যৌগিক কোণের কোণানুপাত ( Trigonometrical Ratios of Compound Angles )
সূচনা ( Introduction )
দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক সমষ্টিকে যৌগিক বা মিশ্র ( Compound angle ) কোণ বলে। উদাহরণস্বরূপ A , B ও C তিনটি কোণ হলে ( A+B ) , ( A+C ) , ( B+C ) , ( A-B+C ) ইত্যাদি হল যৌগিক কোণ। এই অধ্যায়ে আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত সম্পর্কে আলোচনা করব।
উপপাদ্য ( Theorem )
উপপাদ্য ১ : A , B এবং ( A+B ) ধনাত্মক সূক্ষকোণ হলে , প্রমাণ করতে হবে যে
- sin(A+B)=sinAcosB+cosAsinB
- cos(A+B)=cosAcosB−sinAsinB
মনে করি ঘূর্ণিয়মান →OX সরলরেখা O বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে এবং প্রাথমিক অবস্থান →OX থেকে →OY অবস্থানে এসে ∠XOY=A সূক্ষকোণ উৎপন্ন করে।
তারপর রেখাটি একই দিকে আবর্তন করে →OY অবস্থান থেকে →OZ অবস্থানে আসে এবং ∠YOZ=B সূক্ষকোণ উৎপন্ন করে। তাহলে যদি ∠XOZ=A+B<90∘ হয়।
প্রমাণ করতে হবে
- sin(A+B)=sinAcosB+cosAsinB
- cos(A+B)=cosAcosB−sinAsinB
অঙ্কন : ( A+B ) যৌগিক কোণের অন্তিম বাহু →OZ ওপর যেকোনো বিন্দু P নেওয়া হল এবং P বিন্দু থেকে →OX এবং →OY সরলরেখার উপরে →PQ এবং →PR লম্ব টানা হল। তারপর R বিন্দু থেকে →OX এবং →PQ এর ওপর যথাক্রমে →RS এবং →RT লম্ব টানা হল।
প্রমাণ : স্পষ্টতই ∠TPR+∠PRT=90∘
এবং ∠ORT+∠PRT=90∘
সুতরাং ∠TPR=∠ORT= একান্তর ∠ROX=A
এখন সমকোণী ত্রিভুজের POQ থেকে পাই
sin(A+B)=→PQ→OP=→PT+→TQ→OP=→PT→OP+→TQ→OP=→PT→OP+→RS→OP=→PT→PR⋅→PR→OP+→RS→OR⋅→OR→OP=cosAsinB+sinAcosB=sinAcosB+cosAsinB
- 981 views