Madhyamik - 2013 Geography [Ben Ver]

Submitted by administrator on Mon, 04/29/2013 - 09:04

                                                                 2013

                                                            GEOGRAPHY

                                          Time—Three Hours Fifteen Minutes

                               (First fifteen minutes for reading question paper only )

                                                            Full Marks — 90

                                   (For Regular and Sightless Regular Candidates)

                                                            Full Marks — 100

                                   (For External and Sightless External Candidates)

Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.

 

                                                    ( দ্বিভাজিত  পাঠ্যসূচি )

[ 'ক' বিভাগ থেকে 'চ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য এবং 'ছ' বিভাগে প্রদত্ত প্রশ্ন   শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ] ( ১.২ ও ৩ নম্বর প্রশ্ন আবশ্যিক । কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে  মানচিত্র চিহ্নিত করবে । )

                                                          বিভাগ - ক

১। (ক)  প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তর-পত্রের সঙ্গে জুড়ে দাও :  ১ x ৫ = ৫

   ১। (ক .১)  বিন্ধ্য পর্বত

   ১। (ক .২)  ভারতের একটি অন্তার্বাহী নদী

   ১। (ক .৩)  শীতকালীন বৃষ্টিপাতযুক্ত উপকূল

   ১। (ক .৪)  একটি কফি উত্পাদক অঞ্চল

   ১। (ক .৫)  একটি মোটরগাড়ী নির্মাণ কেন্দ্র ।

১। (খ)  প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত এশিয়ার রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তর-পত্রের সঙ্গে জুড়ে দাও :  ১ x ৫ = ৫

   ১। (খ .১)  পামীর গ্রন্থি

   ১। (খ .২)  বৈকাল হ্রদ  

   ১। (খ .৩)  ইয়াং-সি-কিয়াং নদী

   ১। (খ .৪) তৈগা বনভূমি 

   ১। (খ .৫)  নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ।  

                                                           [ শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য ]

১।  যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও :   ২ x ৫ = ১০

    (ক)  ভারতের পূর্বউপকূলের দুটি অংশের নাম লেখো ।

    (খ)  ভারতের একটি পূর্ববাহিনী ও একটি পশ্চিমবাহিনী নদীর নাম লেখো ।

    (গ) শীতকালে তুষারপাত হয় ভারতের এমন দুটি রাজ্যের নাম লেখো ।  

    (ঘ)  কোন শিল্পকেন্দ্রকে 'ভারতের ম্যানচেস্টার' বলা হয় ? এই কেন্দ্রটি শিল্পের জন্য বিখ্যাত ?

    (ঙ)  পামীর গ্রন্থি হতে পূর্ব ও পশ্চিমদিকে বিস্তৃত একটি করে পর্বতের নাম লেখো ।

    (চ)  কোন দুটি নদীর মিলিত প্রবাহ সাত-এল-আরব নাম পরিচিত ? 

    (ছ)  এশিয়ার ভুমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত দুটি দেশের নাম লেখো ।

    (জ)  এশিয়ার তুন্দ্রা ও উষ্ণ মরু অঞ্চলের একটি করে উদ্ভিদের নাম উল্লেখ করো ।        

                                                            বিভাগ - খ

২।  (ক) শুদ্ধ উত্তরটি চিহ্নিত করো :      ১ x ৫ = ৫

    ২। (ক. ১) বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় নর্মদা / তাপ্তী / গঙ্গা নদীর অববাহিকায় । 

    ২। (ক. ২) উষ্ণ মরু অঞ্চলে জারণ / ক্ষুদ্র কণা বিশরণ / তুহিন খন্ডিকরণের প্রাধান্য দেখা যায় ।

    ২। (ক. ৩) পলল শঙ্কু পর্বতের উচ্চভাগে / পর্বতের পাদদেশে / বদ্বীপ অঞ্চলে দেখা যায়  । 

    ২। (ক. ৪)  বায়ু মণ্ডলে ওজোন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / আয়নোস্ফিয়ারের একটি স্তরে ঘনীভূত অবস্থায় থাকে ।

    ২। (ক. ৫)  দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হল ৬ ঘন্টা ১৩ মিনিট / ১২ ঘন্টা ২৬ মিনিট / ২৪ ঘন্টা ৫২ মিনিট ।

 

২। (খ) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো :  ১ x ৫ = ৫

    ২। (খ. ১)  হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়  ।

    ২। (খ. ২)  'লু' একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু  ।  

    ২। (খ. ৩)  কার্পাস চাষের জন্য সবচেয়ে উপযুক্ত হল লবণাক্ত মৃত্তিকা  ।

    ২। (খ. ৪)  নদীর উচ্চগতিতে একটি বিশিষ্ট ভূমিরূপ হল মন্থকূপ  ।  

    ২। (খ. ৫)  ব্যারেন দ্বীপ হল মৃত আগ্নেয়গিরির উদাহরণ ।

৩।  যে কোনো পাঁচটির উপর টীকা লেখো :    ২ x ৫ = ১০

    (ক) অঙ্গারযোজন

    (খ) বালুচর

    (গ) সমপ্রেস রেখা

    (ঘ) ফেরেল সূত্র

    (ঙ) মৌসুমী স্রোত

    (চ) ল্যাটেরাইটিক মৃত্তিকা

    (ছ) তন্তু শস্য

    (জ) TISCO.

                                                        বিভাগ - গ  

                                           ( যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও )  

                                  [ দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয় ]

৪। (ক) পাত সংস্থান তত্তের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উত্পত্তি আলোচনা করো ।  

    (খ)  উদাহরণসহ পর্বত-বেষ্টিত মালভূমির গঠন সংক্ষেপে বর্ণনা করো  । 

    (গ)  যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে যেকোনো দুটি পার্থক্য উল্লেখ ।        ৫+৩+২=১০

৫।  (ক)  বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও ।

     (খ)  বদ্বীপ গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় তিনটি শর্ত সংক্ষিপ্ত আলোচনা করো ।

     (গ)  'ডিমের ঝুড়ি' ভূমিরূপ কাকে বলে ?                                                  ৫+৩+২=১০

৬।  (ক) সাময়িক বায়ুর শ্রেণিবিভাগ করে যে কোনো একটি সম্বন্ধে চিত্রসহ আলোচনা করো ।

     (খ) 'নিরপেক্ষ আর্দ্রতা' ও 'আপেক্ষিক আর্দ্রতা' র সংজ্ঞা দাও ।      

     (গ) 'অশ্ব অক্ষাংশ; বলতে কী বোঝ ?                                                      ৫+৩+২=১০

৭।  (ক)  উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতগুলির বর্ণনা দাও ।

     (খ)  'মুখ্য জোয়ার' ও 'গৌণ জোয়ার' কিভাবে ঘটে ব্যাখ্যা করো ।

     (গ)  'শৈবাল সাগর' কাকে বলে ?                                                        ৫+৩+২=১০

 

                                                                               বিভাগ - ঘ

                                                             ( যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও )

৮।  (ক)  গঙ্গানদীর গতিপথ বর্ণনা করো এবং তাকে 'আদর্শ নদী' বলা হয় কেন ব্যাখ্যা করো ।

     (খ)  'কচ্ছের রাণ' ভারতের কোন রাজ্যে অবস্থিত এবং তার ভূমিরূপ কেমন ?  

     (গ)  হিমালয় পর্বতমালার ও পশ্চিমঘাট পর্বতের একটি করে গিরিপথের নাম লেখো ।     ৫+৩+২=১০

৯।  (ক)  ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো ।  

     (খ)  ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

     (গ)  ভাঙ্গর ও খাদার মৃত্তিকার মধ্যে দুটি পার্থক্য নির্দেশ করো  ।                           ৫+৩+২=১০

১০।  (ক) ভারতের চা বাগিচা গড়ে ওঠার অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও ।  

      (খ)  ভারতের জলসেচের যে কোনো তিনটি প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা করো । 

      (গ)  ভারতে শীতকালে গম চাষ হয় কেন ?                                                   ৫+৩+২=১০

১১।  (ক)  ভারতে পাটশিল্পের অবনতির কারণ কী কী  ?

       (খ)  দূর্গাপুরে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার তিনটি কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো ।

       (গ)  ভারতে পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্রগুলির বেশির ভাগ বন্দরের কাছে গড়ে উঠেছে কেন  ?  ৫+৩+২=১০

                                                                          বিভাগ - ঙ

                                                      ( যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও )   

                                   [ দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয় ]

১২। (ক) এশিয়ার পূর্ববাহিনী নদীগুলির গতিপথের বিবরণ দাও ।

      (খ) এশিয়ার উত্তরের সমভূমির ভূ-প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও ।

      (গ) প্রশান্ত মহাসাগরে অবস্থিত এশিয়ার দুটি দ্বীপপুঞ্জের নাম উল্লেখ করো ।                  ৫+৩+২=১০

১৩।  (ক) এশিয়ার উত্তর ও দক্ষিণ প্রান্তের জলবায়ুর প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো ।

      (খ)  এশিয়ার মৌসুমী অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ।

      (গ)  এশিয়ার মধ্যভাগের জলবায়ু চরমভাবাপন্ন কেন  ?                                      ৫+৩+২=১০

                                                                         বিভাগ - চ

                                                     ( যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও )

১৪। (ক)  পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চলের ভূ-প্রকৃতি ও নদ-নদীর সংক্ষিপ্ত বিবরণ দাও ।

      (খ)  পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের জলবায়ুর সঙ্গে দক্ষিণের উপকূলীয় অঞ্চলের জলবায়ুর তুলনা করো ।

      (গ)  পশ্চিমবঙ্গে কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝা এবং কোন ঋতুতে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব ঘটে  ?   ৫+৩+২=১০

১৫।  (ক)  নীল নদের অববাহিকায় জলসেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষিতে তার প্রভাব সম্বন্ধে আলোচনা করো ।

       (খ)  হ্রদ অঞ্চলে পশুপালন ও দুগ্ধ শিল্পের উন্নতির কারণগুলি উল্লেখ করো ।

       (গ) হ্রদ অঞ্চলের ডেট্রয়েট এবং গ্যারী শহর দুটি কেন বিখ্যাত ?                             ৫+৩+২=১০

                                                                   বিভাগ - ছ

                                                [ শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]

১৬।  যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :                                                           ২ x ৫ = ১০

      (ক)  গ্রস্থ উপত্যকা কাকে বলে ?

      (খ)  গ্রাব রেখা বলতে কী বোঝ  ?

      (গ)  মেরু বায়ুর গতিপথ উল্লেখ করো ।  

      (ঘ)  কোন দুটি সাগর স্রোতের মিলিত প্রবাহ আগুলহাস স্রোতের সৃষ্টি করে  ?    

      (ঙ)  হিমালয়ের পশ্চিমপ্রান্ত ও পূর্বপ্রান্তের শৃঙ্গ দুটির নাম লেখো ।

      (চ)  ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম লেখো ।

      (ছ)  প্লাবন খাল কাকে বলে  ?  

      (জ) ভারতের দুটি মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখো ।

***

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2022 Bengali (First Language)

২০২২

বাংলা - প্রথম ভাষা

সময় — ৩ ঘন্টা 15 মিনিট

Madhyamik Examination (WBBSE) - 2019 ENGLISH (Second Language)

1. Read the passage carefully and answer the questions that follows : " What have you written, Father ?" Swami asked apprehensively. "Nothing for you. Give it to your headmaster and go to your class." "Have you written anything about our teacher Samuel ?" "Yes. Plenty of thing"

Madhyamik Examination (WBBSE) - 2019 Life Science (Bengali version)

১.১ ট্রপিক চলন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো— (ক) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত (খ) উদ্ভিদ বা উদ্ভিদ-অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় (গ) ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায় (ঘ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন

Madhyamik Examination (WBBSE) - 2019 MATHEMATICS (Bengali Version)

[i] কোনো অংশীদারি ব্যবসায়ে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত [tex] {{1 \over 2} : {1 \over 3}} [/tex] হলে, তাদের মূলধনের অনুপাত— (a) 2 : 3 (b) 3 : 2 (c) 1 : 1 (d) 5 : 3 [ii] যদি [tex] p + q = \sqrt {13}[/tex] এবং [tex] p - q = \sqrt 5 [/tex] হয়, তাহলে pq -এর মান— (a) 2 (b) 18 (c) 9 (d) 8

Madhyamik Examination (WBBSE) - 2019 Physical Science (Bengali version)

1.1 নীচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ? (a) N2 (b) O2 (c) CH4 (d) He 1.2 STP -তে 2.24 L অধিকার করে (a) 4.4g CO2 (b) 0.64g SO2 (c) 28g CO (d) 16g O2 (C=12, O=16, S=32)