Polytechnic Exam - 2010 ( Physics )
Collected from Memory
Highlighted Option is the answer of the Questions
1. 147 gm ভরের একটি স্থিরাবস্থায় থাকা বস্তুর উপর 15 gm.wt বল প্রয়োগ করা হলে 2 sec পরে বস্তুটির বেগ হবে :
(a) 5 ms-1 (b) 2 ms-2 (c) 1 ms-1 (d) 3 ms-1
2. যদি অসমান ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হয় , তাহলে :
(a) হালকা বস্তুর গতিশক্তি বেশী (b) ভারী বস্তুর গতিশক্তি বেশী (c) উভয় বস্তুর গতিশক্তি সমান (d) তথ্য অসম্পূর্ণ । এর থেকে বলা যায় না কার গতি শক্তি বেশী ।
3. সমতল দর্পনে একটি দেওয়াল ঘড়ির প্রতিবিম্ব দেখে সময় মনে হল দুটো বেজে পাঁচ মিনিট । প্রকৃত সময় হবে :
(a) 11-55 (b) 9-55 (c) 9-45 (d) 11-50
4. কাঁচের মধ্যে নিম্নোক্ত রঙের আলোর বেগ সর্বাপেক্ষা বেশী ।
(a) লাল (b) কমলা (c) সবুজ (d) বেগুনী
5. একটি বেলুনে 95 cm পারদস্তম্ভের চাপে 0.8 লিটার বায়ু ভরা আছে । উষ্ণতা স্থির রেখে চাপ কমিয়ে 76 cm পারদস্তম্ভে আনা হলে ঐ বাতাসের আয়তন হবে :
(a) 1 লিটার (b) 0.5 লিটার (c) 1.2 লিটার (d) 1.25 লিটার
6. একটি শব্দতরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বাড়লে ওর তীক্ষ্ণতা :
(a) বাড়বে (b) কমবে (c) একই থাকবে (d) কোনটিই নয়
7. ' BEUTIFUL ' শব্দের প্রতিধ্বনি স্পষ্টভাবে শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে নুন্যতম দুরত্ব হবে ( বায়ুতে শব্দের বেগ = [tex]340 m{s^{ - 1}}[/tex] )
(a) 17 m (b) 34 m (c) 85 m (d) 102 m
8. একটি বেহালা এবং একটি পিয়ানো একই কম্পাঙ্ক ও একই প্রাবল্যের শব্দ নির্গত করছে । তা সত্ত্বেও ওদের পৃথকভাবে সনাক্ত করা যায় কারণ :
(a) ওদের তরঙ্গদৈর্ঘ্য পৃথক (b) ওদের বিস্তার পৃথক (c) ওদের তরঙ্গরূপ পৃথক (d) ওরা বিভিন্ন উপাদান দিয়ে তৈরী
9. একটি পরিবাহী তারকে বাঁকিয়ে ABC ত্রিভুজ তৈরী করা হয়েছে । AB, BC এবং CA বাহুগুলির রোধ যথাক্রমে 40, 60 এবং 100 [tex]\Omega [/tex] হলে A এবং B বিন্দুর মধ্যে তুল্য রোধ হবে :
(a) 200 [tex] \Omega [/tex] (b) 20 [tex] \Omega [/tex] (c) 32 [tex] \Omega [/tex] (d) 50 [tex] \Omega [/tex]
10. আদর্শ ভোল্টামিটারের রোধ হওয়া উচিৎ :
(a) শুন্য (b) খুবই কম, কিন্তু শুন্য নয় (c) অসীম (d) খুব বৃহত , কিন্তু অসীম নয়
11. উষ্ণতা বৃদ্ধি করা হলে :
(a) অ্যালুমিনিয়ামের রোধাঙ্ক কমে , জার্মেনিয়ামের বাড়ে
(b) রুপা ও কার্বন উভয়েরই রোধাঙ্ক বাড়ে
(c) তামার রোধাঙ্ক বাড়ে , সিলিকনের কমে
(d) অ্যালুমিনিয়াম ও তামা উভয়েরই রোধাঙ্ক কমে
12. 1074 ক্যালোরি তাপ দ্বারা [tex]{100^ \circ }C[/tex] তে কী পরিমাণ জলকে বাষ্প করা যাবে ?
(a) 2 g (b) 200 g (c) 2 kg (d) 1074 g
13. 2V তড়িৎচালক বল ও 10 [tex]ohm[/tex] অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি তড়িৎকোষকে 40 [tex]ohm[/tex] রোধের দুই প্রান্তের সঙ্গে যুক্ত করা হল । এখন তড়িৎকোষের ভোল্টেজ :
(a) 2 V (b) 1.6 V (c) 2.4 V (d) 1.4 V
14. 1 eV এর সমান :
(a) [tex]1.6 \times {10^{10}}[/tex] আর্গ (b) 1 জুল (c) [tex]1.6 \times {10^{10}}[/tex] জুল (d) 1 আর্গ
15. প্রমান বায়ুমন্ডলীয় চাপে 1 লিটার গ্যাসের উষ্ণতা 300 K থেকে [tex]{327^ \circ }C[/tex] তে তোলা হলে গ্যাসের আয়তন হবে :
(a) 27 লিটার (b) 4 লিটার (c) 0.5 লিটার (d) 2 লিটার
16. 6 ফুট লম্বা ব্যক্তি 9 ফুট উচ্চতায় অবস্থিত একটি ল্যাম্প থেকে 3 দুরত্বে দন্ডায়মান । তার ছায়ার দৈর্ঘ্য কত ?
(a) 3 ফুট (b) 6 ফুট (c) 9 ফুট (d) 12 ফুট
17. সুচি চুম্বকের সাহায্যে নির্ণয় করা হয় -
(a) তড়িৎ ক্ষেত্রের অভিমুখ (b) উত্তর মেরুর শক্তি (c) চৌম্বক ক্ষেত্রের অভিমুখ (d) দক্ষিণ মেরুর শক্তি
18. X-রশ্মি হল :
(a) ক্যাথোড অঞ্চল থেকে নিঃসৃত ইলেকট্রন
(b) 1-এর কাছাকাছি তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
(c) অ্যানোড অঞ্চল থেকে নিঃসৃত ইলেকট্রন
(d) 1000 m. এর কাছাকাছি তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
19. [tex]{}_Z^Ax[/tex] নিউক্লাইড [tex]\beta [/tex] -বিকিরনের ফলে লব্ধ নিউক্লাইড :
(a) [tex]{}_{Z - 1}^{A - 1}X[/tex] (b) [tex]{}_{Z + 1}^{A - 1}X[/tex] (c) [tex]{}_{Z + 1}^{A}X[/tex] (d) [tex]{}_{Z - 1}^{A + 1}X[/tex]
20. [tex]{10^{ - 6}}\Omega [/tex] m রোধাঙ্কের পদার্থ দিয়ে তৈরি 10m দীর্ঘ এবং [tex]{10^{ - 6}}[/tex]m2 প্রস্থচ্ছেদের তারের রোধ :
(a) [tex]{10^{ 6}}\Omega [/tex] (b) [tex]{10^{ - 6}}\Omega [/tex] (c) [tex]1 \Omega [/tex] (d) [tex]10 \Omega [/tex]
21. আবিষ্ট তড়িৎচালক বল যে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয় সেটি হল :
(a) ওহমের সুত্র (b) ফ্যারাডের সুত্র (c) কুলম্বের সুত্র (d) অ্যাম্পিয়ারের সুত্র
22. কোলকাতার একটি কাঠের বাক্সের ওজন 5 kg-wt । গ্রীণল্যান্ডে গেলে ঐ বাক্সের ওজন হবে :
(a) 5 kg-wt (b) 5 kg-wt অপেক্ষা বেশী (c) 5 kg-wt অপেক্ষা কম (d) কাঠের প্রকৃতির উপর নির্ভর করে ওজন 5 kg-wt অপেক্ষা বেশী বা কম হতে পারে ।
23. একটি বিকারে রাখা তরলে একটি বাস্তু ভাসছে । সমগ্র সংস্থাটি অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল । বস্তুর উপর তরলের দ্বারা প্রযুক্ত প্রবতার মান :
(a) অপসারিত তরলের ওজনের সমান (b) বায়ুতে বস্তুর ওজনের সমান (c) সম আয়তনে তরলের ওজনের সমান (d) শূন্য
24. কোন্ এককযুগ্ম একই ভৌতরাশিকে সূচিত করে ?
(a) কেলভিন ও ক্যালরি (b) কেলভিন ও জুল (c) জুল ও ক্যালরি (d) সেলসিয়াস ও ক্যালরি
25. কাঁচ থেকে জলে প্রবেশ করলে আলোর ক্ষেত্রে নিচের কোন রশিটি অপরিবর্তিত থাকে ?
(a) বেগ (b) তরঙ্গদীর্ঘ্য (c) কম্পাঙ্ক (d) কোনটাই নয়
26. 'ফার্মি' নীচের কোনটির পরিমাপের একক ?
(a) ভর (b) দৈর্ঘ্য (c) আয়তন (d) সময়
27. চাঁদে একটি বস্তুর ওজন 19.56 নিউটন । পৃথিবীতে ঐ বস্তুর ওজন হবে (g = 1.63 ms-2 চাঁদে, g = 10 ms.2 পৃথিবীতে )
(a) 120 N (b) 100 N (c) 110 N (d) 90 N
28. সালোকসংশ্লেষ প্রক্রিয়াকালে শক্তির যে রুপান্তর ঘটে তা হল :
(a) তাপশক্তি তড়িৎশক্তিতে (b) আলোকশক্তি রাসায়নিক শক্তিতে (c) তাপশক্তি রাসায়নিক শক্তিতে (d) তড়িৎশক্তি রাসায়নিক শক্তিতে
29. বিশুদ্ধ কেলাসিত পদার্থের ক্ষেত্রে :
(a) স্বাভাবিক গলনাঙ্ক হিমাঙ্কের চেয়ে বেশী হয়
(b) স্বাভাবিক গলনাঙ্ক হিমাঙ্কের চেয়ে কম হয়
(c) স্বাভাবিক গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান হয়
(d) স্বাভাবিক গলনাঙ্ক হিমাঙ্কের চেয়ে বেশী বা কম হতে পারে
30. SI এককে বরফ গলনের লীনতাপ হল :
(a) [tex]3.36 \times {10^3}JK{g^{ - 1}}[/tex] (b) [tex]3.36 \times {10^4}JKg[/tex] (c) [tex]3.36 \times {10^5}JKg[/tex] (d) [tex]3.36 \times {10^5}JK{g^{ - 1}}[/tex]
31. একটি বস্তুর তাপমাত্রা [tex]30^\circ C[/tex] থেকে বেড়ে [tex]80^\circ C[/tex] হল । ফারেনহাইট স্কেলে বস্তুটির তাপমাত্রা বৃদ্ধি হল :
(a) [tex]90^\circ [/tex] (b) [tex]60^\circ [/tex] (c) [tex]80^\circ [/tex] (d) [tex]85^\circ [/tex]
32. একটি কেটলী ( জলসম W গ্রাম ) এবং তার মধ্যের জল ( M গ্রাম ) শীতল হয়ে [tex]80^\circ C[/tex] থেকে [tex]40^\circ C[/tex] তাপমাত্রায় এল । কেটলীর জল সমপরিমাণ তাপ বর্জন করবে যখন :
(a) W > M (b) W < M (c) W = M (d) W, M এর চেয়ে বড় বা ছোট যাই হোক না কেন
33. একটি বন্ধ পাত্রে রক্ষিত একটি গ্যাসের চাপ 0.4% বাড়ানো হলে তাপমাত্রা [tex]1^\circ C[/tex] বাড়ে । গ্যাসটির প্রাথমিক তাপমাত্রা ছিল :
(a) 250 K (b) [tex]250^\circ C[/tex] (c) 25 K (d) 2500 K
34. একটি আলোকরশ্মি একটি সমতল দর্পনে E কোণে আপতিত হল । প্রতিফলনের ফলে চ্যুতিকোণ হবে :
(a) [tex]100^\circ [/tex] (b) [tex]120^\circ [/tex] (c) [tex]110^\circ [/tex] (d) [tex]130^\circ [/tex]
35. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ
(a) তীক্ষ্মতা একটি ভৌতরাশি কিন্তু কম্পাঙ্ক নয় (b) তীক্ষ্মতা কম্পাঙ্কের কারণ (c) তীক্ষ্মতা কম্পাঙ্কের ফল (d) কম্পাঙ্ক কেবলমাত্র সুরযুক্ত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য
36. কতগুলি ইলেকট্রন 4 কুলম্ব আধান বহন করে ?
(a) [tex]3 \times {10^{19}}[/tex] (b) [tex]3 \times {10^{18}}[/tex] (c) [tex]20 \times {10^{18}}[/tex] (d) [tex]25 \times {10^{18}}[/tex]
37. দুটি পরিবাহী সমান্তরাল সমবায়ে যুক্ত । তাদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রার অনুপাত 3 : 5 হলে তাদের রোধের অনুপাত হল :
(a) 3 : 5 (b) 1 : 5 (c) 5 : 3 (d) 2 : 5
38. আমাদের দেশে ব্যবহৃত আর্থিং তারের প্লাস্টিক অন্তরকের রং সাধারনত :
(a) লাল (b) কালো (c) নীল (d) সবুজ
39. তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যেতে পারে :
(a) কুণ্ডলীর পাক সংখ্যা কমিয়ে (b) কুণ্ডলীতে প্রবাহ মাত্র বাড়িয়ে (c) মেরু দুটির মধ্যে দুরত্ব বাড়িয়ে (d) কাঁচা লোহার মজ্জার পরিবর্তে তামার মজ্জা ব্যবহার করে
40. বার্লো চক্র প্রদর্শন করে :
(a) তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া (b) চুম্বকের উপর তড়িৎপ্রবাহের ক্রিয়া (c) তড়িৎপ্রবাহের উপর তড়িৎপ্রবাহের ক্রিয়া (d) চুম্বকের উপর চুম্বকের ক্রিয়া
41. নিম্নলিখিত রশ্মিগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী হল :
(a) [tex] \alpha[/tex] -রশ্মি (b) [tex]\beta [/tex] -রশ্মি (c) [tex]\gamma [/tex] -রশ্মি (d) [tex]x[/tex] -রশ্মি
42. [tex]IA\limits^ \circ [/tex] তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট x -রশ্মির কম্পাঙ্ক হল : [tex](IA\limits^ \circ - {10^{ - 10}}n)[/tex] :
(a) [tex]30 \times {10^{18}}[/tex] (b) [tex]3 \times {10^{17}}[/tex] (c) [tex]3 \times {10^{18}} [/tex] (d) [tex]3 \times {10^{16}}[/tex]
43. 100 kg কয়লা 100 m উচ্চতায় তুলতে কৃতকার্য :
(a) [tex]98 \times 10^{3}[/tex] J (b) [tex]10^{4}[/tex] J (c) 980 J (d) 9.8 J
44. উত্তল দর্পনের ব্যবহার :
(a) দাড়ি কমানোর আয়না (b) ভিউ ফাইন্ডার (c) সাধারণ আয়না (d) অভিসারী আয়না
45. এক দীর্ঘদৃষ্টিসম্পন্ন ব্যক্তির -40 cm ফোকাস দুরত্বের লেন্স দরকার হয় । লেন্সটির ক্ষমতা :
(a) -40 D (b) -2.5 D (c) + 2.5 D (d) + 40 D
46. শূন্যে রকেটের ত্বরণ সৃষ্টি করা যায় কোন নিয়ম অনুযায়ী ?
(a) শক্তি সংরক্ষণ (b) নিউটনের দ্বিতীয় গতিসুত্র (c) নিউটনের তৃতীয় গতিসুত্র (d) ভর সংরক্ষণ
47. আন্তর্জাতিক পদ্ধতিতে তড়িৎক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের একক :
(a) NC.1 ও টেসলা (b) NA.1 ও গাউস (c) NCm.1 ও ওরষ্টেড (d) NA.1 ও ওরষ্টেড
48. নির্দিষ্ট ভরের একটি পদার্থের মধ্যে অনুর সংখ্যা হিসাব করা হয় নিম্নের কোন ধ্রুবকের সাহায্যে ?
(a) বোল্টজম্যান ধ্রুবক (K) (b) গ্যাস ধ্রুবক (R) (c) অ্যাভোগাড্রো সংখ্যা (N0) (d) মহাকর্ষীয় ধ্রুবক (G)
49. রামধনুর সুন্দর বর্ণগুলি কোন প্রক্রিয়ার জন্য হয় :
(a) আলোর প্রতিফলন (b) আলোর ব্যতিচার (c) আলোর অপবর্তন (d) আলোর বিচ্ছুরণ
50. জলের হিমাংক ও স্ফুটনাঙ্ক চাপের সঙ্গে কিরূপ পরিবর্তিত হয় ?
(a) হিমাংক বৃদ্ধি পায় এবং স্ফুটনাঙ্ক হ্রাস পায়
(b) হিমাংক হ্রাস পায় এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
(c) হিমাংক এবং স্ফুটনাঙ্ক উভয়ই বৃদ্ধি পায়
(d) হিমাংক এবং স্ফুটনাঙ্ক উভয়য় হ্রাস পায়
****