বিশ্বেশ্বরায়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড [Visvesvaraya Iron and Steel Plant] : ১৯১৮ খ্রিস্টাব্দে তৎকালীন মহীশুর সরকারের তত্ত্বাবধানে কর্ণাটকের ভদ্রাবতীতে Mysore Iron and Steel Limited নামে একটি লৌহ ইস্পাত কারখান প্রতিষ্ঠিত হয় । ১৯২৩ খ্রিস্টাব্দে কারখানাটিতে প্রথম উৎপাদন শুরু হয় । ১৯৭৫ সালে এই কারখানাটি বিশ্বেশ্বরায়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড নামে নতুন নামকরণ হয় । ১৯৮৯ সালে স্টীল অথোরিটি অফ ইন্ডিয়া এই কারখানাটিকে Subsidiary Unit হিসাবে অধিগ্রহণ করে । Visvesvaraya Iron and Steel limited ১৯৯৮ সালে Steel Authority of India -এর সাথে সংযুক্তি [merge] ঘটে । বর্তমানে এই ইস্পাত কারখানাটির উৎপাদন ব্যবস্থা ১.২৫ লক্ষ টনের কাছাকাছি ।
কারখানাটির অনুকুল ভৌগোলিক অবস্থান :-
(১) বাবাবুদান পাহাড়ের লৌহ খনির আকরিক লোহা ,
(২) নিকটস্থ বনভূমির কাঠ কয়লা
(৩) ভান্ডিগুন্ডার চুনাপাথর,
(৪) ভদ্রাবতীর নদীর জল,
(৫) তুঙ্গভদ্রা অববাহিকার প্রচুর সুলভ শ্রমিক,
(৬) কোচিন, চেন্নাই ও মুম্বাই বন্দরের নৈকট্য
প্রভৃতির সহজলভ্যতা প্রথম দিকে এই কারখানাটিকে গড়ে উঠতে সাহায্য করেছিল । পরবর্তী কালে সারাবতী, মেত্তুর ও যোগ জলপ্রপাত কেন্দ্রের জলবিদ্যুৎ কারখানাটিকে কাঠকয়লার পরিবর্তে বিদ্যুতের ওপর নির্ভর করে ইস্পাত উৎপাদনের নতুন পথ নির্দেশ করেছে । এই কারখানায় সাধারন লোহা ও ইস্পাতের সঙ্গে বিদ্যুৎ চালিত চুল্লিতে উন্নতমানের বিশেষ ধরনের ইস্পাত ও সংকর ইস্পাত প্রভৃতি তৈরি করা হয় ।
***
- 306 views