H.S Exam 2009: Geography (Beng Ver)

Submitted by Anonymous (not verified) on Tue, 12/28/2010 - 20:26

HIGHER SECONDARY EXAM, 2009 Geography(Bengali Version)

Time: 3 Hours 15 Minutes -- Full Marks:100

 

বিভাগ ‘ক’

১।নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):  ১ x ১০=১০  

নীচে দেওয়া বিবৃতিগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাওঃ

ক) মিথেন / মরফিন / মেনথল একটি গ্রিণহাউস গ্যাস ।   অথবা,  জলদূষণ / বায়ুদূষণ/ মৃত্তিকাদূষণ-এর ফলে ‘ইউট্রিফিকেশন’ হয়।

খ) ধান প্রগাঢ় কৃষি / ব্যাপক কৃষি / বাগিচা কৃষির অন্যতম ফসল।   অথবা , কানাডা চা শিল্প / রেলপথ/ জলপথ ব্যবস্থার উন্নতির জন্য ‘সো্নালি চতুর্ভুজ’প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

গ) ভারতে সড়কপথ / রেলপথ / জলপথ ব্যবস্থার উন্নতির জন্য ‘সোনালি চতুর্ভুজ’প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। সঠিক শব্দের দ্বারা শূন্যস্থান পূরণ করোঃ

ঘ) আমেরিকা যুক্তরাষ্ট্রের পিটসবার্গ ............... শিল্পের জন্য প্রসিদ্ধ।

ঙ) ২০০১ সালের জনগণনা অনুসারে ভারতে স্ত্রী-পুরুষের অনুপাত ছিল ..............।  অথবা , ২০০১ সালের জনগণনা অনুসারে ভারতে জনসংখ্যার ঘনত্ব ছিল.............. জন প্রতি বর্গ কিলোমিটারে।

চ) ভারতের জনগনণা অনুসারে পৌ্র বসতি এলাকার জনসংখ্যা ...............জনের বেশি হওয়া দরকার। ‘হ্যাঁ’ অথবা ‘না’ লেখোঃ

ছ) আর্নেস্ট হেকেল সর্বপ্রথম ‘ইকোলজি’ শব্দটি ব্যবহার করেন।

জ) শিক্ষা মানব সম্পদ উন্নয়নের অন্যতম প্রধান শর্ত।   এক কথায় উত্তর দাওঃ

ঝ) পৃথিবীর মরু ও মরুপ্রায় অঞলে স্বল্প বৃষ্টিপাতের জন্য কী ধরণের উদ্ভিদ জন্মায়?

ঞ) গ্রামীণ জনবসতি কোন্ স্তরের অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে মূলত সংশ্লিষ্ট?

 

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে Attachment ক্লিক করুন:

***

 

Comments

Related Items