ভারতের শিল্প : এশিয়া মহাদেশের শিল্পোন্নত দেশগুলির মধ্যে ভারতের স্থান তৃতীয় । ভারতবর্ষ অতি প্রাচীনকাল থেকেই শিল্পসমৃদ্ধ । স্বাধীনতার পরবর্তী যুগে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে শিল্প কারখানা প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ভারতে শিল্পের ক্ষেত্রে নবযুগের সূচনা হয় । ফলে বিভিন্ন শিল্পক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের নিজস্ব চাহিদা মিটিয়ে উৎপাদিত দ্রব্যসামগ্রী বিদেশে রপ্তানি করাও সম্ভব হয়েছে । এখানে শুধুমাত্র (১) কার্পাস বয়ন শিল্প, (২) পাট শিল্প, (৩) লৌহ ও ইস্পাত শিল্প এবং (৪) ইঞ্জিনিয়ারিং শিল্পের আলোচনা করা হচ্ছে ।
*****
- 7854 views