ভারতীয় লৌহ ইস্পাত শিল্পের সমস্যা :- ভারতের লৌহ ইস্পাত কারখানাগুলি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে স্থাপিত না হওয়ায় প্রচুর আর্থিক ক্ষতি ও বৈদেশিক মুদ্রার অপচয় হয়েছে । (১) পূর্ণ মাত্রায় উৎপাদন ক্ষমতা ব্যবহারের অভাব ; (২) কাঁচামালের মুল্যবৃদ্ধি ; (৩) ইস্পাত উৎপাদনের পুরোনো ও বাতিল হয়ে যাওয়া প্রযুক্তি ; (৪) অত্যধিক সরকারি নিয়ন্ত্রণ ও ত্রুটিপূর্ণ সরকারি পরিকল্পনা ; (৫) লোহা, কয়লা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ প্রভৃতি কাঁচামালের কেন্দ্রীভূত অবস্থান; (৬) দক্ষ শ্রমিকের অভাব, (৭) উৎকৃষ্ট কোক কয়লার অভাব; (৮) তাপসহনক্ষম ইটের অভাব; (৯) পরিবহণের অসুবিধা; (১০) মেরামতির সাজ সরঞ্জামের অভাব; (১১) অত্যধিক উৎপাদন খরচ; (২) অভ্যন্তরীণ ইস্পাতের মন্দা বাজার, প্রভৃতি সমস্যা ভারতের লৌহ-ইস্পাত শিল্পের অগ্রগতির বাধা হয়ে দাঁড়িয়েছে ।
ভারতীয় লৌহ-ইস্পাত শিল্পের সম্ভবনা :- ভারতীয় লৌহ ও ইস্পাত শিল্পের নানারকম সমস্যা সত্ত্বেও ভারতে এই শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভবনা আছে, কারণ :
(১) কাঁচামালের সহজলভ্যতা; (২) উন্নত পরিবহন ব্যবস্থা; (৩) যথেষ্ট চাহিদা; (৪) রপ্তানির সুযোগ (৫) সুলভ শ্রমিক (৬) মূলধনের সহজ লভ্যতা, (৭) কেন্দ্রীয় সরকারের মাসুল সমীকরণ নিতির সুফল; (৮) সরকারি উদারনীতি, (৯) উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার; (১০) ইস্পাত কারখানাগুলোর আধুনিকীকরণ ও সম্প্রসারণে অনুকূল সরকারি নীতি বর্তমানে ভারতীয় লৌহ-ইস্পাত শিল্পের পথ সুগম করেছে ।
সর্বোপরি, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কয়লার অভাব থাকায় ভারতের প্রতিবেশী অঞ্চলে চাহিদা সত্ত্বেও লৌহ ইস্পাত শিল্প গড়ে তোলা খুবই কঠিন কাজ । এইজন্য এই সব দেশে ভারতীয় ইস্পাত ও লোহার বিরাট বাজার গড়ে ওঠার সম্ভবনা রয়েছে ।
***
- 3092 views