের রাজমহল পার্বত্য অঞ্চলে এবং আসামের কোনো কোনো অঞ্চলে এই গোষ্ঠীর কিছু মানুষ দেখা যায় ।
(গ) প্রোটো-অস্ট্রোলয়েড (Proto-Austroloid) : ভারতের বিভিন্ন স্থানে আদিম অধিবাসীদের মধ্যে এই জনগোষ্ঠী দেখা যায় । বিশেষ ভাবে মধ্য ভারতের কোল, ভিল, মুন্ডাদের মধ্যে এই জনগোষ্ঠী বেঁচে আছে ।
(ঘ) মোঙ্গলয়েড বা মঙ্গোলীয় জাতি (Mongoloid) : প্রাচীন ভারতীয় জনগোষ্ঠীর আর এক অংশ ছিল মঙ্গোলীয় জাতি । এদের গায়ের রং হলদে, নাক চ্যাপটা, গোঁফ-দাড়ি প্রায় শূন্য, চোখ ছোট । সিকিম, ভুটান, নেপাল, আসাম ও ভারত-মায়নামার সীমান্তে, পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরা প্রভৃতি স্থানে এই জাতির মানুষদের বসবাস করতে দেখা যায় ।
(ঙ) মেডিটেরানিয়ান বা ভুমধ্যসাগরীয় (Mediterranean) : এই জনগোষ্ঠীর মানুষদের মধ্যে অনেক উপবিভাগ আছে । তামিল, কন্নড়, মালয়ালিদের মধ্যে এক শ্রেণির মানুষ বেঁচে আছে, এদের গায়ের রং কালো ও উচ্চতায় মাঝারি । অন্য এক শ্রেণির গায়ের রং গৌর, চুল দীর্ঘ, চোখ কালো, দেহ সুঠাম । পাঞ্জাব ও উচ্চ গাঙ্গেয় উপত্যকায় এরা বাস করে । অন্য আর এক শ্রেণি পাঞ্জাব, রাজপুতানা ও পশ্চিম উত্তরপ্রদেশে বাস করে, এদের নাসিকা লম্বা ও গায়ের রং ফর্সা ।
(চ) আলপিনয়েড-দিনারিক-আর্মেনয়েড : আলপিনয়েড, দিনারিক ও আর্মেনয়েড এই তিন গোষ্ঠীর মানুষেরা প্রায় সারা ভারতে ছাড়িয়ে আছে । বাংলা, ওড়িশা, গুজরাটের কিছু অংশে, তামিল ও কানাড়া ভাষা-ভাষীদের মধ্যে দিনারিক জনগোষ্ঠীর ও গুজরাটে আলপিনয়েড জনগোষ্ঠীর উপস্থিতি পরিলক্ষিত হয় । সামান্য সংখ্যক আর্মেনয়েড জাতিগোষ্ঠীর লোক হচ্ছে বোম্বাই -এর পারসিরা ।
*****
- 6692 views