WBCHSE H.S Exam 2015 Bengali (1st Language) Suggestion

Submitted by Anonymous (not verified) on Thu, 03/05/2015 - 12:19

PART- B 

দ্বাদশ শ্রেণি

বাংলা ‘ক’ ভাষা (নতুন পাঠক্রম)

সময় – ৩ ঘন্টা ১৫ মিনিট        পূর্ণমান – ৮০

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে । বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে । ডানপাশে প্রশ্নের পূর্ণমান দেওয়া আছে ।

 

১। ঠিক উত্তরটি নির্বাচন করো । ১ x ১৮ = ১৮

১.১ ‘এ অপরাধের প্রায়শ্চিত্ত কী’ – কোন অপরাধের কথা বলা হয়েছে –

ক) সব জেনে শুনে ঘরে বসে থাকাImage removed.

 খ) সব জেনে শুনেও এতকাল চারবেলা খাওয়াImage removed.

গ) সব জেনে শুনে লঙ্গরখানা না খোলাImage removed.

ঘ) সব শুনেও কিছু না বলা ।Image removed.

 

১.২ ‘ভুরিভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয়’- একথার বক্তা হলেন –

ক) মৃত্যুঞ্জয়Image removed.

খ) নিখিলImage removed.

গ) টুনুর মাImage removed.

ঘ) লেখক নিজেImage removed.

 

১.৩ ‘কনকপানি’ চালের ভাত খান –

ক) বড়বাবু      Image removed.  

খ) মেজবাবুImage removed.

গ) ছোট বাবুImage removed.

ঘ) পিসিমাImage removed.

 

১.৪ ‘একসময় দাগি ডাকাত’ ছিল –

ক) ফজলু শেখImage removed.

খ) নিবারণ বাগদিImage removed.

গ) করিম ফরাজিImage removed.

ঘ) নকড়ি নাপিতImage removed.

 

১.৫ ‘বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয়’-

ক) পউষে বাদলাImage removed.

খ) ডাওরImage removed.

গ) কালবৈশাখীImage removed.

ঘ) ফাঁপি Image removed.

 

১.৬ ‘ভারতবর্ষ’ গল্পে বাজারের পিছনে আছে একটি –

ক) চায়ের দোকান   Image removed.

খ) ভাঙা কারখানাImage removed.

গ) ইট ভাটাImage removed.

ঘ) ফাঁকা মাঠImage removed.

 

১.৭ ‘The night is calling me’ –সংলাপটি কার লেখা –

ক) বার্নাড শ  Image removed.  

খ) শেলীImage removed.

গ) শেক্সপীয়রImage removed.

ঘ) বায়রনImage removed.

 

১.৮ রজনীকান্ত বাবু রামব্রীজকে কত টাকা ‘বক্‌শিস’ দিয়েছিলেন ?

ক) চার টাকা  Image removed. 

খ) তিন টাকাImage removed.

গ) দু টাকাImage removed.

ঘ) এক টাকাImage removed.

 

১.৯ ‘বহুরুপী তখন লাটে উঠবে’ – বহুরূপী একটি –

ক) বিদ্যালয়Image removed.

খ) পাঠশালাImage removed.

গ) নাট্যগোষ্ঠীImage removed.

ঘ) গ্রামImage removed.

 

১.১০ ‘আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত...’

ক) অভাবImage removed.

খ) বিভাবImage removed.

গ) গীতিনাট্যImage removed.

ঘ) প্রহসনImage removed.

 

১.১১ ‘মহুয়ার দেশ’ কবিতায় রাতের নির্জন- নিঃসঙ্গতাকে আলোড়িত করে –

ক) নিশাচরের কোলাহল Image removed.   

খ) শিকারির পদসঞ্চারImage removed.

গ) অবসন্ন মানুষের আনাগোনাImage removed.

ঘ) সমুদ্রের দীর্ঘশ্বাসImage removed.

 

১.১২ কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম –

ক) সোনার তরী  Image removed.  

খ) ঝরাপালক     Image removed.   

গ) জলপাই কাঠের এসরাজImage removed.

ঘ) সোনার মাছি খুন করেছিImage removed.

 

১.১৩ ‘নাই যদি হয় ক্রোধ’ – ক্রোধের কারণ –

ক) দুর্নীতিImage removed.

খ) ভাইয়ে ভাইয়ে লড়াইImage removed.

গ) ধর্মদ্রোহীতাImage removed.

ঘ) নিহত ভাইয়ের শবদেহImage removed.

 

১.১৪ ‘অলৌকিক’ গল্পে নিরস্ত্র ভারতীয়দের ওপর গুলি করেছিল –

ক) দুষ্কৃতিরা Image removed.    

খ) ফিরিঙ্গিরাImage removed.

গ) সৈন্যরাImage removed.

ঘ) আতঙ্কবাদীরাImage removed.

 

১.১৫ ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় লিমা হল –

ক) পেরুর রাজধানী   Image removed.  

খ) চিলির রাজধানীImage removed.

গ) চীনের রাজধানীImage removed.

ঘ) মিশরের রাজধানীImage removed.

 

১.১৬ বাংলা বর্নমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি –

ক) ৭ টিImage removed.

খ) ৯ টিImage removed.

গ) ১১ টিImage removed.

ঘ)১২ টিImage removed.

 

১.১৭ একজন উল্লেখযোগ্য কবিয়াল হলেন –

ক) লালনImage removed.

খ) রামপ্রসাদImage removed.

গ) হরু ঠাকুরImage removed.

ঘ) গোবিন্দদাসImage removed.

 

১.১৮ ভারতীয় চলচিত্রের জনক  বলা হয় –

ক) রবীন্দ্রনাথ ঠাকুরকেImage removed.    

খ) নজরুল ইসলামকেImage removed.

গ) দাদা সাহেব ফালকেকেImage removed.

ঘ) অমিতাভ বচ্চনকে Image removed.

 

২। কমবেশি ২০ টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও । ১x১২=১২

২.১ ‘তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে ।’- কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়েছিল ?

উত্তরঃ  

২.২ পউষে বাদলা সম্পর্কে গ্রামের ‘ডাকপুরুষের’ পুরনো ‘বচন’ কী ?

উত্তরঃ

২.৩ ‘সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন’ – সেটা মাথায় পড়বে কেন ?

উত্তরঃ

২.৪ ‘এই রে – পুলিশ আসছে । লাগল ঝঞ্ঝাটা ।’- পুলিশ আসছিল কেন ?

উত্তরঃ

২.৫ ‘রূপনারানের কূলে’ কবিতায় ‘মৃত্যুতে সকল দেনা’ কীভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন ?

উত্তরঃ

২.৬ ‘সুন্দর বাদামী হরিণ’ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন্‌ কোন্‌ বনে ঘুরেছিল ?

উত্তরঃ

২.৭ ‘আমি দেখি’ কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করেছে ?

উত্তরঃ

২.৮ ‘আমি তা পারিনা’ – কে কী পারেন না ?

উত্তরঃ

২.৯ ‘...... স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব ।’ – কেন ফিলিপ কেঁদেছিল ?

উত্তরঃ

২.১০ সমাস কাকে বলে ?

উত্তরঃ

২.১১ উপসর্গ কাকে বলে ?

উত্তরঃ

২.১২ লোক- নিরুক্তি কাকে বলে ?

উত্তরঃ

২.১৩ ক্র্যানবেরি রূপমূল বলতে কী বোঝ ?

উত্তরঃ

২.১৪ মুন্ডমাল শব্দ কাকে বলে ?

উত্তরঃ

২.১৫ বিভক্তি বলতে কী বোঝ ?

উত্তরঃ

২.১৬ উপসর্গ কাকে বলে ?

উত্তরঃ

২.১৭ অবিভাজ্য ধ্বনি বলতে কী বোঝ ?

উত্তরঃ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

PART-B 

দ্বাদশ শ্রেণি

বাংলা ‘ক’ ভাষা (নতুন পাঠক্রম)

সময় – ৩ ঘন্টা ১৫ মিনিট        পূর্ণমান – ৮০

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে । বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে । ডানপাশে প্রশ্নের পূর্ণমান দেওয়া আছে ।

 

 

৩। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৩.১ ‘কে বাঁচায় কে বাঁচে’ গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় চরিত্রটির ব্যাখ্যা দাও ।                                                             

৩.২ ‘কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে- ’- সে বলতে কার কথা বলা হয়েছে ? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন ?

৩.৩ ‘সে সময় এলো এক বুড়ি’ – কোন সময়ের কোথা বলা হয়েছে ? বুড়িটির পরিচয় দাও ।

৩.৪ ‘হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল।’- কোন্‌ দৃশ্যকে কেন অদ্ভুত বলা হয়েছে ?

৩.৫ ‘তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য’ – এখানে অদ্ভুত দৃশ্যটা নিজের ভাষায় লিখ ।

৩.৬‘এ ভাবে দেশের লোককে বাঁচানো যায় না ।’- বক্তা কে ? কেন বাঁচানো যায় না ব্যাখ্যা করো ।

৩.৭‘দেরি করে আপিসে আসে, কাজে ভুল করে,’- কে দেরি করে আপিসে আসে ? কেন সে দেরিতে আপিসে আসে ? উক্ত ঘটনায় চরিত্রের কোন দিকটি ফুটে উঠে ?

৩.৮‘নিখিল চরিত্রের প্রয়োজন ও পরিমিতি কতটা রক্ষিত হয়েছে ‘কে বাঁচে, কে বাঁচায়’ গল্প অবলম্বনে আলোচনা করো ।

৩.৯ ‘দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই জগতে ।’ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ কর ।

 

৪। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৪.১ ‘কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই’ - বক্তা কে ? বক্তার এরকম মনে করার কারণ কী ?  ১+৪

৪.২ ‘আমাদের দিন ফুরিয়েছে!’ – কে , কোন্‌ প্রসঙ্গে এই উক্তি করেছেন ? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো । ২+৩

৪.৩ ‘নানা রঙের দিন’ নাটকে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের সম্পর্কে রজনীবাবুর কী মতামত এবং কেন?

৪.৪ “যারা বলে ‘নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প’- তারা সব গাধা”- বক্তার এই মনোভাবের কারণ কী?

৪.৫“তোমার ওই পাবলিক… কাউকে বিশ্বাস করিনা”- বক্তার বিশ্বাস না করার কারণ কী ?

. ‘আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ‘অভাব’ নাটক ।’- এই মন্তব্যের আলোকে বিভাব কোন্‌ অর্থে যথার্থ নামকরণের মর্যাদা লাভ করে বলে তোমার মনে হয় , তা সংক্ষেপে আলোচনা কর ।

৪.৭ ‘এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে ?’- কোন ঘটনায় কেন লোকের হাসি পাবে ? কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর ।

 

৫। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৫.১ ‘রুপনারাণের কূলে’ কবিতায় কবির এক গভীর দার্শনিক চেতনার প্রকাশ ঘটেছে – আলোচনা কর ।

৫.২ জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় চিত্রিত হয়েছে একটি নিরীহ হরিণের প্রাণ বাঁচানোর প্রচেষ্টা, অন্যদিকে হৃদয়হীন মানুষের রসনাপ্রিয় মানসিকতা – কবিতা অনুসরণে তার পরিচয় দাও ।

৫.৩ ‘আমি কি তাকাব আকাশের দিকে ।’ কোন কবিতার অংশ ? কে আকাশের দিকে তাকাবে ? কেন তিনি আকাশের দিকে তাকাবেন ?

৫.৪ ‘কেন তবে লেখা, কেন গান গাওয়া ।’ বক্তা  কোন প্রসঙ্গে বলেছেন তা  ব্যাখ্যা কর ।

৫.৫ রবীন্দ্রনাথের অন্তিম জীবনের ছায়াপাত  ঘটেছে ‘রূপনারানের কূলে’ কবিতায় – ব্যাখ্যা কর ।

৫.৬ ‘জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।’- বক্তা কে ? তিনি কীভাবে জেনেছিলেন ‘এ জগৎ’ স্বপ্ন নয় ?

 

 

৬। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৬.১ ‘রাজারা কি পাথর ঘাড়ে করে আনত ?’- প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা কর । ১+৪

৬.২ ‘’সারাদিন এক ফোঁটা জল মুখে দিতে পারিনি’ – বক্তা কে ? তিনি মুখে জল দিতে পারেননি কেন ?  ১+৪

৬.৩ ‘কে বানিয়েছিল সাত দরজাওয়ালা থীব্‌স?’ – ‘থীব্‌স’ কী ? এই বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা কর ।

৬.৪ ‘পাতায় পাতায় জয়,

জয়োৎসবের ভোজ বানাত কারা ?’- ‘পাতায় পাতায় জয়’ কথাটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন ? জয়োৎসবের ভোজ যারা বানাত তাদের সম্পর্কে কবির কী বক্তব্য ?

 

৭। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৭.২ ‘... চেংমানের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে ।’ – চেংমান কে ? কেন তার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছিল ?  ১+৪

৭.২ ‘আমার বাংলা’ গ্রন্থ অনুসারে হাজং সমাজের যে পরিচয় আমরা পাই, তা সংক্ষেপে লিখ । ৫

৭.৩ ‘এক ফোঁটা দুধের জন্য পরের দুয়োরে হাত পাততে হয়।’- কার হাত পাততে হয় ? কেন তারা হাত পাতে?

‘পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং’ হাজং শব্দের অর্থ কী ? কেন তাদের হাজং বলা হয়? 

৭.৪ ‘তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো ।’- কার দিকে হাত বাড়ানোর কথা বলা হয়েছে ? তাকে কেন এবং কীভাবে সাহায্য করতে হবে বলে লেখক মনে করেন ?

৭.৫ ‘ছাতির বদলে হাতী’ গদ্যাংশটির তাৎপর্য আলোচনা কর ।

৭.৬ ‘শহরে নাকি খুব আলো?’- এ কথা কে বলেছে ? যে ইচ্ছা প্রসঙ্গে সে একথা বলেছে তা বিবৃত করে তাঁর ইচ্ছাপূরণ না হওয়ার কারণ আলোচনা কর ।

৭.৭  সুভাষ মুখোপাধ্যায়ের ‘আমার বাংলা’ গ্রন্থের ‘ভূমিকা’ অংশটির গুরুত্ব আলোচনা কর ।

 

৮। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন দুটি প্রশ্নের উত্তর দাও । ৫x২=১০

৮.১ বাংলা সঙ্গীতের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব আলোচনা কর ।

৮.২ বাঙালীর বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসুর অবদান সংক্ষেপে লিখ ।

৮.৩ চলচ্চিত্রের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লিখ ।

৮.৪ ‘পট’ বলতে কী বোঝ ? বাঙালীর শিল্পকলার ইতিহাসে পট চিত্রের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর ।

৮.৫ ‘তথ্যচিত্র’ বলতে কী বোঝ ? বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তথ্যচিত্রের গুরুত্ব আলোচনা কর ।

৮.৬ লোকক্রীড়া বলতে কী বোঝ ? তোমার এলাকায় প্রচলিত কয়েকটি লোকক্রীড়া সম্পর্কে সংক্ষেপে লিখ ।

৮.৭ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমারের অবদান সংক্ষেপে লিখ ।

৮.৮ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সূচিত্রা সেনের অবদান সংক্ষেপে লিখ ।

৮.৯ বাংলা সঙ্গীতের ইতিহাসে মান্না দের ভূমিকা নিরূপন কর ।

৮.১০ চিত্রশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।

৮.১১ বাংলা গানের ইতিহাসে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।  

 

৯। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৯.১ বাক্য কাকে বলে ? বাক্যের উদ্দেশ্য অংশ ও বিধেয় অংশ কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও ।

৯.২ ‘তৎসম’, ‘তদ্ভব’ ও ‘অর্ধতৎসম’ শব্দ কাকে বলে ? উদাহরণ সহ বুঝিয়ে দাও ।

৯.৩ ধ্বনির আগম কয় প্রকার ও কী কী ? স্বরাগম বলতে কী বোঝ ? আদি ও মধ্য স্বরাগম উদাহরণসহ আলোচনা করো ।

৯.৪ বাক্যতত্ব কী ? বাক্যের পদক্রমে উদ্দেশ্য ও বিধেয়ের অবস্থান সম্পর্কে আলোচনা করো ।

৯.৫ বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক?

৯.৬  শব্দার্থের অপকর্ষ বা অবনতি বলতে কী বোঝ ? উদাহরসহ আলোচনা কর ।

৯.৭ ধ্বনি পরিবর্তনের বাহ্যিক কারণ আলোচনা করো ।

৯.৮  শৈলী কী এবং কেন – আলোচনা করো ।

৯.৯ শব্দার্থের পরিবর্তনের মূল কারণগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও ।

৯.১০ বাংলা অবিভাজ্য ধ্বনি সম্পর্কে আলোচনা কর।

৯.১১ রূপ বলতে কী বোঝ ? রূপ এবং দলের মধ্যে পার্থক্যটি বুঝিয়ে দাও ।

৯.১২ সহরূপ বলতে কী বোঝ ?’রূপমুল যদি একটি ধারনা হয়, রূপ তার বাস্তব’ বিষয়টি বুঝিয়ে দাও । 

 

১০। কমবেশি ৪০০ শব্দের মধ্যে যে- কোন ১ টি প্রবন্ধ রচনা করো । ১০x১=১০

১০.১ মোবাইল ফোনের ব্যবহার ও ছাত্রসমাজ ।

১০.২ পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় ।

১০.৩ পরিবেশ দূষণ ও তার প্রতিকার  ।

১০.৪ সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও জাতীয় সংহতি  ।

১০.৫ ছাত্রজীবনে খেলাধূলার গুরুত্ব ।

১০.৬ বর্তমান সময়ে নারীর অবস্থা  ।

১০.৭ সাহিত্যিক সুনীল  ।

১০.৮ বর্তমান সময়ে বিজ্ঞানের ব্যবহার  ।

১০.৯ গণমাধ্যম   ।

 

Attchments

Comments

Related Items