অন্তরকলন বা অবকলন ( Differentiation )
সূচনা ( Introduction )
অন্তরকলন বা অবকলন ( differentiation ) হল কলনবিদ্যার একটি অতি গুরুত্বপূর্ণ মূলগত প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি অপেক্ষকের সীমার ধারণা ও তার সন্ততা ধর্মের উপর নির্ভরশীল। এই প্রক্রিয়াটিতে স্বাধীন চলের সামান্য পরিবর্তনে অধীন চলের সামান্য পরিবর্তন হয় ধরে অধীন ও স্বাধীন চলের সামান্য পরিবর্তন দুটির অনুপাতের সীমাস্থ মানের ( limiting value ) মূল্যায়ন করা হয় , যখন স্বাধীন চলের পরিবর্তনের সাংখ্যমান যে কোনো ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা ( তা যতই ক্ষুদ্র হোক না কেন ) অপেক্ষাও ক্ষুদ্রতর হয়। অন্তরকলনের সাহায্যে প্রকৃত পক্ষে স্বাধীন চলের সাপেক্ষে অধীন চলের পরিবর্তনের হার নির্ণয় করা হয়। এজন্য গণিতের বিভিন্ন শাখায় এবং পদার্থবিদ্যা , রসায়নবিদ্যা , জীববিদ্যা , অর্থনীতি ইত্যাদি বিষয়ের ওপরে এর প্রয়োগ ব্যাপক।
বৃদ্ধি ( Increment )
মনে করি , x একটি বাস্তব চল এবং তার গৃহীত মান x0 থেকে পরিবর্তন হয়ে x1 হল। x0 কে বলা হয় x চলের প্রারম্ভিক মান ( initial value ) ও x1 কে বলা হয় x এর অন্তিম মান ( final value ) এবং x1−x0 কে তার বৃদ্ধি ( increment ) বলে।
উদাহরণস্বরূপ , মনে করি x চলের মান 1 থেকে বেড়ে 2 হয়েছে। এক্ষেত্রে x এর প্রারম্ভিক মান হল 1 , অন্তিম মান হল 2 এবং বৃদ্ধি হল ( 2 - 1 ) = 1 . আবার মনে করি x চলের প্রারম্ভিক মান হল 1 , অন্তিম মান হল 0.01 এবং বৃদ্ধি হল ( 0.01 - 1 ) = -0.99 . সুতরাং দেখা যাচ্ছে বৃদ্ধি ধনাত্মক ও ঋণাত্মক দুই হতে পারে x চলের বৃদ্ধিকে সাধারণত Δx ( delta x ) বা h দ্বারা প্রকাশ করা হয়।
স্পষ্টতই Δx = অন্তিম মান - প্রারম্ভিক মান। Δx এই প্রতীক দ্বারা কখনো Δ×x বোঝায় না।
অপেক্ষকের বৃদ্ধি ( Increment of a function )
মনে y = f(x) হল একটি x এর একমান বিশিষ্ট অপেক্ষক।স্পষ্টতই x এর মান পরিবর্তিত হলে y এর মানেরও পরিবর্তন হবে। মনে করি x এর প্রারম্ভিক মান x এবং তার বৃদ্ধি = Δx (বা h ) . তাহলে x এর অন্তিম মান হবে x+Δx . যখন x এর প্রারম্ভিক মান হয় x তখন y এর প্রারম্ভিক মান হয় y = f(x) . আবার মনে করি x এর বৃদ্ধি যখন Δx হচ্ছে , তার জন্য y এর বৃদ্ধি হচ্ছে Δy (বা k ). সুতরাং y এর অন্তিম মান হবে y+Δy = f(x+Δx) .
সুতরাং আমরা লিখতে পারি y এর বৃদ্ধি = y এর অন্তিম মান - y এর প্রারম্ভিক মান।
বা , Δy (বা k ) = (y+Δy )-y
বা , Δy (বা k ) = f(x+Δx) - f(x)
বা , Δy (বা k ) = f(x + h) - f(x)
স্বাধীন চল ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে কিন্তু কখনো শূন্য হয় না। কিন্তু অধীন চল ধনাত্মক , ঋণাত্মক ও শূন্য হতে পারে।
অন্তরকলজ বা অবকল সহাগ ( Derivative or Differential Coefficient )
মনে y = f(x) হল একটি x এর একমান বিশিষ্ট সসীম অপেক্ষক এবং তা a≤x≤b এই বিস্তারে সংজ্ঞাত। যদি এই সংজ্ঞার অঞ্চলে অন্তর্গত যেকোনো একটি বিন্দু x এতে স্বাধীন চল x এর বৃদ্ধি Δx ( যেখানে tex]\Delta x[/tex] ধনাত্মক , ঋণাত্মক হতে পারে কিন্তু শূন্য হবে না ) হয় যার জন্য y বা f(x) এর বৃদ্ধি হয় tex]\Delta y[/tex] .তবে Δy=f(x+Δx)−f(x) . স্পষ্টতই x বিন্দুতে অধীন এবং স্বাধীন চল দুটির বৃদ্ধির অনুপাত হয়
ΔyΔx=f(x+Δx)−f(x)Δx
এখন Δx→0 হলে যদি ΔyΔx এর সসীম সীমা পাওয়া যায় , তবে ওই সীমাস্থ মানকে x বিন্দুতে y =f(x) অপেক্ষকের x এর সাপেক্ষে অন্তরকলজ ( derivative ) বা অবকল সহগ বা গুণাঙ্ক ( differential coefficient ) বলা হয়। এটি f′(x) বা dydx প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়।
সুতরাং x বিন্দুতে y = f(x) অপেক্ষকের x এর সাপেক্ষে অবকল সহগ হয়
dydx=limΔx→0ΔyΔx=limΔx→0f(x+Δx)−f(x)Δx=limh→0f(x+h)−f(x)h
অথবা f′(x)=limh→0f(x+h)−f(x)h
দ্রষ্টব্য
(১) x বিন্দুতে y = f(x) অপেক্ষকের x এর সাপেক্ষে অবকল সহগকে dydx বা f ' (x) ছাড়াও y1 বা y ' বা Dy বা ddx(y) বা ddx{f(x)} প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।
(২) x = a বিন্দুতে y = f(x) অপেক্ষকের অন্তরকলজ বা অবকল সহগকে f ' (a) বা [dydx]x=a প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ,
[dydx]x=a বা f ' (a) = limh→0f(a+h)−f(a)h
(৩) a≤x≤b বিস্তারের অন্তর্গত প্রত্যেক বিন্দুতে f(x) এর অন্তরকলনযোগ্য ( differentiable ) বলা হয়।
(৪) ddx কে অবকলন প্রক্রিয়া হিসাবে গণ্য করা যায়। dydx দ্বারা কখনোই dy÷dx বোঝাবেনা।
(৫) অন্তরকলজ বা অবকল সহগের সংজ্ঞা থেকে পাই
f ' (a) [ x = a বিন্দুতে y = f(x) অপেক্ষকের অবকল সহগ ] = limh→0f(a+h)−f(a)h
এখন সীমার সংজ্ঞা থেকে পাই limh→0f(a+h)−f(a)h এর সীমার অস্তিত্ব থাকবে যদি limh→0+f(a+h)−f(a)h এবং limh→0−f(a+h)−f(a)h সীমা দুটি প্রত্যেকটি নির্ণয় করা যায় এবং তারা পরস্পর সমান হয়। এক্ষেত্রে limh→0+f(a+h)−f(a)h সীমাকে বলা হয় x = a বিন্দুতে y = f(x) অপেক্ষকের ডানপক্ষের অন্তরকলজ ( right hand derivatives ) এবং সেটি Rf ' (a) বা f ' (a +) প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। limh→0−f(a+h)−f(a)h বলা হয় x = a বিন্দুতে y = f(x) অপেক্ষকের বামপক্ষের অন্তরকলজ ( left hand derivatives ) এবং সেটি Lf ' (a) বা f ' (a -) প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং x = a বিন্দুতে f(x) এর অবকল সহগ নির্ণয় করা যাবে যদি Rf ' (a) বা f ' (a +) এবং Lf ' (a) বা f ' (a -) এর অস্তিত্ব থাকে এবং Rf ' (a) বা f ' (a +) = Lf ' (a) বা f ' (a -) . অর্থাৎ
limh→0+f(a+h)−f(a)h=limh→0−f(a+h)−f(a)h
উপপাদ্য ( Theorem )
উপপাদ্য 1. x = a বিন্দুতে f(x) অপেক্ষকের অন্তরকলনযোগ্য হলে ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে।
প্রমাণ :- প্রশ্নানুযায়ী , f(x) অপেক্ষক x = a বিন্দুতে অন্তরকলনযোগ্য।
সুতরাং f′(a)=limh→0f(a+h)−f(a)h= সসীম রাশি।
এখন
limh→0[f(a+h)−f(a)]=limh→0[f(a+h)−f(a)h×h]=limh→0f(a+h)−f(a)h×limh→0h=f′(a)×0=0
অতএব
limh→0f(a+h)−f(a)=0⇒limh→0f(a+h)=f(a)
অর্থাৎ f(x) অপেক্ষকটি x = a বিন্দুতে সন্তত।
কিন্তু এর উল্টোটি সত্য নয় , অর্থাৎ অপেক্ষকটি x = a বিন্দুতে সন্তত হলে তা অন্তরকলনযোগ্য হতে নাও পারে।
উদাহরণ 1. f(x)=2x2+1 অপেক্ষকটির ক্ষেত্রে
(i) x = 1 বিন্দুতে অপেক্ষকটি সন্তত কিনা পরীক্ষা করো।
(ii) x = 1 বিন্দুতে f ' (x) এর অস্তিত্ব আছে কিনা বলো।
সমাধান :- (i) f(x) অপেক্ষকের x = 1 বিন্দুতে সন্ততা নির্ণয় করতে হবে।
limx→1f(x)=limx→1(2x2+1)=2×12+1=2+1=3
আবার
f(x)=2x2+1⇒f(1)=2+1=3
অতএব limx→1f(x)=f(1) . সুতরাং x = 1 বিন্দুতে f(x) অপেক্ষকটি সন্তত।
আমরা জানি f′(x)=limh→0f(x+h)−f(x)h .
(ii) এখন Rf ' (x)
limh→0+f(x+h)−f(x)h=limh→0+2(x+h)2+1−2x2−1h=limh→0+2[x2+2xh+h2−x2]h=limh→0+2[2xh+h2]h=limh→0+2(x+h)=2x
এখন Lf ' (x)
limh→0−f(x+h)−f(x)h=limh→0−2(x+h)2+1−2x2−1h=limh→0−2[x2+2xh+h2−x2]h=limh→0−2[2xh+h2]h=limh→0−2(x+h)=2x
সুতরাং Rf ' (x) = Lf ' (x)
f′(x)=2x⇒f′(1)=2
অতএব x = 1 f ' (x) এর অস্তিত্ব আছে।
উদাহরণ 2. f(x) নিম্নরূপে সংজ্ঞাত :
f(x)={x,x≥0−x,x<0}
(i) x = 0 বিন্দুতে f(x) অপেক্ষকটি সন্তত কিনা বল।
(ii) x = 0 বিন্দুতে f ' (x) এর অস্তিত্ব আছে কিনা বল।
সমাধান :- (i) x = 0 বিন্দুতে f(x) অপেক্ষকের সন্ততার পরীক্ষা
limx→0+f(x)=limx→0+x=0
limx→0−f(x)=limx→0−(−x)=0
f(0) = 0
সুতরাং limx→0+f(x)=limx→0−f(x)=f(0)
অতএব x = 0 বিন্দুতে f(x) অপেক্ষক সন্তত হবে।
(ii) x = 0 বিন্দুতে f ' (x) এর অস্তিত্ব নির্ণয়।
আমরা জানি
f′(x)=limh→0f(x+h)−f(x)h⇒f′(0)=limh→0f(0+h)−f(0)h
Rf′(0)=limh→0+f(0+h)−f(0)h=limh→0+h−0h=limh→0+hh=1
Lf′(0)=limh→0−f(0+h)−f(0)h=limh→0−−h−0h=limh→0−−hh=−1
অতএব Rf′(0)≠Lf′(0)
স্পষ্টতই x = 0 বিন্দুতে f ' (x) এর অস্তিত্ব নেই।
উপপাদ্য 2. x = a বিন্দুতে f(x) অপেক্ষক অসন্তত হলে ওই বিন্দুতে অপেক্ষকটির অসীম অবকল সহগ থাকতে পারে।
উদাহরণস্বরূপ , মনে করি
f(x)={1,x>00,x=02,x<0}
এখানে x = 0 বিন্দুতে f(x) অপেক্ষক অসন্তত , কিন্তু f′(0)=+∞
প্রকৃতপক্ষে , x = a বিন্দুতে f(x) অপেক্ষকের সসীম অবকল সহগ থাকতে হলে ওই বিন্দুতে অপেক্ষকটির সন্তত হওয়া প্রয়োজন ; কিন্তু এই শর্ত যথেষ্ট নয়।
কয়েকটি প্রাথমিক অপেক্ষকের অন্তরকলজ বা অবকল সহগ ( Derivatives or Differential Coefficients of a few elementary functions )
১. n যেকোনো মূলদ সংখ্যা হলে xn এর অন্তরকলজ নির্ণয়
মনে করি , y=f(x)=xn
অন্তরকলজ বা অবকল সহগের সংজ্ঞা থেকে পাই ,
dydx=limh→0f(x+h)−f(x)h=limh→0(x+h)n−xnh............(i)
এখন মনে করি x + h = u , যখন h→0 হলে u→x .
limh→0(x+h)n−xnh=limu→xun−xnu−x=nxn−1[limx→axn−anx−a=nan−1]
সুতরাং n যেকোনো মূলদ সংখ্যা হলে dydx=ddx(xn)=nxn−1 .
উদাহরণ 3. x28 এর x এর সাপেক্ষে অন্তরকলজ নির্ণয় করো। [Jt.Ent. '80]
সমাধান :- মনে করি y=x28
অতএব dydx=28x28−1=28x27
২. ex এর অন্তরকলজ নির্ণয়
মনে করি y=f(x)=ex
অন্তরকলজ বা অবকল সহগের সংজ্ঞা থেকে পাই ,
dydx=limh→0f(x+h)−f(x)h=limh→0ex+h−exh=limh→0ex(eh−1)h=limh→0ex×limh→0eh−1h=ex[limh→0eh−1h=1]
সুতরাং dydx=ddx(ex)=ex
উদাহরণ 4. e4x এর অন্তরকলজ নির্ণয় করো।
সমাধান :- মনে করি y=e4x
আবার মনে করি 4x=z
অতএব
4x=z⇒dzdx=4⋅1⋅x1−1=4
এখন
y=e4x=ez⇒dydx=ddx(ez)=dzdx⋅ddz(ez)=4ez
অর্থাৎ dydx=4e4x
৩. ax এর অন্তরকলজ নির্ণয়
মনে করি y=f(x)=ax
অন্তরকলজ বা অবকল সহগের সংজ্ঞা থেকে পাই ,
dydx=limh→0f(x+h)−f(x)h=limh→0ax+h−axh=limh→0ax⋅ah−axh=limh→0ax(ah−1)h=axlimh→0ah−1h=axlogea[limh→0ah−1h=logea]
( যেখানে a > 0 )
সুতরাং dydx=ddx(ax)=axlogea
৪. logx এর অন্তরকলজ নির্ণয়
মনে করি y=f(x)=logx
অন্তরকলজ বা অবকল সহগের সংজ্ঞা থেকে পাই ,
dydx=limh→0f(x+h)−f(x)h=limh→0log(x+h)−logxh=limh→0log(x+hx)h=limh→0[log(1+hx)hx×1x]=limh→0log(1+z)z×limh→01x
( যেখানে hx=z , যখন h→0 তখন z→0 )
=1×1x[limh→0log(1+z)z=1]=1x
( যেখানে (x≠0) )
সুতরাং dydx=ddx(logx)=1x(x≠0) .
উদাহরণ 5. log10x এর অন্তরকলজ নির্ণয় করো। [H.S. '94]
সমাধান :- মনে করি y=log10x
এখন
y=log10x⇒y=logexloge10⇒dydx=1loge10⋅ddx(logex)=1loge10⋅1x
সুতরাং dydx=1xloge10
৫. sinx এর অন্তরকলজ নির্ণয়
মনে করি y=f(x)=sinx
অন্তরকলজ বা অবকল সহগের সংজ্ঞা থেকে পাই ,
dydx=limh→0f(x+h)−f(x)h=limh→0sin(x+h)−sinxh=limh→02cos2x+h2sinh2h=limh→0cos(x+h2)×limh→0sinh2h2=cosx×1[limh→0sinh2h2=1]=cosx
সুতরাং dydx=ddx(sinx)=cosx
উদাহরণ 6. sin3x এর অন্তরকলজ নির্ণয় করো। [H.S. '89]
সমাধান :- মনে করি y=sin3x
আবার মনে করি z=3x
অতএব dzdx=3
এখন
y=sin3x=sinz⇒dydx=ddx(sinz)=dzdx⋅ddz(sinz)=3cosz
সুতরাং dydx=3cos3x .
৬. cosx এর অন্তরকলজ নির্ণয় করো।
মনে করি y=f(x)=cosx
অন্তরকলজ বা অবকল সহগের সংজ্ঞা থেকে পাই ,
dydx=limh→0f(x+h)−f(x)h=limh→0cos(x+h)−cosxh=limh→02sin(2x+h2)sin(−h2)h=−limh→0sin(2x+h2)×limh→0sinh2h2=−sin(2x+02)×1[limh→0sinh2h2=1]=−sinx
সুতরাং dydx=ddx(cosx)=−sinx .
৭. tanx এর অন্তরকলজ নির্ণয়
মনে করি y=f(x)=tanx
অন্তরকলজ বা অবকল সহগের সংজ্ঞা থেকে পাই ,
dydx=limh→0f(x+h)−f(x)h=limh→0tan(x+h)−tanxh=limh→0sin(x+h)cos(x+h)−sinxcosxh=limh→0sin(x+h)cosx−sinxcos(x+h)hcos(x+h)cosx=limh→0sin(x+h−x)hcos(x+h)cosx=limh→0sinhh×limh→01cos(x+h)cosx=1×1cos(x+0)cosx=1cos2x=sec2x
সুতরাং dydx=ddx(tanx)=sec2x
৮. cotx এর অন্তরকলজ নির্ণয় করো
মনে করি y=f(x)=cotx
অন্তরকলজ বা অবকল সহগের সংজ্ঞা থেকে পাই ,
dydx=limh→0f(x+h)−f(x)h=limh→0cot(x+h)−cotxh=limh→0cos(x+h)sin(x+h)−cosxsinxh=limh→0cos(x+h)sinx−cosxsin(x+h)hsin(x+h)sinx=limh→0sin(x−x−h)hsin(x+h)sinx=−limh→0sinhh×limh→01sin(x+h)sinx=−1×1sin(x+0)sinx=−1sin2x=−cosec2x
সুতরাং dydx=ddx(cotx)=−cosec2x
৯. secx এর অন্তরকলজ নির্ণয়
মনে করি y=f(x)=secx
অন্তরকলজ বা অবকল সহগের সংজ্ঞা থেকে পাই ,
dydx=limh→0f(x+h)−f(x)h=limh→0sec(x+h)−secxh=limh→01cos(x+h)−1cosxh=limh→0cosx−cos(x+h)hcosxcos(x+h)=limh→02sin2x+h2sinh2hcosxcos(x+h)=limh→0sinh2h2×limh→0sin(x+h2)cosxcos(x+h)=1×sinxcosxcosx=sinxcosx×1cosx=tanxsecx
সুতরাং dydx=ddx(secx)=tanxsecx
১০. cosecx এর অন্তরকলজ নির্ণয়
মনে করি y=f(x)=cosecx
অন্তরকলজ বা অবকল সহগের সংজ্ঞা থেকে পাই ,
dydx=limh→0f(x+h)−f(x)h=limh→0cosec(x+h)−cosecxh=limh→01sin(x+h)−1sinxh=limh→0sinx−sin(x+h)hsinxsin(x+h)=limh→02cos(2x+h2)sin−h2hsinxsin(x+h)=−limh→0sinh2h2×limh→0cos(x+h2)sinxsin(x+h)=−1×cosxsinxsinx=−cosxsinx×1sinx=−cotxcosecx
সুতরাং dydx=ddx(cosecx)=−cosecxcotx
বিপরীত বা বিলোম অপেক্ষকের অন্তরকলজ ( Derivative of an Inverse function )
আমরা জানি y = f(x) অপেক্ষক সন্তত এবং যথার্থ একদিষ্ট ( strictly monotonic ) হলে তার বিপরীত অপেক্ষক ( মনে করি x=ϕ(y) ) পাওয়া যায় এবং তা সন্তত ও যথার্থ একদিষ্ট হয়। আবার y = f(x) এর সসীম অন্তরকলজ f ' (x) (x≠0) থাকলে তার বিপরীত অপেক্ষক x=ϕ(y) এর সসীম অন্তরকলজ ϕ′(y)(y≠0) থাকবে যেখানে
ϕ′(y)=1f′(x)⇒dxdy=1dydx⇒dxdy×dydx=1
[ যেখানে , dydx≠0 এবং dxdy≠0 ]
বিপরীত বৃত্তীয় অপেক্ষকসমূহের অন্তরকলজ বা অবকল সহগ ( Derivatives or Differential Coefficients of Inverse Circular function )
১. sin−1x বা arcsinx এর অন্তরকলজ নির্ণয়
মনে করি y=sin−1x [ |x|≤1 এবং −π2≤y≤π2 ]
তাহলে আমরা বলতে পারি
x=siny⇒dxdy=ddy(siny)=cosy
স্পষ্টতই dxdy=0 যখন y=±π2 বা x=±1
সুতরাং
dydx=1dxdy=1cosy=1√1−sin2y=1√1−x2⇒ddx(sin−1x)=1√1−x2(|x|≤1)
২. cos−1x বা arccosx এর অন্তরকলজ নির্ণয়
মনে করি y=cos−1x⇒x=cosy যেখানে [ |x|≤1 এবং −π2≤y≤π2 ]
তাহলে dxdy=ddy(cosy)=−sinx
স্পষ্টতই dxdy=0 যখন y = 0
এখন
dydx=1dxdy=1−siny=−1√1−cos2y=−1√1−x2(|x|<1)
৩. tan−1x বা arctanx এর অন্তরকলজ নির্ণয়
মনে করি y=tan−1x⇒x=tany যেখানে [−∞<x<∞,−π2<y<π2]
তাহলে dxdy=sec2y যা y এর যেকোনো মানে শূন্য হবেনা।
এখন
dydx=1dxdy=1sec2y=11+tan2y=11+x2(−∞<x<∞)
৪. cot−1x বা arccotx এর অন্তরকলজ নির্ণয়
মনে করি y=cot−1x⇒x=coty যেখানে [−∞<x<∞,−π2<y<π2]
তাহলে dxdy=−cosec2y যা y এর যেকোনো মানে শূন্য হবেনা।
এখন
dydx=1dxdy=1−cosec2y=−11+cot2y=−11+x2(−∞<x<∞)
৫. sec−1x বা arcsecx এর অন্তরকলজ নির্ণয়
মনে করি y=sec−1x⇒x=secy যেখানে (|x|<1)
তাহলে dxdy=ddy(secy)=secytany
এখন
dydx=1dxdy=1secytany=1secy√sec2y−1=1x√x2−1(|x|<1)
৬. cosec−1x বা arccosecx এর অন্তরকলজ নির্ণয়
মনে করি y=cosec−1x⇒x=cosecy যেখানে (|x|<1)
তাহলে dxdy=ddy(cosecy)=−cosecycoty
এখন
dydx=1dxdy=1−cosecycoty=−1cosecy√cosec2y−1=−1x√x2−1(|x|<1)
অন্তরকলনের মৌলিক উপপাদ্য সমূহ ( Fundamental Theorems on Differentiation )
উপপাদ্য 1. একটি ধ্রূবক রাশির অন্তরকলজ বা অবকলন সহগ শূন্য।
প্রমাণ :- মনে করি x এর সব বাস্তব মানে f(x) = c , যেখানে c একটি ধ্রূবক রাশি .
অন্তরকলজের সংজ্ঞা থেকে পাই
f′(x)=limh→0f(x+h)−f(x)h=limh→0c−ch=limh→00h=0
উপপাদ্য 2. c একটি ধ্রূবক রাশি এবং f(x) একটি অন্তরকলযোগ্য অপেক্ষক হলে ,
ddx[c⋅f(x)]=c⋅f′(x)
প্রমাণ :- মনে করি ϕ(x)=c⋅f(x)
অন্তরকলজের সংজ্ঞা থেকে পাই
ϕ′(x)=limh→0ϕ(x+h)−ϕ(x)h=limh→0c⋅f(x+h)−c⋅f(x)h=limh→0c⋅[f(x+h)−f(x)]h=c⋅limh→0f(x+h)−f(x)h=c⋅f′(x)
উপপাদ্য 3. দুটি x এর অন্তরকলনযোগ্য অপেক্ষকের যোগফল কিংবা বিয়োগফল অবকলন সহগ অপেক্ষক দুটির অবকল সহগ দুটির যোগফল বা বিয়োগফলের সঙ্গে সমান।
অর্থাৎ u(x) এবং v(x) দুটি দুটি অন্তরকলনযোগ্য অপেক্ষক হলে ,
ddx[u(x)±v(x)]=ddx[u(x)]±ddx[v(x)]
প্রমাণ :- মনে করি f(x)=u(x)+v(x)
অন্তরকলজের সংজ্ঞা থেকে পাই
f′(x)=limh→0f(x+h)−f(x)h=limh→0[u(x+h)+v(x+h)]−[u(x)+v(x)]h=limh→0[u(x+h)−u(x)]+[v(x+h)−v(x)]h=limh→0[u(x+h)−u(x)h+v(x+h)−v(x)h]=limh→0u(x+h)−u(x)h+limh→0v(x+h)−v(x)h=u′(x)+v′(x)⇒ddx[u(x)+v(x)]=dudx+dvdx
অনুরূপে আমরা প্রমাণ করতে পারি
⇒ddx[u(x)−v(x)]=dudx−dvdx
উপপাদ্য 3 সাধারণভাবে সত্য , অর্থাৎ
ddx[u1(x)±u2(x)±u3(x)±............]=du1dx±du2dx±du3dx±..........
যেখানে u1(x),u2(x),u3(x),............. হল অন্তরকলনযোগ্য অপেক্ষক।
উপপাদ্য 4. x এর দুটি অন্তরকলনযোগ্য দুটি অপেক্ষকের গুণফলের অবকল সহগ = প্রথম অপেক্ষক × দ্বিতীয় অপেক্ষকের সহগ + দ্বিতীয় অপেক্ষক × প্রথম অপেক্ষকের সহগ
অর্থাৎ u(x) এবং v(x) দুটি অন্তরকলযোগ্য অপেক্ষক হলে
ddx(uv)=udvdx+vdudx
প্রমাণ :- মনে করি f(x)=u(x)⋅v(x)
অন্তরকলজের সংজ্ঞা থেকে পাই
f′(x)=limh→0f(x+h)−f(x)h=limh→0u(x+h)⋅v(x+h)−u(x)⋅v(x)h=limh→0u(x+h)⋅v(x+h)−u(x+h)⋅v(x)+u(x+h)⋅v(x)−u(x)⋅v(x)h=limh→0u(x+h)[v(x+h)−v(x)]+v(x)[u(x+h)−u(x)]h=limh→0u(x+h)⋅v(x+h)−v(x)h+limh→0v(x)⋅u(x+h)−u(x)h=limh→0u(x+h)⋅limh→0v(x+h)−v(x)h+limh→0v(x)⋅limh→0u(x+h)−u(x)h=u(x+0)⋅v′(x)+v(x)⋅u′(x)=u(x)⋅v′(x)+v(x)⋅u′(x)⇒ddx(uv)=udvdx+vdudx
উপপাদ্য 5. x এর দুটি অন্তরকলনযোগ্য দুটি ভাগফল অপেক্ষকের অবকল সহগ
= [ ( হরের অপেক্ষক × লবের অপেক্ষকের অন্তরকলজ ) - ( লবের অপেক্ষক × হরের অপেক্ষকের অন্তরকলজ ) ] ÷ ( হরের অপেক্ষকের বর্গ )
অর্থাৎ u(x) এবং v(x) যদি x এর দুটি অন্তরকলযোগ্য অপেক্ষক হয় , তবে
ddx[u(x)v(x)]=vdudx−udvdxv2
প্রমাণ :- মনে করি f(x)=u(x)v(x)
অন্তরকলজের সংজ্ঞা থেকে পাই
f′(x)=limh→0f(x+h)−f(x)h=limh→0u(x+h)v(x+h)−u(x)v(x)h=limh→0u(x+h)v(x)−u(x)v(x+h)hv(x+h)v(x)=limh→0u(x+h)v(x)−v(x)u(x)+v(x)u(x)−u(x)v(x+h)hv(x+h)v(x)=limh→0v(x)[u(x+h)−u(x)]−u(x)[v(x+h)−v(x)]hv(x+h)v(x)=limh→0v(x)v(x+h)v(x)⋅[u(x+h)−u(x)]h−limh→0u(x)v(x+h)v(x)⋅[v(x+h)−v(x)]h=limh→0v(x)v(x+h)v(x)⋅limh→0[u(x+h)−u(x)]h−limh→0u(x)v(x+h)v(x)⋅limh→0[v(x+h)−v(x)]h=v(x){v(x)}2u′(x)−u(x){v(x)}2v′(x)=v(x)u′(x)−u(x)v′(x){v(x)}2⇒ddx(uv)=vdudx−udvdxv2
সংক্ষিপ্তকরণ ( Summarisation )
১. x চলের বৃদ্ধি = Δx বা h = অন্তিম মান - প্রারম্ভিক মান।
২. y = f(x) হল একটি x এর একমান বিশিষ্ট অপেক্ষক এবং x এর বৃদ্ধি Δx এর জন্য y এর বৃদ্ধি Δy (বা k ) হয় তবে Δy=f(x+Δx)−f(x) = f(x + h) - f(x) .
৩. x বিন্দুতে y = f(x) অপেক্ষকের x এর সাপেক্ষে অবকল সহগ হয়
dydx বা f′(x)=limΔx→0ΔyΔx=limh→0f(x+h)−f(x)h
৪. x = a বিন্দুতে y = f(x) অপেক্ষকের অন্তরকলজ বা অবকল সহগকে f ' (a) বা [dydx]x=a প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ,
[dydx]x=a বা f ' (a) = limh→0f(a+h)−f(a)h
৫.
- limh→0+f(a+h)−f(a)h সীমাকে বলা হয় x = a বিন্দুতে y = f(x) অপেক্ষকের ডানপক্ষের অন্তরকলজ ( right hand derivatives ) এবং সেটি Rf ' (a) বা f ' (a +) প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।
- limh→0−f(a+h)−f(a)h বলা হয় x = a বিন্দুতে y = f(x) অপেক্ষকের বামপক্ষের অন্তরকলজ ( left hand derivatives ) এবং সেটি Lf ' (a) বা f ' (a -) প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।
-
x = a বিন্দুতে f(x) এর অবকল সহগ নির্ণয় করা যাবে যদি Rf ' (a) বা f ' (a +) এবং Lf ' (a) বা f ' (a -) এর অস্তিত্ব থাকে এবং Rf ' (a) বা f ' (a +) = Lf ' (a) বা f ' (a -) . অর্থাৎ
limh→0+f(a+h)−f(a)h=limh→0−f(a+h)−f(a)h
৬. n যেকোনো মূলদ সংখ্যা হলে ddx(xn)=nxn−1
৭. ddx(ex)=ex
৮. ddx(ax)=axlogea
৯. ddx(logx)=1x
১০. ddx(sinx)=cosx
১১. ddx(cosx)=−sinx
১২. ddx(tanx)=sec2x
১৩. ddx(cotx)=−cosec2x
১৪. ddx(secx)=secxtanx
১৫. ddx(cosecx)=−cosecxcotx
১৬. ddx(sin−1x)=1√1−x2
১৭. ddx(cos−1x)=−1√1−x2
১৮. ddx(tan−1x)=11+x2
১৯. ddx(cot−1x)=−11+x2
২০. ddx(sec−1x)=1x√x2−1
২১. ddx(cosec−1x)=−1x√x2−1
২২. c একটি ধ্রূবক হলে ddx(c)=0
২৩. c একটি ধ্রূবক হলে ddx[c⋅f(x)]=c⋅ddx[f(x)]
২৪. u1(x),u2(x),u3(x),............. অন্তরকলনযোগ্য অপেক্ষক হলে।
ddx[u1(x)±u2(x)±u3(x)±............]=du1dx±du2dx±du3dx±..........
২৫. ddx[u⋅v]=udvdx+vdudx
২৬. ddx(uv)=vdudx−udvdxv2
২৭. dydx⋅dxdy=1⇒dydx=1dxdy
যেখানে dydx≠0 এবং dxdy≠0
- 4922 views